ETV Bharat / state

আদালতের নির্দেশ সত্ত্বেও তুলে দেওয়া হচ্ছে ট্রামলাইন ! হাইকোর্টে আইনজীবী - Tram issue in Calcutta HC - TRAM ISSUE IN CALCUTTA HC

Calcutta High Court: ট্রামলাইন তুলে দেওয়ার বিরুদ্ধে হাইকোর্টের প্রধান বিচারপতির দৃষ্টি আকর্ষণ করলেন এক আইনজীবী ৷ দ্রুত এই মামলার শুনানির আর্জি জানালে আদালত তা মঞ্জুর করেছে ৷ আগামী শুক্রবার এই মামলার শুনানি ৷

ETV BHARAT
ট্রামলাইন বোজানো নিয়ে হাইকোর্টে আইনজীবী (নিজস্ব চিত্র)
author img

By ETV Bharat Bangla Team

Published : Aug 7, 2024, 2:39 PM IST

কলকাতা, 7 অগস্ট: প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চের নির্দেশ সত্ত্বেও কালীঘাট অঞ্চলে শুরু হয়েছে ট্রামলাইন বুজিয়ে রাস্তা তৈরির কাজ । এই অভিযোগ নিয়ে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির দৃষ্টি আকর্ষণ করে দ্রুত মামলার শুনানির আবেদন জানানো হল । আবেদনে সায় দিয়েছে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ । আগামী শুক্রবার মামলাটির শুনানি হবে ।

প্রসঙ্গত, কলকাতা শহর থেকে ট্রাম তুলে দেওয়া হচ্ছে । কলকাতা শহরের ট্রাম হেরিটেজের তকমা পেয়েছে । শহর থেকে ট্রাম তুলে দেওয়ার বিরোধিতা করে কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের হয় । সেই মামলা চলাকালীন প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চের অন্তর্বর্তীকালীন নির্দেশ ছিল, মামলার নিষ্পত্তি না-হওয়া পর্যন্ত ট্রাম বিলুপ্তির বিষয়ে কোনও পদক্ষেপ করা যাবে না । তা সত্ত্বেও কালীঘাট অঞ্চলে ট্রামলাইন তুলে দেওয়ার কাজ চলছে বলে এদিন আদালতে জানালেন এক আইনজীবী ।

এদিন আইনজীবী অনিন্দ্য লাহিড়ী এবিষয়ে প্রধান বিচারপতির দৃষ্টি আকর্ষণ করেন । এর আগে, কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি রাজ্যকে নির্দেশ দিয়েছিল যে, ট্রামের যত সম্পত্তি রয়েছে তা আদালতের নির্দেশ ছাড়া বিক্রি করা যাবে না । একইসঙ্গে ট্রাম বাঁচাতে প্রধান বিচারপতি কমিটি গঠন করেছিলেন । ট্রামকে আকর্ষণীয় করতে প্রয়োজনে সরকারি ও বেসরকারি উদ্যোগকে পিপিপি মডেলে কাজ করার পরামর্শও দিয়েছিলেন তিনি । ট্রামকে আধুনিক করার পরিকল্পনা করা যেতে পারে বলেও জানিয়েছিলেন প্রধান বিচারপতি ।

উল্লেখ্য, কলকাতা হাইকোর্টে দায়ের হওয়া জনস্বার্থ মামলার শুনানিতে পুলিশের তরফে জানানো হয়, "ট্রাম অত্যন্ত ধীর গতিতে চলে । ফলে ট্রাফিকের সমস্যা হয় । ফলে এই ট্রাম তুলে দেওয়ার পক্ষে তারা ।" কিন্তু প্রধান বিচারপতি সাফ জানিয়েছিলেন, পুলিশের একার কথায় রাজ্যের এতবড় একটা ঐতিহ্যবাহী জিনিসকে নষ্ট করা যায় না,বরং এখন যে পরিমাণ ট্রাম চলছে, তা আরও বাড়ানো যায় । তিনি ট্রামকে আরও আধুনিক ও আকর্ষণীয় করার পরিকল্পনা করতে নির্দেশ দিয়েছিলেন পরিবহণ দফতরকে । কিন্তু পরিবহণ দফতর সিদ্ধান্ত নিয়েছে যে, তারা রাজ্য থেকে ট্রাম তুলে দেওয়ার সিদ্ধান্তের কথা হাইকোর্টে হলফনামা দিয়ে জানাবে । খালি পর্যটকদের জন্য ধর্মতলা থেকে ময়দান পর্যন্ত জয় রাইড থাকবে ।

কলকাতা, 7 অগস্ট: প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চের নির্দেশ সত্ত্বেও কালীঘাট অঞ্চলে শুরু হয়েছে ট্রামলাইন বুজিয়ে রাস্তা তৈরির কাজ । এই অভিযোগ নিয়ে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির দৃষ্টি আকর্ষণ করে দ্রুত মামলার শুনানির আবেদন জানানো হল । আবেদনে সায় দিয়েছে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ । আগামী শুক্রবার মামলাটির শুনানি হবে ।

প্রসঙ্গত, কলকাতা শহর থেকে ট্রাম তুলে দেওয়া হচ্ছে । কলকাতা শহরের ট্রাম হেরিটেজের তকমা পেয়েছে । শহর থেকে ট্রাম তুলে দেওয়ার বিরোধিতা করে কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের হয় । সেই মামলা চলাকালীন প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চের অন্তর্বর্তীকালীন নির্দেশ ছিল, মামলার নিষ্পত্তি না-হওয়া পর্যন্ত ট্রাম বিলুপ্তির বিষয়ে কোনও পদক্ষেপ করা যাবে না । তা সত্ত্বেও কালীঘাট অঞ্চলে ট্রামলাইন তুলে দেওয়ার কাজ চলছে বলে এদিন আদালতে জানালেন এক আইনজীবী ।

এদিন আইনজীবী অনিন্দ্য লাহিড়ী এবিষয়ে প্রধান বিচারপতির দৃষ্টি আকর্ষণ করেন । এর আগে, কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি রাজ্যকে নির্দেশ দিয়েছিল যে, ট্রামের যত সম্পত্তি রয়েছে তা আদালতের নির্দেশ ছাড়া বিক্রি করা যাবে না । একইসঙ্গে ট্রাম বাঁচাতে প্রধান বিচারপতি কমিটি গঠন করেছিলেন । ট্রামকে আকর্ষণীয় করতে প্রয়োজনে সরকারি ও বেসরকারি উদ্যোগকে পিপিপি মডেলে কাজ করার পরামর্শও দিয়েছিলেন তিনি । ট্রামকে আধুনিক করার পরিকল্পনা করা যেতে পারে বলেও জানিয়েছিলেন প্রধান বিচারপতি ।

উল্লেখ্য, কলকাতা হাইকোর্টে দায়ের হওয়া জনস্বার্থ মামলার শুনানিতে পুলিশের তরফে জানানো হয়, "ট্রাম অত্যন্ত ধীর গতিতে চলে । ফলে ট্রাফিকের সমস্যা হয় । ফলে এই ট্রাম তুলে দেওয়ার পক্ষে তারা ।" কিন্তু প্রধান বিচারপতি সাফ জানিয়েছিলেন, পুলিশের একার কথায় রাজ্যের এতবড় একটা ঐতিহ্যবাহী জিনিসকে নষ্ট করা যায় না,বরং এখন যে পরিমাণ ট্রাম চলছে, তা আরও বাড়ানো যায় । তিনি ট্রামকে আরও আধুনিক ও আকর্ষণীয় করার পরিকল্পনা করতে নির্দেশ দিয়েছিলেন পরিবহণ দফতরকে । কিন্তু পরিবহণ দফতর সিদ্ধান্ত নিয়েছে যে, তারা রাজ্য থেকে ট্রাম তুলে দেওয়ার সিদ্ধান্তের কথা হাইকোর্টে হলফনামা দিয়ে জানাবে । খালি পর্যটকদের জন্য ধর্মতলা থেকে ময়দান পর্যন্ত জয় রাইড থাকবে ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.