ETV Bharat / state

দেওয়াল কার দখলে, তৃণমূল ও বিজেপির ঠান্ডা লড়াই - wall writing issue in malda

Lok Sabha Elections 2024: লোকসভা নির্বাচনের দেওয়াল লিখন নিয়ে পুরাতন মালদায় তৃমমূল ও বিজেপির বাকযুদ্ধ ৷ তৃণমূলের দখলে থাকা দেওয়ালে লাল রঙ করল বিজেপি ৷ তারপর কি হল, জানুন প্রতিবেদনে

Lok Sabha Election 2024
দেওয়াল দখল নিয়ে তৃণমূল ও বিজেপির লড়াই
author img

By ETV Bharat Bangla Team

Published : Mar 12, 2024, 7:21 AM IST

Updated : Mar 12, 2024, 9:05 AM IST

মালদা, 12 মার্চ: ভোটযুদ্ধের আগেই দেওয়াল দখলের যুদ্ধে নেমে পড়ল পদ্ম ও ঘাসফুল শিবির ৷ সোমবার পুরাতন মালদা পৌরসভার 19 নম্বর ওয়ার্ডের পালপাড়া ধানহাটি এলাকার ঘটনা ৷ দেওয়ালের লিখনের জন্য কারা আগে দখল নেবে, তা নিয়ে বাকযুদ্ধে জড়িয়ে পড়েন তৃণমূল ও বিজেপির নেতা-কর্মীরা ৷ তৃণমূলের দাবি, 2025 সাল পর্যন্ত তাঁরা সংশ্লিষ্ট দেওয়ালটির দখল নিয়েছেন ৷ কিন্তু সেখানে বিজেপি-র পক্ষ থেকে লাল রং করা হয়েছে দখল করতে ৷ তা নিয়েই বাকযুদ্ধ শুরু হয় দুই দলের কর্মী সমর্থকের মধ্যে ৷

19 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর বিশ্বজিৎ হালদার ৷ অভিযোগ, "দলের তরফে 2025 সাল পর্যন্ত এই দেওয়ালের দখল নেওয়া রয়েছে ৷ আজ আমরা দেওয়ালটি চুনকাম করতে এসে দেখি, বিজেপির লোকজন নতুন করে লাল রং দিয়ে দেওয়াল দখলের কথা লিখে দিয়েছে ৷ তারা আমাদের দেওয়াল চুনকাম করতে বাধা দিচ্ছে ৷ এভাবেই ওরা এখানে ঝামেলা তৈরির চেষ্টা করছে ৷ আমরা সবসময় মানুষের কাজ করি ৷ মানুষের পাশে থাকি ৷ ওয়ার্ডের উন্নয়ন করার চেষ্টা করি ৷" তিনি আরও জানান, তৃণমূল কর্মীদের দখলে যেসমস্ত দেওয়াল রয়েছে, সেখানে যেন দেওয়াল লিখতে পারেন কর্মীরা সেদিকে নজর দেওয়া হচ্ছে ৷ অকারণে এলাকায় দেওয়াল লিখন নিয়ে অশান্তি না-করার কথাও উল্লেখ করেন তিনি ৷

তৃণমূলের দখল করা দেওয়ালই যে বিজেপি দখল করেছেন ৷ তা মেনে নিচ্ছেন স্থানীয় বিজেপি নেতা সুমন্ত দাস ৷ তাঁর বক্তব্য, "তৃণমূল ভাবছে, 22 থেকে 25 লিখলেই তিন বছরের জন্য তারা দেওয়াল দখল করে নিল ৷ এক নির্বাচন শেষ হলে সেই ভোটের দেওয়ালের প্রচার শেষ হয়ে যায় ৷ ফের দেওয়াল লিখতে গেলে মালিকের অনুমতি নিতে হয় ৷ আমাদের দখল করা বহু দেওয়াল অবৈধভাবে দখল করে নিয়েছে তৃণমূল ৷ তার পালটা হিসাবেই আমরা এই দেওয়াল দখল করেছি ৷ বিশ্বজিৎ হালদার আমাদের ভয় দেখাচ্ছ ও হুমকি দিচ্ছেন ৷ আসলে প্রার্থী ঘোষণার পরেই এরা বুঝে গিয়েছে, উত্তর মালদায় ওরা গো-হারা হারবে ৷ এখন অবসাদে ওরা এসব করছে ৷"

কয়েকদিন আগেই রাজ্যের 20টি লোকসভা আসনে প্রার্থী তালিকা ঘোষণা করেছে বিজেপি ৷ ইতিমধ্যেই প্রার্থীরা প্রচারেও নেমে পড়েছে ৷ কিন্তু ব্যতিক্রমীভাবে বিজেপি-র সম্পূর্ণ প্রার্থীতালিকা ঘোষিত না-হলেও রবিবার ব্রিগেডের সভা থেকে রাজ্যের 42টি আসনেই প্রার্থীদের নাম ঘোষণা করেছে তৃণমূল ৷ সেই সঙ্গে দলীয় কর্মীদের নির্বাচনের ময়দানে ঝাঁপিয়ে পড়ার নির্দেশ দেন তৃণমূলের 'সেকেন্ড ইন কম্যান্ড' অভিষেক বন্দ্যোপাধ্যায় ৷ সেই মতোই লড়াই শুরু করে দেন কর্মীরা ৷

আরও পড়ুন:

  1. উত্তর মালদায় প্রার্থী হতে কংগ্রেসের অন্দরে তীব্র প্রতিযোগিতা, দৌড়ে রয়েছেন দীপা দাশমুন্সিও
  2. বাঁধনা পরবে হাড়িয়ার বিরুদ্ধে অভিযানে মহিলাদের মারধর ! আবগারি কর্মীদের আটকে বিক্ষোভ আদিবাসীদের
  3. দক্ষিণ মালদা কেন্দ্রে বিজেপি প্রার্থী হতে আবেদন অন্তত 15 জনের

মালদা, 12 মার্চ: ভোটযুদ্ধের আগেই দেওয়াল দখলের যুদ্ধে নেমে পড়ল পদ্ম ও ঘাসফুল শিবির ৷ সোমবার পুরাতন মালদা পৌরসভার 19 নম্বর ওয়ার্ডের পালপাড়া ধানহাটি এলাকার ঘটনা ৷ দেওয়ালের লিখনের জন্য কারা আগে দখল নেবে, তা নিয়ে বাকযুদ্ধে জড়িয়ে পড়েন তৃণমূল ও বিজেপির নেতা-কর্মীরা ৷ তৃণমূলের দাবি, 2025 সাল পর্যন্ত তাঁরা সংশ্লিষ্ট দেওয়ালটির দখল নিয়েছেন ৷ কিন্তু সেখানে বিজেপি-র পক্ষ থেকে লাল রং করা হয়েছে দখল করতে ৷ তা নিয়েই বাকযুদ্ধ শুরু হয় দুই দলের কর্মী সমর্থকের মধ্যে ৷

19 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর বিশ্বজিৎ হালদার ৷ অভিযোগ, "দলের তরফে 2025 সাল পর্যন্ত এই দেওয়ালের দখল নেওয়া রয়েছে ৷ আজ আমরা দেওয়ালটি চুনকাম করতে এসে দেখি, বিজেপির লোকজন নতুন করে লাল রং দিয়ে দেওয়াল দখলের কথা লিখে দিয়েছে ৷ তারা আমাদের দেওয়াল চুনকাম করতে বাধা দিচ্ছে ৷ এভাবেই ওরা এখানে ঝামেলা তৈরির চেষ্টা করছে ৷ আমরা সবসময় মানুষের কাজ করি ৷ মানুষের পাশে থাকি ৷ ওয়ার্ডের উন্নয়ন করার চেষ্টা করি ৷" তিনি আরও জানান, তৃণমূল কর্মীদের দখলে যেসমস্ত দেওয়াল রয়েছে, সেখানে যেন দেওয়াল লিখতে পারেন কর্মীরা সেদিকে নজর দেওয়া হচ্ছে ৷ অকারণে এলাকায় দেওয়াল লিখন নিয়ে অশান্তি না-করার কথাও উল্লেখ করেন তিনি ৷

তৃণমূলের দখল করা দেওয়ালই যে বিজেপি দখল করেছেন ৷ তা মেনে নিচ্ছেন স্থানীয় বিজেপি নেতা সুমন্ত দাস ৷ তাঁর বক্তব্য, "তৃণমূল ভাবছে, 22 থেকে 25 লিখলেই তিন বছরের জন্য তারা দেওয়াল দখল করে নিল ৷ এক নির্বাচন শেষ হলে সেই ভোটের দেওয়ালের প্রচার শেষ হয়ে যায় ৷ ফের দেওয়াল লিখতে গেলে মালিকের অনুমতি নিতে হয় ৷ আমাদের দখল করা বহু দেওয়াল অবৈধভাবে দখল করে নিয়েছে তৃণমূল ৷ তার পালটা হিসাবেই আমরা এই দেওয়াল দখল করেছি ৷ বিশ্বজিৎ হালদার আমাদের ভয় দেখাচ্ছ ও হুমকি দিচ্ছেন ৷ আসলে প্রার্থী ঘোষণার পরেই এরা বুঝে গিয়েছে, উত্তর মালদায় ওরা গো-হারা হারবে ৷ এখন অবসাদে ওরা এসব করছে ৷"

কয়েকদিন আগেই রাজ্যের 20টি লোকসভা আসনে প্রার্থী তালিকা ঘোষণা করেছে বিজেপি ৷ ইতিমধ্যেই প্রার্থীরা প্রচারেও নেমে পড়েছে ৷ কিন্তু ব্যতিক্রমীভাবে বিজেপি-র সম্পূর্ণ প্রার্থীতালিকা ঘোষিত না-হলেও রবিবার ব্রিগেডের সভা থেকে রাজ্যের 42টি আসনেই প্রার্থীদের নাম ঘোষণা করেছে তৃণমূল ৷ সেই সঙ্গে দলীয় কর্মীদের নির্বাচনের ময়দানে ঝাঁপিয়ে পড়ার নির্দেশ দেন তৃণমূলের 'সেকেন্ড ইন কম্যান্ড' অভিষেক বন্দ্যোপাধ্যায় ৷ সেই মতোই লড়াই শুরু করে দেন কর্মীরা ৷

আরও পড়ুন:

  1. উত্তর মালদায় প্রার্থী হতে কংগ্রেসের অন্দরে তীব্র প্রতিযোগিতা, দৌড়ে রয়েছেন দীপা দাশমুন্সিও
  2. বাঁধনা পরবে হাড়িয়ার বিরুদ্ধে অভিযানে মহিলাদের মারধর ! আবগারি কর্মীদের আটকে বিক্ষোভ আদিবাসীদের
  3. দক্ষিণ মালদা কেন্দ্রে বিজেপি প্রার্থী হতে আবেদন অন্তত 15 জনের
Last Updated : Mar 12, 2024, 9:05 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.