ETV Bharat / entertainment

ন্যাশনাল লাইব্রেরিতে প্রথমবার আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভ্যাল, উদ্বোধনে মুনমুন-তনুশ্রী - Film Festival - FILM FESTIVAL

Fest Five International Film Festival: ন্যাশনাল লাইব্রেরির 188 বছরের ইতিহাসে এই প্রথম ৷ আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব অনুষ্ঠিত হল ন্যাশনাল লাইব্রেরিতে ৷ 139টি দেশ থেকে 150টিরও বেশি চলচ্চিত্রের আবেদন পেয়ে অভিভূত উদ্যোক্তারা।

International Film Festival
বাঁ-দিক থেকে মুনমুন সেন ও তনুশ্রী চক্রবর্তী (Etv Bharatইটিভি ভারত)
author img

By ETV Bharat Bangla Team

Published : Aug 4, 2024, 12:10 PM IST

কলকাতা, 4 অগস্ট: ভারতের ন্যাশনাল লাইব্রেরি এবং পশ্চিমবঙ্গ দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের সহযোগিতায় শুরু হয়েছে 'ফেস্ট 5'। এই প্রথমবার আয়োজন করা হয়েছে এই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের। ভারতের মর্যাদাপূর্ণ ন্যাশনাল লাইব্রেরি প্রেক্ষাগৃহে চলছে এই উৎসব।

কী এই 'ফেস্ট 5' বা 'Feast 5'? 'ফেস্ট 5' হল চলচ্চিত্র উৎসাহী, চলচ্চিত্র নির্মাতা, শিল্পী, ঐতিহ্যের অনুরাগী, গ্রন্থপ্রেমী এবং জলবায়ু কর্মীদের নিয়ে তৈরি হওয়া একটি দল ৷ এই দলটি সিনেমার শক্তিশালী মাধ্যমে পরিবেশগত অবক্ষয়, জলবায়ু পরিবর্তন এবং সাংস্কৃতিক ও শৈল্পিক মূল্যবোধের ক্ষয় মোকাবিলায় নিবেদিত।

International Film Festival
উদ্বোধনে মুনমুন-তনুশ্রী (ইটিভি ভারত)

'ফেস্ট 5' শীর্ষক এই অনন্য সাধারণ আয়োজনটি ন্যাশনাল লাইব্রেরির 188 বছরের ইতিহাসে এই প্রথম। এই উৎসবে 139টি দেশ থেকে 150টিরও বেশি চলচ্চিত্রের আবেদন পেয়ে অভিভূত উদ্যোক্তারা। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুনমুন সেন, তনুশ্রী চক্রবর্তী, কল্যাণ রূদ্র (চেয়ারম্যান, পশ্চিমবঙ্গ দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ ), রথীন কাজি, সৌরভ দে (ফেস্ট 5, প্রতিষ্ঠাতা-পরিচালক) প্রমুখ।

International Film Festival
উদ্বোধনী অনুষ্ঠানে ছিলেন যাঁরা (ইটিভি ভারত)

এই উদ্যোগের বিশেষ কিছু তাৎপর্য আছে বলে জানা গিয়েছে। যেমন- F5IFF'24 (ফেস্ট ফাইভ ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল) ঐতিহ্য সংরক্ষণ, পরিবেশগত অবক্ষয় হ্রাস, নতুন যুগের সিনেমার একটি উল্লেখযোগ্য উদযাপন হবে এই উৎসব। এই অনন্য উৎসবটি চলচ্চিত্র উৎসাহী, চলচ্চিত্র নির্মাতা, শিল্পী, ঐতিহ্যের অনুরাগী, গ্রন্থপ্রেমী এবং জলবায়ু কর্মীদের একত্রিত করবে বলে খবর। ফিল্মের সমৃদ্ধ মাধ্যমের মারফত, F5IFF'24-এর লক্ষ্য পরিবেশগত অবনতি, জলবায়ু পরিবর্তন, মানবিক মূল্যবোধের অবক্ষয়, শৈল্পিক সংবেদনশীলতার অবক্ষয় এবং একত্রে পড়ার অভ্যাসের কমে যাওয়ার মতো সমস্যাগুলির দিকে নজর ফেরানো হবে বলে জানা গিয়েছে।

International Film Festival
ন্যাশনাল লাইব্রেরির 188 বছরের ইতিহাসে এই প্রথম (ইটিভি ভারত)

F5IFF'24-এর প্রতিষ্ঠাতা-পরিচালক সৌরভ দে এই উদ্যোগ নিয়ে বলেন, "আমরা ভারতের ন্যাশনাল লাইব্রেরিতে F5IFF'24 চালু করতে পেরেছি তাই খুশি। গ্রন্থপ্রেমীদের জন্য একটি আশ্রয়স্থল এবং আমাদের সমৃদ্ধ সাহিত্য ঐতিহ্যের প্রতীক ৷ এই উৎসবটি সিনেমার উদযাপনের চেয়েও আরও অনেক কথা বলে। এই উৎসব সমাজের জন্য কিছু করার আহ্বান জানায়, চলচ্চিত্র নির্মাতাদের একত্রিত করে ৷"

