ETV Bharat / state

'রাজ্যকে মমতার হাত থেকে মুক্তি দাও মা', জগদ্ধাত্রীর কাছে প্রার্থনা শুভেন্দুর

দুর্গাপুরে জগদ্ধাত্রী পুজোর উদ্বোধনে আসেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সেখানেই শাসকদলের শীর্ষ নেতৃত্বের সমালোচনায় সরব হন তিনি ৷

Suvendu Adhikari
দুর্গাপুরে জগদ্ধাত্রী পুজোর উদ্বোধনে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Bangla Team

Published : Nov 9, 2024, 10:31 AM IST

দুর্গাপুর, 9 নভেম্বর: দুর্গাপুরে জগদ্ধাত্রী পুজোর উদ্বোধনে এসে কড়া ভাষায় মমতা বন্দ্যোপাধ্যায়, মদন মিত্র এবং ফিরহাদ হাকিমের সমালোচনায় সরব হলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। রেখা পাত্রকে নিয়ে আপত্তিকর মন্তব্যের জন্য ফিরহাদ হাকিমকেও একহাত নেন তিনি ৷

জগদ্ধাত্রী পুজোর উদ্বোধনে এসে মদন মিত্রর বিরুদ্ধে চরম আক্রমণ হানলেন শুভেন্দু ৷ মদন মিত্র সম্পর্কে তিনি বলেন, "সারাদিন মদ খায়, মাতাল ! 2021 নির্বাচনে উনি বলেছিলেন, মমতা বন্দ্যোপাধ্যায় না জিতলে আমি হাত কেটে দেবো। বাদ দিয়েছে কি ?"

শুক্রবার সন্ধ্যায় দুর্গাপুর বাজার সংলগ্ন সঞ্জীব সরণিতে স্বপ্ন উড়ানের জগদ্ধাত্রী পুজোর উদ্বোধনে আসেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সেখানে দরিদ্র মানুষদের বস্ত্র বিতরণ করেন। এরই মধ্যে সাংবাদিকদের নানা প্রশ্নের উত্তর দেন তিনি ৷

জগদ্ধাত্রী পুজোর উদ্বোধনে এসে রেখা পাত্রের নামে আপত্তিকর মন্তব্য নিয়ে রাজ্যের পুরমন্ত্রী ফিরহাদ হাকিমকে আক্রমণ করে শুভেন্দু বলেন, "উনি গত কয়েক বছর ধরে যে কথা বলেছেন, তা ভারতীয় সনাতনীদের ওপর আঘাত এনেছে, বাংলার সংস্কৃতির ওপর আঘাত এনেছে । ধর্ম নিয়ে আপত্তিকর মন্তব্য করে বাংলার মানুষকে আঘাত দিয়েছে।

সিতাইয়ে তৃণমূল প্রার্থীর সমর্থনে প্রচারে গিয়ে সংসদ জগদীশ বাসুনিয়া হোমিওপ্যাথি, এলোপ্যাথি বাদ দিয়ে 'সার্জারি দাওয়াই' দেওয়ার হুংকার দেন। সেই প্রসঙ্গে শুভেন্দু বলেন, "দিয়ে দেখতে বলুন না। একুশ সালে 57 জন বিজেপি কর্মীকে খুন করেছিল। জেলে আছে 400 জন। আরও 400 জন জেলে যাবে। বাংলা আবাস যোজনা নিয়েও বলেন চূড়ান্ত তালিকা প্রকাশের পর যদি ধনী মানুষের নাম থাকে, তাহলে বিডিও অফিসে বড় বড় তালা ঝুলবে।

রাজ্যে ওঠা একাধিক দুর্নীতির অভিযোগ প্রসঙ্গে শেষে দেবী জগদ্ধাত্রীর প্রতিমার দিকে তাকিয়ে হাত জোড় করে রাজ্যের বিরোধী দলনেতা বলেন, "রাজ্যকে মমতা থেকে মুক্তি দাও মা ।"

