কলকাতা, 26 মার্চ: রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে আপত্তিকর মন্তব্য করায় দিলীপ ঘোষের বিরুদ্ধে এ বার নির্বাচন কমিশনের দ্বারস্থ হতে চলেছে রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেস । আগামিকাল, অর্থাৎ বুধবার বেলা 11টায় 10 সদস্যের তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি দল নির্বাচন কমিশনে যাচ্ছে । দেশের একমাত্র মহিলা মুখ্যমন্ত্রীকে এ ধরনের কুচিকর আক্রমণ করা নিয়ে তারা নির্বাচন কমিশনের হস্তক্ষেপ চাইবে ।
প্রসঙ্গত, মঙ্গলবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রীকে নিয়ে বিতর্কিত মন্তব্য করেন দিলীপ ঘোষ ৷ তিনি বলেন, "দিদি গোয়াতে গিয়ে বলেন, আমি গোয়ার মেয়ে, ত্রিপুরাতে গিয়ে বলেন আমি ত্রিপুরার মেয়ে । আসলে উনি আগে বাপ তো ঠিক করুন । যার তার মেয়ে হওয়া ঠিক নয় ।" দিলীপ ঘোষের এই বক্তব্যের পর, তেড়েফুঁড়ে ওঠে তৃণমূল কংগ্রেস ।
এ দিন এই নিয়ে তৃণমূল ভবনে সাংবাদিক সম্মেলন করেন রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য এবং দলের নেত্রী বসুন্ধরা গোস্বামী । সেখানে চন্দ্রিমা ভট্টাচার্য বলেন, "মুখে নারীশক্তির কথা বললেই মেয়েদের সম্মান দেওয়া হয় না ৷ মোদির গ্যারান্টি যে ফেল করছে, নারীদের প্রতি যে তাদের সম্মান নেই, দিলীপ ঘোষের কথা থেকে তা স্পষ্ট । মোদিজির গ্যারান্টি কী রকম ! মহিলাদের প্রতি তাঁদের কী সম্মান সেটা আমরা আগেও দেখেছি, এবারও দেখছি । ওই ধারাটা কিন্তু একই আছে । দিলীপবাবুর একটু রাগ হয়েছে । নিজের জেতা আসনে দল তাঁকে প্রার্থী করেনি । তাই হতাশায় ভুগছেন । সেই হতাশা থেকেই এ সব বলছেন তিনি ।"
এ দিন চন্দ্রিমা ভট্টাচার্য বলেন, "বিজেপির কাছ থেকে মহিলাদের সম্মান আশা করা উচিত নয় । এটাই ওদের সংস্কৃতি । তাই বারবার একই ছবি দেখা যায় । সে কারণেই আমরা দেখতে চাই নির্বাচন কমিশন এর বিরুদ্ধে কী পদক্ষেপ করে। কাল সকাল 11টায় এর বিরুদ্ধে 10 সদস্যের একটি প্রতিনিধি দল নির্বাচন কমিশনে যাচ্ছে । কমিশনের কাছে বিষয়টিকে তুলে ধরব ৷ আমরা দেখতে চাই কমিশন কী ব্যবস্থা নেয় ।"
তবে শুধু চন্দ্রিমা ভট্টাচার্য নন, মমতা বন্দ্যোপাধ্যায়কে কুৎসিত আক্রমণ নিয়ে মুখ খুলেছেন যুব সভানেত্রী তথা যাদবপুরের তৃণমূল প্রার্থী সায়নী ঘোষ । তিনি বলেন, "দিলীপবাবু আপনাকে ধন্যবাদ । আপনি আরও একবার বাংলার মা-বোনেদের অপমান করতে সফল হয়েছেন । মমতা বন্দ্যোপাধ্যায়ের যখন পায়ে চোট লেগেছিল, ওঁকে আপনি বারমুডা পরার পরামর্শ দিয়েছিলেন । এর পরিণাম 2021 বিধানসভা ভোটের ফলাফলে দেখা গিয়েছিল । আজকে আপনি বলেছেন দিদিকে আগে ঠিক করতে হবে ওঁর বাবা কে ! যার তার মেয়ে হওয়া ঠিক নয় । এ সব করে একা মমতা বন্দ্যোপাধ্যায় নয়, সমস্ত মাতৃশক্তির অপমান করেছেন আপনি । কেন আপনি বারবার ভুলে যান বাংলা মাতৃশক্তির আরাধনা করে । তাই যো রাধা কা না হো সাকা, ওহ শ্যাম কা না হো সাকা। যো সীতা মাইয়া কো ভুল গ্যায়া, ওহ রাম কা না হো সাকা ।"
আরও পড়ুন: