ETV Bharat / state

ভোটারদের প্রভাবিত করার অভিযোগে সরানো হল প্রিসাইডিং অফিসারকে, কাঠগড়ায় কেন্দ্রীয় বাহিনীও - Lok Sabha Election 2024

author img

By ETV Bharat Bangla Team

Published : Jun 1, 2024, 7:18 PM IST

Mathurapur Lok Sabha Constituency: ভোটারদের প্রভাবিত করার অভিযোগ কেন্দ্রীয় বাহিনীর জওয়ান ও প্রিসাইডিং অফিসারের বিরুদ্ধে ৷ আর এই অভিযোগ তুলেছে শাসকদল তৃণমূল ৷ ঘটনাটি মথুরাপুর লোকসভা কেন্দ্রের মগরাহাটের 121 এবং 50 নম্বর বুথের ৷

Lok Sabha Election 2024
মগরাহাট পশ্চিম বিধানসভা কেন্দ্রের উস্তি অঞ্চল (নিজস্ব ছবি)

দেউলা, 1 জুন: দেশের অন্যান্য রাজ্যের সঙ্গে পশ্চিমবঙ্গেও শেষ দফার নির্বাচন অনুষ্ঠিত হল শনিবার ৷ সকাল থেকেই দক্ষিণ 24 পরগনার বিভিন্ন এলাকায় অশান্তির ঘটনা সামনে আসে । বিরোধীদের তরফে ভোটারদের ভোট দিতে বাধা দেওয়ার অভিযোগ উঠছে তৃণমূলের বিরুদ্ধে ৷ অভিযোগ, দক্ষিণ 24 পরগনার বেশিরভাগ বুথে দেখা মিলছে না বিরোধী দলের এজেন্টদের । দিকে দিকে তৃণমূলের বিরুদ্ধে যখন একের পর এক অভিযোগ উঠে আসছে, তখন উলটো ছবি ধরা পরল দক্ষিণ 24 পরগনার মথুরাপুর লোকসভা কেন্দ্রের অন্তর্গত মগরাহাট পশ্চিম বিধানসভা কেন্দ্রের উস্তি অঞ্চলে ৷ 121 ও 50 নম্বর বুথ দুটিতে প্রিসাইডিং অফিসার ও কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের বিরুদ্ধে ভোটারদের প্রভাবিত করার অভিযোগ তুলল খোদ তৃণমূল কংগ্রেস ।

মগরাহাটে ভোটারদের প্রভাবিত করার অভিযোগ (ইটিভি ভারত)

ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে মগরাহাট 1 নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের যুব সভাপতি ইমরান হোসেন মোল্লা । ইটিভি ভারতকে তিনি বলেন, "প্রিসাইডিং অফিসার ও কেন্দ্রীয় বাহিনীর জওয়ানেরা বিজেপি'র হয়ে কাজ করছে । ভোটারদেরকে প্রভাবিত করছে বিজেপিতে ভোট দেওয়ার জন্য । আমরা ইতিমধ্যেই নির্বাচন কমিশনের কাছে অভিযোগ জানিয়েছি । অভিযোগ হওয়ার পর তড়িঘড়ি এই বুথ দুটিতে কর্তব্যরত প্রিসাইডিং অফিসার ও কেন্দ্রীয়বাহিনীর জওয়ানকে সরিয়ে দেওয়া হয়েছে।"

এই ঘটনায় বেশ কিছুক্ষণ বন্ধ থাকে 121 ও 50 নম্বর বুথে ভোটগ্রহণ প্রক্রিয়া ৷ অবশেষে পরিস্থিতির স্বাভাবিক হওয়ার পর পুনরায় সেখানে শুরু হয় ভোটগ্রহণ । সপ্তম দফার ভোটে যাদবপুর, জয়নগর, মথুরাপুর ও ডায়মন্ড হারবার-সহ দক্ষিণ 24 পরগনার চারটি লোকসভা কেন্দ্রে ভোট হচ্ছে ৷ 2019 সালের ভোটে এই চারটি কেন্দ্রই ছিল তৃণমূলের দখলে ৷ এবার সেখানে পদ্মফুল ফোটাতে মরিয়া গেরুয়া শিবির ৷ সেই উদ্দেশে বিজেপির তরফে ভোটে কারচুপি করার চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ তুলছে ঘাসফুল শিবির ৷

দেউলা, 1 জুন: দেশের অন্যান্য রাজ্যের সঙ্গে পশ্চিমবঙ্গেও শেষ দফার নির্বাচন অনুষ্ঠিত হল শনিবার ৷ সকাল থেকেই দক্ষিণ 24 পরগনার বিভিন্ন এলাকায় অশান্তির ঘটনা সামনে আসে । বিরোধীদের তরফে ভোটারদের ভোট দিতে বাধা দেওয়ার অভিযোগ উঠছে তৃণমূলের বিরুদ্ধে ৷ অভিযোগ, দক্ষিণ 24 পরগনার বেশিরভাগ বুথে দেখা মিলছে না বিরোধী দলের এজেন্টদের । দিকে দিকে তৃণমূলের বিরুদ্ধে যখন একের পর এক অভিযোগ উঠে আসছে, তখন উলটো ছবি ধরা পরল দক্ষিণ 24 পরগনার মথুরাপুর লোকসভা কেন্দ্রের অন্তর্গত মগরাহাট পশ্চিম বিধানসভা কেন্দ্রের উস্তি অঞ্চলে ৷ 121 ও 50 নম্বর বুথ দুটিতে প্রিসাইডিং অফিসার ও কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের বিরুদ্ধে ভোটারদের প্রভাবিত করার অভিযোগ তুলল খোদ তৃণমূল কংগ্রেস ।

মগরাহাটে ভোটারদের প্রভাবিত করার অভিযোগ (ইটিভি ভারত)

ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে মগরাহাট 1 নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের যুব সভাপতি ইমরান হোসেন মোল্লা । ইটিভি ভারতকে তিনি বলেন, "প্রিসাইডিং অফিসার ও কেন্দ্রীয় বাহিনীর জওয়ানেরা বিজেপি'র হয়ে কাজ করছে । ভোটারদেরকে প্রভাবিত করছে বিজেপিতে ভোট দেওয়ার জন্য । আমরা ইতিমধ্যেই নির্বাচন কমিশনের কাছে অভিযোগ জানিয়েছি । অভিযোগ হওয়ার পর তড়িঘড়ি এই বুথ দুটিতে কর্তব্যরত প্রিসাইডিং অফিসার ও কেন্দ্রীয়বাহিনীর জওয়ানকে সরিয়ে দেওয়া হয়েছে।"

এই ঘটনায় বেশ কিছুক্ষণ বন্ধ থাকে 121 ও 50 নম্বর বুথে ভোটগ্রহণ প্রক্রিয়া ৷ অবশেষে পরিস্থিতির স্বাভাবিক হওয়ার পর পুনরায় সেখানে শুরু হয় ভোটগ্রহণ । সপ্তম দফার ভোটে যাদবপুর, জয়নগর, মথুরাপুর ও ডায়মন্ড হারবার-সহ দক্ষিণ 24 পরগনার চারটি লোকসভা কেন্দ্রে ভোট হচ্ছে ৷ 2019 সালের ভোটে এই চারটি কেন্দ্রই ছিল তৃণমূলের দখলে ৷ এবার সেখানে পদ্মফুল ফোটাতে মরিয়া গেরুয়া শিবির ৷ সেই উদ্দেশে বিজেপির তরফে ভোটে কারচুপি করার চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ তুলছে ঘাসফুল শিবির ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.