ETV Bharat / state

তৃণমূল বনাম তৃণমূল! কারখানার সম্প্রসারণের জমি নিয়ে উত্তেজনা দুর্গাপুরে - TMC Inner Clash - TMC INNER CLASH

TMC Calash on Rehabilitation: পুনর্বাসনের দাবিতে তৃণমূলের তফশিলি সেলের সভাপতির নেতৃত্বে আন্দোলনে বস্তিবাসীরা । বস্তিবাসীদের বিরুদ্ধে আন্দোলন কারখানার তৃণমূল সমর্থিত ঠিকা শ্রমিকদের । রাষ্ট্রয়াত্ত্ব কারখানার দুর্গাপুর থার্মাল পাওয়ার স্টেশনে উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয় ৷

TMC Calash on Rehabilitation
কারখানার সম্প্রসারণের জমি নিয়ে উত্তপ্ত পরিস্থিতি (নিজস্ব চিত্র)
author img

By ETV Bharat Bangla Team

Published : Aug 20, 2024, 9:21 PM IST

Updated : Aug 20, 2024, 10:28 PM IST

দুর্গাপুর, 20 অগস্ট: পুনর্বাসনের দাবিতে তৃণমূলের তফশিলি সেলের সভাপতির নেতৃত্বে আন্দোলন বস্তিবাসীদের। আর বস্তিবাসীদের বিরুদ্ধে এই আন্দোলনে নামল কারখানার তৃণমূল সমর্থিত ঠিকা শ্রমিকরা । মঙ্গলবার রাষ্ট্রায়ত্ত্ব কারখানার সামনে তৃণমূল বনাম তৃণমূলের উত্তেজনা সামাল দিতে হিমশিম অবস্থা দুর্গাপুর থানার পুলিশের ।

কারখানার সম্প্রসারণের জমি নিয়ে উত্তেজনা দুর্গাপুরে (ইটিভি ভারত)

সূত্রের খবর, রাষ্ট্রায়ত্ত দামোদর ভ্যালি কর্পোরেশনের অন্তর্গত দুর্গাপুর থার্মাল পাওয়ার স্টেশন সম্প্রসারণের জন্য শুরু হয়েছে ৷ তার জন্য প্রয়োজনীয় জমি অধিগ্রহণের কাজ চলছে। তা নিয়েই এদিন সকালে কারখানা পরিদর্শনে এসেছিলেন দামোদর ভ্যালি কর্পোরেশনের চেয়ারম্যান। সেই খবর ছড়িয়ে পড়তেই কারখানার জমিতে বসবাসকারী বস্তিবাসীরা পুনর্বাসনের দাবিতে বিক্ষোভ দেখাতে থাকেন ৷ তাঁদের নেতৃত্ব দেন দুর্গাপুরের তিন নম্বর ব্লকের তৃণমূল তফশিলি সেলের সভাপতি সিকান্দার মল্লিক। এই খবর পাওয়া মাত্রই পাল্টা রাষ্ট্রায়ত্ত কারখানার তৃণমূল সমর্থিত ঠিকা শ্রমিকরা কারখানার পুনর্বাসনের দাবিতে বস্তিবাসীদের বিরুদ্ধে ক্ষোভে ফেটে পড়েন। দুই পক্ষের মধ্যে শুরু হয় বচসা। পরিস্থিতি সামাল দিতে দুর্গাপুর থানার পুলিশ পৌঁছলে পুলিশের সঙ্গে শুরু হয় বচসা।

ঘটনা প্রসঙ্গে, কারখানার ঠিকা শ্রমিক শিব শংকর বন্দ্যোপাধ্যায় বলেন, "কারখানা সম্প্রসারণ না-হলে অন্ধকারে ডুবে যাবে এলাকা। কিছু সমাজ বিরোধী ও ধাপ্পাবাজ তৃণমূলের কর্মী কারখানা সম্প্রসারণের বিরুদ্ধে আন্দোলন করছে। আমরা তারই প্রতিবাদ করছি। দ্রুত কারখানা সম্প্রসারণ হোক আমরা সমস্ত রকম সহযোগিতা করব।"