  • হায়দরাবাদে বাংলা সিনেমার উৎসব, থাকছে অঞ্জন দত্ত-ইন্দ্রাশিসের ছবি

কলকাতা, 4 অগস্ট: ভারতের ন্যাশনাল লাইব্রেরি এবং পশ্চিমবঙ্গ দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের সহযোগিতায় শুরু হয়েছে 'ফেস্ট 5'। এই প্রথমবার আয়োজন করা হয়েছে এই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের। ভারতের মর্যাদাপূর্ণ ন্যাশনাল লাইব্রেরি প্রেক্ষাগৃহে চলছে এই উৎসব।

কী এই 'ফেস্ট 5' বা 'Feast 5'? 'ফেস্ট 5' হল চলচ্চিত্র উৎসাহী, চলচ্চিত্র নির্মাতা, শিল্পী, ঐতিহ্যের অনুরাগী, গ্রন্থপ্রেমী এবং জলবায়ু কর্মীদের নিয়ে তৈরি হওয়া একটি দল ৷ এই দলটি সিনেমার শক্তিশালী মাধ্যমে পরিবেশগত অবক্ষয়, জলবায়ু পরিবর্তন এবং সাংস্কৃতিক ও শৈল্পিক মূল্যবোধের ক্ষয় মোকাবিলায় নিবেদিত।

International Film Festival
উদ্বোধনে মুনমুন-তনুশ্রী (ইটিভি ভারত)

'ফেস্ট 5' শীর্ষক এই অনন্য সাধারণ আয়োজনটি ন্যাশনাল লাইব্রেরির 188 বছরের ইতিহাসে এই প্রথম। এই উৎসবে 139টি দেশ থেকে 150টিরও বেশি চলচ্চিত্রের আবেদন পেয়ে অভিভূত উদ্যোক্তারা। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুনমুন সেন, তনুশ্রী চক্রবর্তী, কল্যাণ রূদ্র (চেয়ারম্যান, পশ্চিমবঙ্গ দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ ), রথীন কাজি, সৌরভ দে (ফেস্ট 5, প্রতিষ্ঠাতা-পরিচালক) প্রমুখ।

International Film Festival
উদ্বোধনী অনুষ্ঠানে ছিলেন যাঁরা (ইটিভি ভারত)

এই উদ্যোগের বিশেষ কিছু তাৎপর্য আছে বলে জানা গিয়েছে। যেমন- F5IFF'24 (ফেস্ট ফাইভ ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল) ঐতিহ্য সংরক্ষণ, পরিবেশগত অবক্ষয় হ্রাস, নতুন যুগের সিনেমার একটি উল্লেখযোগ্য উদযাপন হবে এই উৎসব। এই অনন্য উৎসবটি চলচ্চিত্র উৎসাহী, চলচ্চিত্র নির্মাতা, শিল্পী, ঐতিহ্যের অনুরাগী, গ্রন্থপ্রেমী এবং জলবায়ু কর্মীদের একত্রিত করবে বলে খবর। ফিল্মের সমৃদ্ধ মাধ্যমের মারফত, F5IFF'24-এর লক্ষ্য পরিবেশগত অবনতি, জলবায়ু পরিবর্তন, মানবিক মূল্যবোধের অবক্ষয়, শৈল্পিক সংবেদনশীলতার অবক্ষয় এবং একত্রে পড়ার অভ্যাসের কমে যাওয়ার মতো সমস্যাগুলির দিকে নজর ফেরানো হবে বলে জানা গিয়েছে।

International Film Festival
ন্যাশনাল লাইব্রেরির 188 বছরের ইতিহাসে এই প্রথম (ইটিভি ভারত)

F5IFF'24-এর প্রতিষ্ঠাতা-পরিচালক সৌরভ দে এই উদ্যোগ নিয়ে বলেন, "আমরা ভারতের ন্যাশনাল লাইব্রেরিতে F5IFF'24 চালু করতে পেরেছি তাই খুশি। গ্রন্থপ্রেমীদের জন্য একটি আশ্রয়স্থল এবং আমাদের সমৃদ্ধ সাহিত্য ঐতিহ্যের প্রতীক ৷ এই উৎসবটি সিনেমার উদযাপনের চেয়েও আরও অনেক কথা বলে। এই উৎসব সমাজের জন্য কিছু করার আহ্বান জানায়, চলচ্চিত্র নির্মাতাদের একত্রিত করে ৷"

  • হায়দরাবাদে বাংলা সিনেমার উৎসব, থাকছে অঞ্জন দত্ত-ইন্দ্রাশিসের ছবি
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.