ETV Bharat / state

কেন্দ্রে ঢুকে মাধ্যমিক পরীক্ষার্থীদের শুভেচ্ছা জানিয়ে বিপাকে তৃণমূল - মাধ্যমিক 2024

Madhyamik 2024: মাধ্যমিক পরীক্ষার্থীদের শুভেচ্ছা জানাতে গিয়ে কেন্দ্রের ভিতরে ঢুকে পড়ল তৃণমূল নেতৃত্ব ৷ বিষয়টি জানাজানি হতেই শুরু হয়েছে বিতর্ক ৷

Etv Bharat
পরীক্ষাকেন্দ্রে ঢুকে মাধ্যমিক পরীক্ষার্থীদের শুভেচ্ছা জানিয়ে বিপাকে তৃণমূল
author img

By ETV Bharat Bangla Team

Published : Feb 2, 2024, 7:37 PM IST

পরীক্ষাকেন্দ্রে ঢুকে মাধ্যমিক পরীক্ষার্থীদের শুভেচ্ছা জানিয়ে বিপাকে তৃণমূল

দুর্গাপুর, 2 ফেব্রুয়ারি: মাধ্যমিক পরীক্ষার্থীদের শুভেচ্ছাবার্তা জানাতে গিয়ে নিয়ম ভাঙার অভিযোগ উঠল তৃণমূল কর্মীদের বিরুদ্ধে । শুক্রবার পরীক্ষার প্রথম দিনই কেন্দ্রের ভিতরে ঢুকে পড়ুয়াদের পেন ও বোতল দিয়ে বিতর্কের মুখে পড়লেন পশ্চিম বর্ধমান মহিলা তৃণমূলের সাধারণ সম্পাদক পঞ্চায়েত প্রধান-সহ তৃণমূল কর্মীরা । এই ঘটনার সমালোচনায় সরব হয়েছে বিরোধীরা । পশ্চিম বর্ধমান জেলার কাঁকসা উচ্চ বিদ্যালয়ের ঘটনা ৷

এ দিন মাধ্যমিক পরীক্ষার্থীদের পেন দিয়ে শুভেচ্ছাবার্তা জানাতে পরীক্ষাকেন্দ্রের বাউন্ডারির ভিতর দলীয় কর্মীদের নিয়ে ঢুকে পড়েন জেলার মহিলা তৃণমূলের সাধারণ সম্পাদক স্বপ্না বৈদ্য ও কাঁকসার গ্রাম পঞ্চায়েতের প্রধান সুমনা সাহা । এই ঘটনাকে ঘিরেই শুরু হয় বিতর্ক । সমালোচনায় সরব হয়ে বিজেপি নেতা ইন্দ্রজিৎ ঢালি বলেন, "পরীক্ষাকেন্দ্রের বাউন্ডারির ভিতর ঢুকে পরীক্ষার্থীদের শুভেচ্ছা জানাতে যাচ্ছেন পরীক্ষার্থীদের প্রভাবিত করার জন্য । যদি শুভেচ্ছা জানাতেই হয় তাহলে ঘরে গিয়ে করুক না ।"

সিপিএম নেতা পঙ্কজ রায় সরকারের কথায়, "সারা বছর বিতরণ করছে তাতেও হচ্ছে না । পরীক্ষাকেন্দ্রের ভিতর ঢুকে যাচ্ছেন মহিলা তৃণমূল কর্মীরা । পুলিশ আর বিদ্যালয় কর্তৃপক্ষ কী করছিল ? সাধারণ লোক কি পরীক্ষাকেন্দ্রে ঢুকতে পারবে ? কিন্তু তৃণমূলের নেতারা কী করে ঢুকে যাচ্ছেন পরীক্ষাকেন্দ্রের ভিতর ।"

যদিও বিষয়টি নিয়ে জেলা মহিলা তৃণমূলের সাধারণ সম্পাদক স্বপ্না বৈদ্যর বক্তব্য, "তৃণমূল সবসময় মানুষের কাজ করে থাকে । পরীক্ষার্থীদের যাতে কোনও সমস্যা না হয়, তারা যাতে সুষ্ঠভাবে পরীক্ষা দিতে পারে সেইজন্য শুভেচ্ছাবার্তা দেওয়া হয়েছে । বিরোধীদের ভালো কাজ কিছু করে না শুধু বিতর্কে খুঁজে বেড়ায় ।"

কাঁকসা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক উজ্জ্বল নন্দী বলেন, "আমরা পরীক্ষার্থীদের বসানোর কাজে ব্যস্ত ছিলাম । তবে যাঁরা ঢুকেছিলেন তাঁদের সচেতন হওয়া দরকার ।"

আরও পড়ুন :

