ETV Bharat / international

ফের অশান্ত বাংলাদেশ, মৃত 2 ছাত্র ! রাতেই জরুরি বৈঠকে হাসিনা - Bangladesh Unrest

author img

By PTI

Published : Aug 4, 2024, 1:23 PM IST

Bangladesh Unrest: ফের অশান্ত হয়ে উঠল বাংলাদেশ ৷ আজ থেকে আরও বৃহত্তর আন্দোলন শুরু করার হুঁশিয়ারি দিয়েছে ছাত্ররা ৷ এই পরিস্থিতিতে শনিবার রাতেই জরুরি বৈঠক ডাকেন শেখ হাসিনা ৷

ETV BHARAT
ফের অশান্ত বাংলাদেশ (ছবি: এপি)

ঢাকা, 3 অগস্ট: ফের অগ্নিগর্ভ বাংলাদেশ ৷ মুন্সিগঞ্জে ছাত্র বিক্ষোভের সময় পুলিশের গুলিতে দু'জনের মৃত্যু হয়েছে বলে দাবি করেছে ওপার বাংলার বেশকিছু সংবাদমাধ্যম ৷ অনেকের আহত হওয়ারও খবর দেওয়া হয়েছে ৷ সরকার আলোচনায় বসার জন্য আমন্ত্রণ জানালেও তা প্রত্যাখ্যান করেছেন ছাত্র আন্দোলনের নেতারা ৷ তাঁরা বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগের দাবিতে অনড় ৷ এই পরিস্থিতিতে শনিবার রাতে বিশ্ববিদ্যালয়গুলির উপাচার্য এবং কলেজের অধ্যক্ষদের সঙ্গে একটি জরুরি বৈঠকে মিলিত হন হাসিনা ৷

বাংলাদেশের প্রধানমন্ত্রীর দফতরের মুখপাত্র জানিয়েছেন, গণভবনে (প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন) সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, শীর্ষস্থানীয় শিক্ষক ও কলেজের অধ্যক্ষদের সঙ্গে মতবিনিময় বৈঠক করেছেন শেখ হাসিনা ৷ এবিষয়ে বিস্তারিত না জানালেও তিনি বলেন, বৈঠকে শিক্ষার্থীদের প্রচারের কারণে তৈরি হওয়া সার্বিক পরিস্থিতি নিয়ে এবং সমস্যা কাটিয়ে ওঠার পথ নিয়ে আলোচনা হয়েছে ৷ প্রায় তিন ঘণ্টার এই বৈঠকে শিক্ষকরা 'অশুভ শক্তির' কবল থেকে ছাত্রদের বাঁচাতে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার করেছেন ৷ শনিবার ছাত্রদের বিশাল সমাবেশের পর রাত সওয়া আটটা নাগাদ এই জরুরি বৈঠক করেন শেখ হাসিনা ৷

ETV BHARAT
ছাত্র আন্দোলনে উত্তপ্ত বাংলাদেশ (ছবি: এপি)

সরকারি চাকরিতে কোটা পদ্ধতি নিয়ে আন্দোলনে গণহত্যা ও গণগ্রেফতারের বিরুদ্ধে শনিবার ঢাকার কেন্দ্রীয় শহিদ মিনারে বিশাল বিক্ষোভ সমাবেশে যোগ দেন হাজার হাজার শিক্ষার্থী ও তাঁদের অভিভাবক এবং সাধারণ মানুষ । বিক্ষোভকারীরা সরকার বিরোধী স্লোগান দেন এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগের দাবিতে সরব হন ৷ কয়েকটি বড় শহরে বিক্ষিপ্ত সংঘর্ষেরও খবর মিলেছে ৷ প্রতিবাদী নেতারা রবিবার থেকে সর্বাত্মক আইন অমান্য আন্দোলনের ডাক দেন এবং কর্মকর্তা ও আইন প্রয়োগকারী সংস্থাকে সরকারের পরিবর্তে তাঁদের পাশে দাঁড়ানোর আহ্বান জানান ৷

ETV BHARAT
কেন্দ্রীয় শহিদ মিনারে সমাবেশ (ছবি: এপি)

সরকার পক্ষের নেতারা এর আগে বলেছিলেন যে, ছাত্রদের শান্তিপূর্ণ প্রচারকে নিজেদের দখলে করে নিয়েছে মৌলবাদী জামায়াত-এ ইসলামী এবং তাদের ছাত্র ফ্রন্ট ইসলামী ছাত্র শিবির, যাঁরা প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়ার বিএনপির সমর্থিত । শুক্রবার জামাত ও এর ফ্রন্ট সংগঠনগুলোকে নিষিদ্ধ করেছে বাংলাদেশ সরকার ।

