ETV Bharat / state

কোর কমিটির বিতর্কের মাঝে বিধায়ক-নেতাদের নিয়ে কঙ্কালীতলায় সন্ধ্যারতিতে অনুব্রত

দলীয় নেতাদের সঙ্গে কঙ্কালীতলায় সন্ধ্যা আরতি দেখলেন অনুব্রত মণ্ডল ৷ সাংবাদিকদের প্রশ্নে পুরনো কথা বলতে চাইলেন না বীরভূমের তৃণমূল নেতা ৷

Anubrata Mondal
কঙ্কালীতলায় সন্ধ্যাআরতি দেখলেন অনুব্রত মণ্ডল (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Bangla Team

Published : Oct 28, 2024, 8:05 PM IST

Updated : Oct 28, 2024, 9:17 PM IST

বোলপুর, 28 অক্টোবর: কোর কমিটির বৈঠক কবে ? বিতর্কের মাঝেই সোমবার সতীপীঠ কঙ্কালীতলা মন্দিরে কোপাই নদীর তীরে সন্ধ্যারতিতে অংশ নিলেন অনুব্রত মণ্ডল ৷ "পুরনো দিনের কোনও কথা বলব না", বললেন তিনি ৷ এদিন দলের বিধায়ক, নেতাদের নিয়ে বেনারসের গঙ্গারতির ন্যায় কঙ্কালীতলার তলার আরতি উপভোগ করলেন কেষ্ট ৷

লক্ষ্মীপুজোর পর থেকে দলের নির্দেশ অনুযায়ী বীরভূমের ব্লকে ব্লকে চলছে বিজয়া সম্মিলনী ৷ একদিকে অনুব্রত মণ্ডল, অন্যদিকে যুযুধান হিসাবে পরিচিত জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ বিজয়া সম্মিলনী করছেন ৷ যদিও এক সঙ্গে এক মঞ্চে দেখা যায়নি কাজল-কেষ্টকে ৷ তবে কাজল শেখের অভিযোগ, দীর্ঘদিন কোর কমিটির কোনও বৈঠক হয়নি । এমনকি, বিজয়া সম্মিলনী সূচি কোর কমিটির সম্মতি ছাড়াই হচ্ছে ৷

সন্ধ্যারতি দর্শনের পর কী বললেন অনুব্রত মণ্ডল ? (ইটিভি ভারত)

এই বিতর্কের মাঝেই এদিন কঙ্কালীতলা মন্দিরে সন্ধ্যারতিতে অংশ নেন অনুব্রত মণ্ডল । এখানে বেনারসের গঙ্গারতির ন্যায় আরতির চল আছে ৷ এদিন, দলের বিধায়ক তথা কোর কমিটির আহ্বায়ক বিকাশ রায়চৌধুরী, হাসনের বিধায়ক অশোক চট্টোপাধ্যায়, নলহাটির বিধায়ক রাজেন্দ্রপ্রসাদ সিং, কোর কমিটির আরেক সদস্য সুদীপ্ত ঘোষ, বোলপুর পৌরসভার চেয়ারপার্সন পর্ণা ঘোষ-সহ অন্যান্য নেতাদের নিয়ে সন্ধ্যারতি উপভোগ করেন অনুব্রত ৷

আরতি শেষে তিনি বলেন, "অসাধারণ সন্ধ্যারতি উপভোগ করলাম ৷ মমতা বন্দ্যোপাধ্যায় সব সতীপীঠ ঢেলে সাজিয়ে দিয়েছেন ৷ পুরনো দিনের কথা আর বলব না ৷ নতুন করে যা দেখলাম অসাধারণ ।"

কোর কমিটির আহ্বায়ক বিকাশ রায়চৌধুরী বলেন, "কালীপুজোর পর কোর কমিটির বৈঠকে হওয়ার কথা আছে ৷ আর বিজয়া সম্মিলনী সব জায়গায় হচ্ছে ৷ তার সূচি আগেই তৈরি হয়ে গিয়েছে । সবাইকে ডাকাও হচ্ছে । বিতর্কের কিছু নেই ।"

বোলপুর, 28 অক্টোবর: কোর কমিটির বৈঠক কবে ? বিতর্কের মাঝেই সোমবার সতীপীঠ কঙ্কালীতলা মন্দিরে কোপাই নদীর তীরে সন্ধ্যারতিতে অংশ নিলেন অনুব্রত মণ্ডল ৷ "পুরনো দিনের কোনও কথা বলব না", বললেন তিনি ৷ এদিন দলের বিধায়ক, নেতাদের নিয়ে বেনারসের গঙ্গারতির ন্যায় কঙ্কালীতলার তলার আরতি উপভোগ করলেন কেষ্ট ৷

লক্ষ্মীপুজোর পর থেকে দলের নির্দেশ অনুযায়ী বীরভূমের ব্লকে ব্লকে চলছে বিজয়া সম্মিলনী ৷ একদিকে অনুব্রত মণ্ডল, অন্যদিকে যুযুধান হিসাবে পরিচিত জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ বিজয়া সম্মিলনী করছেন ৷ যদিও এক সঙ্গে এক মঞ্চে দেখা যায়নি কাজল-কেষ্টকে ৷ তবে কাজল শেখের অভিযোগ, দীর্ঘদিন কোর কমিটির কোনও বৈঠক হয়নি । এমনকি, বিজয়া সম্মিলনী সূচি কোর কমিটির সম্মতি ছাড়াই হচ্ছে ৷

সন্ধ্যারতি দর্শনের পর কী বললেন অনুব্রত মণ্ডল ? (ইটিভি ভারত)

এই বিতর্কের মাঝেই এদিন কঙ্কালীতলা মন্দিরে সন্ধ্যারতিতে অংশ নেন অনুব্রত মণ্ডল । এখানে বেনারসের গঙ্গারতির ন্যায় আরতির চল আছে ৷ এদিন, দলের বিধায়ক তথা কোর কমিটির আহ্বায়ক বিকাশ রায়চৌধুরী, হাসনের বিধায়ক অশোক চট্টোপাধ্যায়, নলহাটির বিধায়ক রাজেন্দ্রপ্রসাদ সিং, কোর কমিটির আরেক সদস্য সুদীপ্ত ঘোষ, বোলপুর পৌরসভার চেয়ারপার্সন পর্ণা ঘোষ-সহ অন্যান্য নেতাদের নিয়ে সন্ধ্যারতি উপভোগ করেন অনুব্রত ৷

আরতি শেষে তিনি বলেন, "অসাধারণ সন্ধ্যারতি উপভোগ করলাম ৷ মমতা বন্দ্যোপাধ্যায় সব সতীপীঠ ঢেলে সাজিয়ে দিয়েছেন ৷ পুরনো দিনের কথা আর বলব না ৷ নতুন করে যা দেখলাম অসাধারণ ।"

কোর কমিটির আহ্বায়ক বিকাশ রায়চৌধুরী বলেন, "কালীপুজোর পর কোর কমিটির বৈঠকে হওয়ার কথা আছে ৷ আর বিজয়া সম্মিলনী সব জায়গায় হচ্ছে ৷ তার সূচি আগেই তৈরি হয়ে গিয়েছে । সবাইকে ডাকাও হচ্ছে । বিতর্কের কিছু নেই ।"

Last Updated : Oct 28, 2024, 9:17 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.