  1. হাতির হানা মোকাবিলায় পাহারা-মাইকিং, নিরাপদে মাধ্যমিক পরীক্ষার্থীদের কেন্দ্রে পাঠাচ্ছে বন দফতর
  2. পথ হারানো মাধ্যমিক পরীক্ষার্থীকে বাইকে বসিয়ে কেন্দ্রে পৌঁছে দিল কলকাতা পুলিশ
  3. প্রশ্ন ফাঁসে কড়া পর্ষদ, বাতিল মালদার 2 মাধ্যমিক পরীক্ষার্থীর পরীক্ষা

পরীক্ষাকেন্দ্রে ঢুকে মাধ্যমিক পরীক্ষার্থীদের শুভেচ্ছা জানিয়ে বিপাকে তৃণমূল

দুর্গাপুর, 2 ফেব্রুয়ারি: মাধ্যমিক পরীক্ষার্থীদের শুভেচ্ছাবার্তা জানাতে গিয়ে নিয়ম ভাঙার অভিযোগ উঠল তৃণমূল কর্মীদের বিরুদ্ধে । শুক্রবার পরীক্ষার প্রথম দিনই কেন্দ্রের ভিতরে ঢুকে পড়ুয়াদের পেন ও বোতল দিয়ে বিতর্কের মুখে পড়লেন পশ্চিম বর্ধমান মহিলা তৃণমূলের সাধারণ সম্পাদক পঞ্চায়েত প্রধান-সহ তৃণমূল কর্মীরা । এই ঘটনার সমালোচনায় সরব হয়েছে বিরোধীরা । পশ্চিম বর্ধমান জেলার কাঁকসা উচ্চ বিদ্যালয়ের ঘটনা ৷

এ দিন মাধ্যমিক পরীক্ষার্থীদের পেন দিয়ে শুভেচ্ছাবার্তা জানাতে পরীক্ষাকেন্দ্রের বাউন্ডারির ভিতর দলীয় কর্মীদের নিয়ে ঢুকে পড়েন জেলার মহিলা তৃণমূলের সাধারণ সম্পাদক স্বপ্না বৈদ্য ও কাঁকসার গ্রাম পঞ্চায়েতের প্রধান সুমনা সাহা । এই ঘটনাকে ঘিরেই শুরু হয় বিতর্ক । সমালোচনায় সরব হয়ে বিজেপি নেতা ইন্দ্রজিৎ ঢালি বলেন, "পরীক্ষাকেন্দ্রের বাউন্ডারির ভিতর ঢুকে পরীক্ষার্থীদের শুভেচ্ছা জানাতে যাচ্ছেন পরীক্ষার্থীদের প্রভাবিত করার জন্য । যদি শুভেচ্ছা জানাতেই হয় তাহলে ঘরে গিয়ে করুক না ।"

সিপিএম নেতা পঙ্কজ রায় সরকারের কথায়, "সারা বছর বিতরণ করছে তাতেও হচ্ছে না । পরীক্ষাকেন্দ্রের ভিতর ঢুকে যাচ্ছেন মহিলা তৃণমূল কর্মীরা । পুলিশ আর বিদ্যালয় কর্তৃপক্ষ কী করছিল ? সাধারণ লোক কি পরীক্ষাকেন্দ্রে ঢুকতে পারবে ? কিন্তু তৃণমূলের নেতারা কী করে ঢুকে যাচ্ছেন পরীক্ষাকেন্দ্রের ভিতর ।"

যদিও বিষয়টি নিয়ে জেলা মহিলা তৃণমূলের সাধারণ সম্পাদক স্বপ্না বৈদ্যর বক্তব্য, "তৃণমূল সবসময় মানুষের কাজ করে থাকে । পরীক্ষার্থীদের যাতে কোনও সমস্যা না হয়, তারা যাতে সুষ্ঠভাবে পরীক্ষা দিতে পারে সেইজন্য শুভেচ্ছাবার্তা দেওয়া হয়েছে । বিরোধীদের ভালো কাজ কিছু করে না শুধু বিতর্কে খুঁজে বেড়ায় ।"

কাঁকসা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক উজ্জ্বল নন্দী বলেন, "আমরা পরীক্ষার্থীদের বসানোর কাজে ব্যস্ত ছিলাম । তবে যাঁরা ঢুকেছিলেন তাঁদের সচেতন হওয়া দরকার ।"

আরও পড়ুন :

  1. হাতির হানা মোকাবিলায় পাহারা-মাইকিং, নিরাপদে মাধ্যমিক পরীক্ষার্থীদের কেন্দ্রে পাঠাচ্ছে বন দফতর
  2. পথ হারানো মাধ্যমিক পরীক্ষার্থীকে বাইকে বসিয়ে কেন্দ্রে পৌঁছে দিল কলকাতা পুলিশ
  3. প্রশ্ন ফাঁসে কড়া পর্ষদ, বাতিল মালদার 2 মাধ্যমিক পরীক্ষার্থীর পরীক্ষা
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.