বস্তিবাসীদের সঙ্গে আন্দোলনের সামিল হয়ে 3 নম্বর ব্লকের তফশিলি সেলের সভাপতি সিকান্দার মল্লিক বলেন, "আমরা কারখানা সম্প্রসারণ হোক চাই। কিন্তু, যারা দীর্ঘদিন ধরে বসবাস করছে তাদেরকে পুনর্বাসন দেওয়ার পরেই এই কাজ হোক। পুনর্বাসন বিহীন উচ্ছেদ করে দেওয়া হলে বস্তিবাসীরা যাবে কোথায়। আমরা তারই প্রতিবাদে নেমেছি।"

দুর্গাপুর, 20 অগস্ট: পুনর্বাসনের দাবিতে তৃণমূলের তফশিলি সেলের সভাপতির নেতৃত্বে আন্দোলন বস্তিবাসীদের। আর বস্তিবাসীদের বিরুদ্ধে এই আন্দোলনে নামল কারখানার তৃণমূল সমর্থিত ঠিকা শ্রমিকরা । মঙ্গলবার রাষ্ট্রায়ত্ত্ব কারখানার সামনে তৃণমূল বনাম তৃণমূলের উত্তেজনা সামাল দিতে হিমশিম অবস্থা দুর্গাপুর থানার পুলিশের ।

কারখানার সম্প্রসারণের জমি নিয়ে উত্তেজনা দুর্গাপুরে (ইটিভি ভারত)

সূত্রের খবর, রাষ্ট্রায়ত্ত দামোদর ভ্যালি কর্পোরেশনের অন্তর্গত দুর্গাপুর থার্মাল পাওয়ার স্টেশন সম্প্রসারণের জন্য শুরু হয়েছে ৷ তার জন্য প্রয়োজনীয় জমি অধিগ্রহণের কাজ চলছে। তা নিয়েই এদিন সকালে কারখানা পরিদর্শনে এসেছিলেন দামোদর ভ্যালি কর্পোরেশনের চেয়ারম্যান। সেই খবর ছড়িয়ে পড়তেই কারখানার জমিতে বসবাসকারী বস্তিবাসীরা পুনর্বাসনের দাবিতে বিক্ষোভ দেখাতে থাকেন ৷ তাঁদের নেতৃত্ব দেন দুর্গাপুরের তিন নম্বর ব্লকের তৃণমূল তফশিলি সেলের সভাপতি সিকান্দার মল্লিক। এই খবর পাওয়া মাত্রই পাল্টা রাষ্ট্রায়ত্ত কারখানার তৃণমূল সমর্থিত ঠিকা শ্রমিকরা কারখানার পুনর্বাসনের দাবিতে বস্তিবাসীদের বিরুদ্ধে ক্ষোভে ফেটে পড়েন। দুই পক্ষের মধ্যে শুরু হয় বচসা। পরিস্থিতি সামাল দিতে দুর্গাপুর থানার পুলিশ পৌঁছলে পুলিশের সঙ্গে শুরু হয় বচসা।

ঘটনা প্রসঙ্গে, কারখানার ঠিকা শ্রমিক শিব শংকর বন্দ্যোপাধ্যায় বলেন, "কারখানা সম্প্রসারণ না-হলে অন্ধকারে ডুবে যাবে এলাকা। কিছু সমাজ বিরোধী ও ধাপ্পাবাজ তৃণমূলের কর্মী কারখানা সম্প্রসারণের বিরুদ্ধে আন্দোলন করছে। আমরা তারই প্রতিবাদ করছি। দ্রুত কারখানা সম্প্রসারণ হোক আমরা সমস্ত রকম সহযোগিতা করব।"

বস্তিবাসীদের সঙ্গে আন্দোলনের সামিল হয়ে 3 নম্বর ব্লকের তফশিলি সেলের সভাপতি সিকান্দার মল্লিক বলেন, "আমরা কারখানা সম্প্রসারণ হোক চাই। কিন্তু, যারা দীর্ঘদিন ধরে বসবাস করছে তাদেরকে পুনর্বাসন দেওয়ার পরেই এই কাজ হোক। পুনর্বাসন বিহীন উচ্ছেদ করে দেওয়া হলে বস্তিবাসীরা যাবে কোথায়। আমরা তারই প্রতিবাদে নেমেছি।"

Last Updated : Aug 20, 2024, 10:28 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.