উল্লেখ্য, বিতর্কিত সংরক্ষণ ব্যবস্থা অবসানের দাবিতে ছাত্রদের বিক্ষোভে দিনকয়েক আগেই বাংলাদেশে প্রায় 200-রও বেশি মানুষের মৃত্যু হয়েছে ৷ 1971 সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে লড়াই করা প্রবীণদের আত্মীয়দের জন্য 30 শতাংশ সরকারি চাকরি এতদিন সংরক্ষিত ছিল । তারই প্রতিবাদে দানা বাঁধে ছাত্র আন্দোলন ৷

ঢাকা, 3 অগস্ট: ফের অগ্নিগর্ভ বাংলাদেশ ৷ মুন্সিগঞ্জে ছাত্র বিক্ষোভের সময় পুলিশের গুলিতে দু'জনের মৃত্যু হয়েছে বলে দাবি করেছে ওপার বাংলার বেশকিছু সংবাদমাধ্যম ৷ অনেকের আহত হওয়ারও খবর দেওয়া হয়েছে ৷ সরকার আলোচনায় বসার জন্য আমন্ত্রণ জানালেও তা প্রত্যাখ্যান করেছেন ছাত্র আন্দোলনের নেতারা ৷ তাঁরা বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগের দাবিতে অনড় ৷ এই পরিস্থিতিতে শনিবার রাতে বিশ্ববিদ্যালয়গুলির উপাচার্য এবং কলেজের অধ্যক্ষদের সঙ্গে একটি জরুরি বৈঠকে মিলিত হন হাসিনা ৷

বাংলাদেশের প্রধানমন্ত্রীর দফতরের মুখপাত্র জানিয়েছেন, গণভবনে (প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন) সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, শীর্ষস্থানীয় শিক্ষক ও কলেজের অধ্যক্ষদের সঙ্গে মতবিনিময় বৈঠক করেছেন শেখ হাসিনা ৷ এবিষয়ে বিস্তারিত না জানালেও তিনি বলেন, বৈঠকে শিক্ষার্থীদের প্রচারের কারণে তৈরি হওয়া সার্বিক পরিস্থিতি নিয়ে এবং সমস্যা কাটিয়ে ওঠার পথ নিয়ে আলোচনা হয়েছে ৷ প্রায় তিন ঘণ্টার এই বৈঠকে শিক্ষকরা 'অশুভ শক্তির' কবল থেকে ছাত্রদের বাঁচাতে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার করেছেন ৷ শনিবার ছাত্রদের বিশাল সমাবেশের পর রাত সওয়া আটটা নাগাদ এই জরুরি বৈঠক করেন শেখ হাসিনা ৷

ETV BHARAT
ছাত্র আন্দোলনে উত্তপ্ত বাংলাদেশ (ছবি: এপি)

সরকারি চাকরিতে কোটা পদ্ধতি নিয়ে আন্দোলনে গণহত্যা ও গণগ্রেফতারের বিরুদ্ধে শনিবার ঢাকার কেন্দ্রীয় শহিদ মিনারে বিশাল বিক্ষোভ সমাবেশে যোগ দেন হাজার হাজার শিক্ষার্থী ও তাঁদের অভিভাবক এবং সাধারণ মানুষ । বিক্ষোভকারীরা সরকার বিরোধী স্লোগান দেন এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগের দাবিতে সরব হন ৷ কয়েকটি বড় শহরে বিক্ষিপ্ত সংঘর্ষেরও খবর মিলেছে ৷ প্রতিবাদী নেতারা রবিবার থেকে সর্বাত্মক আইন অমান্য আন্দোলনের ডাক দেন এবং কর্মকর্তা ও আইন প্রয়োগকারী সংস্থাকে সরকারের পরিবর্তে তাঁদের পাশে দাঁড়ানোর আহ্বান জানান ৷

ETV BHARAT
কেন্দ্রীয় শহিদ মিনারে সমাবেশ (ছবি: এপি)

সরকার পক্ষের নেতারা এর আগে বলেছিলেন যে, ছাত্রদের শান্তিপূর্ণ প্রচারকে নিজেদের দখলে করে নিয়েছে মৌলবাদী জামায়াত-এ ইসলামী এবং তাদের ছাত্র ফ্রন্ট ইসলামী ছাত্র শিবির, যাঁরা প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়ার বিএনপির সমর্থিত । শুক্রবার জামাত ও এর ফ্রন্ট সংগঠনগুলোকে নিষিদ্ধ করেছে বাংলাদেশ সরকার ।

উল্লেখ্য, বিতর্কিত সংরক্ষণ ব্যবস্থা অবসানের দাবিতে ছাত্রদের বিক্ষোভে দিনকয়েক আগেই বাংলাদেশে প্রায় 200-রও বেশি মানুষের মৃত্যু হয়েছে ৷ 1971 সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে লড়াই করা প্রবীণদের আত্মীয়দের জন্য 30 শতাংশ সরকারি চাকরি এতদিন সংরক্ষিত ছিল । তারই প্রতিবাদে দানা বাঁধে ছাত্র আন্দোলন ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.