ETV Bharat / state

হরিয়ানায় বাংলার শ্রমিককে পিটিয়ে খুন, অসহিষ্ণুতার অভিযোগে সরব তৃণমূল - Migrant Labour Murdered - MIGRANT LABOUR MURDERED

TMC on Migrant Labour Murder: হরিয়ানায় গিয়ে খুন বাংলার পরিযায়ী শ্রমিক ৷ অসহিষ্ণুতার বিরুদ্ধে সরব তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সাংসদ সামিরুল ইসলাম ৷

TMC on Migrant Labour Murdered
(মাঝে) রাজ্যসভার সাংসদ সামিরুল ইসলাম (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Bangla Team

Published : Sep 1, 2024, 4:30 PM IST

কলকাতা, 1 সেপ্টেম্বর: হরিয়ানায় খুন হলেন দক্ষিণ 24 পরগনার বাসন্তীর এক যুবক। যেভাবে 'গো-রক্ষা' বাহিনীর হাতে ওই পরিযায়ী শ্রমিককে খুন হতে হয়েছে তাতে অত্যন্ত উদ্বিগ্ন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ইতিমধ্যেই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দুর্গত ওই পরিবারের সঙ্গে কথা বলেছেন। মৃতের পরিবারকে সবরকম সরকারি সাহায্য করা হবে বলে প্রশাসন থেকে আশ্বাসও দেওয়া হয়েছে। একইভাবে তৃণমূলের তরফ থেকেও পরিবারের পাশে থাকার বার্তা দেওয়া হয়েছে।

রবিবার পরিবাররের সঙ্গে গিয়ে দেখা করেছেন পশ্চিমবঙ্গ পরিযায়ী শ্রমিক কল্যাণ পর্ষদের চেয়ারম্যান তথা রাজ্যসভার সাংসদ সামিরুল ইসলাম। তিনি এই ঘটনার কড়া নিন্দা করেন। একইসঙ্গে তাঁর দাবি, বিজেপি শাসিত রাজ্যে কখনও 'গো-রক্ষা'র নামে, আবার কখনও বাংলাদেশি তকমা দিয়ে বাংলার পরিযায়ী শ্রমিকদের মারধর করা হচ্ছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আরও একবার ক্ষমতায় আসার পর বাঙালি পরিযায়ী শ্রমিকদের উপর পরিকল্পিতহামলা হচ্ছে। আমরা এর তীব্র নিন্দা করছি। নক্ক্যারজনক ঘটনা ঘটেছে হরিয়ানায়। ইতিমধ্যেই মুখ্যমন্ত্রীর নজরে এসেছে পুরো বিষয়টি। আমরা পরিবারের পাশেই আছি।

তিনি জানান, মুখ্যমন্ত্রীর নির্দেশেই তাঁরা পরিবারের সঙ্গে দেখা করেছেন। পরিবারের অবস্থা চোখে দেখা যায় না। এই অবস্থায় পরিবারের তরফ থেকে বাংলার মানুষের কাছে একটাই দাবি, অপরাধীদের শাস্তির জন্য প্রত্যেকটা মানুষ যেন পথে নামে। তিনি বলেন, "বাংলা থেকে যত পরিযায়ী শ্রমিক কাজ করতে যান তার থেকে অনেক বেশি মানুষ এই বাংলায় পরিযায়ী শ্রমিকের কাজ করেন। তাঁরা সুরক্ষিতই আছেন। বিজেপি শাসিত রাজ্যগুলির এর থেকে শিক্ষা নেওয়া উচিত ৷ যেভাবে বিভিন্ন সময়ে গরিব মানুষগুলোর উপর আক্রমণ নেমে আসছে তাতে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলের বিরোধিতা করা উচিত। আমরা এর প্রতিবাদ না-করলে আমাদের জাতিসত্তা হয়তো একদিন হারিয়ে যাবে।"

কলকাতা, 1 সেপ্টেম্বর: হরিয়ানায় খুন হলেন দক্ষিণ 24 পরগনার বাসন্তীর এক যুবক। যেভাবে 'গো-রক্ষা' বাহিনীর হাতে ওই পরিযায়ী শ্রমিককে খুন হতে হয়েছে তাতে অত্যন্ত উদ্বিগ্ন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ইতিমধ্যেই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দুর্গত ওই পরিবারের সঙ্গে কথা বলেছেন। মৃতের পরিবারকে সবরকম সরকারি সাহায্য করা হবে বলে প্রশাসন থেকে আশ্বাসও দেওয়া হয়েছে। একইভাবে তৃণমূলের তরফ থেকেও পরিবারের পাশে থাকার বার্তা দেওয়া হয়েছে।

রবিবার পরিবাররের সঙ্গে গিয়ে দেখা করেছেন পশ্চিমবঙ্গ পরিযায়ী শ্রমিক কল্যাণ পর্ষদের চেয়ারম্যান তথা রাজ্যসভার সাংসদ সামিরুল ইসলাম। তিনি এই ঘটনার কড়া নিন্দা করেন। একইসঙ্গে তাঁর দাবি, বিজেপি শাসিত রাজ্যে কখনও 'গো-রক্ষা'র নামে, আবার কখনও বাংলাদেশি তকমা দিয়ে বাংলার পরিযায়ী শ্রমিকদের মারধর করা হচ্ছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আরও একবার ক্ষমতায় আসার পর বাঙালি পরিযায়ী শ্রমিকদের উপর পরিকল্পিতহামলা হচ্ছে। আমরা এর তীব্র নিন্দা করছি। নক্ক্যারজনক ঘটনা ঘটেছে হরিয়ানায়। ইতিমধ্যেই মুখ্যমন্ত্রীর নজরে এসেছে পুরো বিষয়টি। আমরা পরিবারের পাশেই আছি।

তিনি জানান, মুখ্যমন্ত্রীর নির্দেশেই তাঁরা পরিবারের সঙ্গে দেখা করেছেন। পরিবারের অবস্থা চোখে দেখা যায় না। এই অবস্থায় পরিবারের তরফ থেকে বাংলার মানুষের কাছে একটাই দাবি, অপরাধীদের শাস্তির জন্য প্রত্যেকটা মানুষ যেন পথে নামে। তিনি বলেন, "বাংলা থেকে যত পরিযায়ী শ্রমিক কাজ করতে যান তার থেকে অনেক বেশি মানুষ এই বাংলায় পরিযায়ী শ্রমিকের কাজ করেন। তাঁরা সুরক্ষিতই আছেন। বিজেপি শাসিত রাজ্যগুলির এর থেকে শিক্ষা নেওয়া উচিত ৷ যেভাবে বিভিন্ন সময়ে গরিব মানুষগুলোর উপর আক্রমণ নেমে আসছে তাতে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলের বিরোধিতা করা উচিত। আমরা এর প্রতিবাদ না-করলে আমাদের জাতিসত্তা হয়তো একদিন হারিয়ে যাবে।"

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.