আরও পড়ুন
জেলার পুলিশ অফিসাররা পরকীয়ায় জড়িত ! বিস্ফোরক অভিযোগ শুভেন্দুর
মানুষ বাধ্য হয়ে আইন হাতে তুলে নিয়েছে, ফালাকাটায় গিয়ে দাবি শুভেন্দুর

দুর্গাপুর, 9 নভেম্বর: দুর্গাপুরে জগদ্ধাত্রী পুজোর উদ্বোধনে এসে কড়া ভাষায় মমতা বন্দ্যোপাধ্যায়, মদন মিত্র এবং ফিরহাদ হাকিমের সমালোচনায় সরব হলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। রেখা পাত্রকে নিয়ে আপত্তিকর মন্তব্যের জন্য ফিরহাদ হাকিমকেও একহাত নেন তিনি ৷

জগদ্ধাত্রী পুজোর উদ্বোধনে এসে মদন মিত্রর বিরুদ্ধে চরম আক্রমণ হানলেন শুভেন্দু ৷ মদন মিত্র সম্পর্কে তিনি বলেন, "সারাদিন মদ খায়, মাতাল ! 2021 নির্বাচনে উনি বলেছিলেন, মমতা বন্দ্যোপাধ্যায় না জিতলে আমি হাত কেটে দেবো। বাদ দিয়েছে কি ?"

শুক্রবার সন্ধ্যায় দুর্গাপুর বাজার সংলগ্ন সঞ্জীব সরণিতে স্বপ্ন উড়ানের জগদ্ধাত্রী পুজোর উদ্বোধনে আসেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সেখানে দরিদ্র মানুষদের বস্ত্র বিতরণ করেন। এরই মধ্যে সাংবাদিকদের নানা প্রশ্নের উত্তর দেন তিনি ৷

জগদ্ধাত্রী পুজোর উদ্বোধনে এসে রেখা পাত্রের নামে আপত্তিকর মন্তব্য নিয়ে রাজ্যের পুরমন্ত্রী ফিরহাদ হাকিমকে আক্রমণ করে শুভেন্দু বলেন, "উনি গত কয়েক বছর ধরে যে কথা বলেছেন, তা ভারতীয় সনাতনীদের ওপর আঘাত এনেছে, বাংলার সংস্কৃতির ওপর আঘাত এনেছে । ধর্ম নিয়ে আপত্তিকর মন্তব্য করে বাংলার মানুষকে আঘাত দিয়েছে।

সিতাইয়ে তৃণমূল প্রার্থীর সমর্থনে প্রচারে গিয়ে সংসদ জগদীশ বাসুনিয়া হোমিওপ্যাথি, এলোপ্যাথি বাদ দিয়ে 'সার্জারি দাওয়াই' দেওয়ার হুংকার দেন। সেই প্রসঙ্গে শুভেন্দু বলেন, "দিয়ে দেখতে বলুন না। একুশ সালে 57 জন বিজেপি কর্মীকে খুন করেছিল। জেলে আছে 400 জন। আরও 400 জন জেলে যাবে। বাংলা আবাস যোজনা নিয়েও বলেন চূড়ান্ত তালিকা প্রকাশের পর যদি ধনী মানুষের নাম থাকে, তাহলে বিডিও অফিসে বড় বড় তালা ঝুলবে।

রাজ্যে ওঠা একাধিক দুর্নীতির অভিযোগ প্রসঙ্গে শেষে দেবী জগদ্ধাত্রীর প্রতিমার দিকে তাকিয়ে হাত জোড় করে রাজ্যের বিরোধী দলনেতা বলেন, "রাজ্যকে মমতা থেকে মুক্তি দাও মা ।"

আরও পড়ুন
জেলার পুলিশ অফিসাররা পরকীয়ায় জড়িত ! বিস্ফোরক অভিযোগ শুভেন্দুর
মানুষ বাধ্য হয়ে আইন হাতে তুলে নিয়েছে, ফালাকাটায় গিয়ে দাবি শুভেন্দুর
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.