ETV Bharat / state

অধীর যুগের অবসান ! প্রদেশ কংগ্রেস সভাপতি হলেন শুভঙ্কর সরকার - Subhankar Sarkar - SUBHANKAR SARKAR

Bengal Pradesh Congress President Subhankar Sarkar: সম্প্রতি লোকসভা নির্বাচনে পরাজিত হয়েছেন বহরমপুরের 'রবিন হুড' অধীর রঞ্জন চৌধুরী। তার পরেই তাঁর পদত্যাগের জল্পনা ছড়ায় ৷ এবার সব জল্পনার অবসান ঘটিয়ে নতুন সভাপতি পেল প্রদেশ কংগ্রেস । পশ্চিমবঙ্গের প্রদেশ সভাপতি পদে নিযুক্ত হলেন শুভঙ্কর সরকার ৷

Bengal Pradesh Congress President Subhankar Sarkar
পশ্চিমবঙ্গের প্রদেশ সভাপতি পদে নিযুক্ত হলেন শুভঙ্কর সরকার (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Bangla Team

Published : Sep 22, 2024, 7:54 AM IST

Updated : Sep 22, 2024, 4:57 PM IST

কলকাতা, 22 সেপ্টেম্বর: অধীর চৌধুরীর পরে কংগ্রেস পেল নতুন প্রদেশ সভাপতি ৷ জাতীয় কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি মল্লিকার্জুন খাড়গে পশ্চিমবঙ্গের প্রদেশ সভাপতি পদে শুভঙ্কর সরকারকে করলেন। এর সঙ্গেই বঙ্গ কংগ্রেসে শেষ হল অধীর জামানা।

সম্প্রতি লোকসভা নির্বাচনে পরাজিত হয়েছেন বহরমপুরের 'রবিন হুড' অধীর রঞ্জন চৌধুরী। তার পরেই তাঁর পদত্যাগের জল্পনা ছড়ায় ৷ এমনকি অধীর নিজেও জানিয়ে দেন, তিনি প্রদেশ কংগ্রেসের সভাপতি পদের দায়িত্ব সামলালেও কংগ্রেসের সংবিধান অনুযায়ী সর্বভারতীয় সভাপতি পরিবর্তন হলে প্রতিটা প্রদেশের নতুন সভাপতি নিয়োগ হয়। আর এই রাজ্যে নতুন সভাপতি নিয়োগ হয়নি। শেষমেষ জল্পনার অবসান হল। কংগ্রেসের তরফে পুরনো সৈনিক শুভঙ্কর সরকারকে পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেসের সভাপতি হিসেবে নিয়োগ করা হল।

এর আগে শুভঙ্কর সরকার দলের বিভিন্ন সাংগঠনিক দায়িত্বভার সামলেছেন। জাতীয় স্তরেও তিনি একাধিক গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন কংগ্রেসের । একাধিক রাজ্যের অবজারভারের দায়িত্ব পালন করেছেন তিনি ।

কংগ্রেস সূত্রে জানা গিয়েছে, 1993-1996 সালে কংগ্রেসের ছাত্র সংগঠন ছাত্র পরিষদের সাধারণ সম্পাদক ছিলেন তিনি । পরবর্তী সময়ে 2004 পর্যন্ত পশ্চিমবঙ্গ রাজ্য ছাত্র পরিষদের সভাপতি পদের দায়িত্ব সামলেছেন। জাতীয় যুব কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক ছিলেন 2004 থেকে 2006 সাল পর্যন্ত। 2013 সাল পর্যন্ত ছিলেন রাজ্য প্রদেশ কংগ্রেস কমিটির মুখপাত্র । সেই বছরই তিনি প্রদেশ কংগ্রেসের সম্পাদক হন । এর পরবর্তী সময় রাজ্য কংগ্রেসের কো-অর্ডিনেটর পদ সামলেছেন তিনি । এবার তিনি নতুন দায়িত্বে প্রদেশ কংগ্রেসের সভাপতি পদ সামলাবেন।

কংগ্রেসের অধীর চৌধুরীর লোকসভা নির্বাচনে হারের পরেই জল্পনা তৈরি হয়েছিল যে, তিনি ইস্তপত্র পাঠিয়েছেন দিল্লিতে। তার পরবর্তী সময় তিনি বুঝিয়ে বলেন ঠিক কী চিঠি তিনি দিল্লিতে পাঠিয়েছিলেন। এবার সব জল্পনার অবসান ঘটিয়ে নতুন সভাপতি পেল প্রদেশ কংগ্রেস । নতুন প্রদেশ সভাপতিকে দলের বিভিন্ন নেতাকর্মীরা স্বাগত ও শুভেচ্ছা জানিয়েছেন । তাঁর হাত ধরে আগামী দিনে কংগ্রেস আরও আন্দোলনমুখী হয়ে উঠবে বলে আশাবাদী নিচের তলার কংগ্রেস নেতা ও কর্মীরা ।

কলকাতা, 22 সেপ্টেম্বর: অধীর চৌধুরীর পরে কংগ্রেস পেল নতুন প্রদেশ সভাপতি ৷ জাতীয় কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি মল্লিকার্জুন খাড়গে পশ্চিমবঙ্গের প্রদেশ সভাপতি পদে শুভঙ্কর সরকারকে করলেন। এর সঙ্গেই বঙ্গ কংগ্রেসে শেষ হল অধীর জামানা।

সম্প্রতি লোকসভা নির্বাচনে পরাজিত হয়েছেন বহরমপুরের 'রবিন হুড' অধীর রঞ্জন চৌধুরী। তার পরেই তাঁর পদত্যাগের জল্পনা ছড়ায় ৷ এমনকি অধীর নিজেও জানিয়ে দেন, তিনি প্রদেশ কংগ্রেসের সভাপতি পদের দায়িত্ব সামলালেও কংগ্রেসের সংবিধান অনুযায়ী সর্বভারতীয় সভাপতি পরিবর্তন হলে প্রতিটা প্রদেশের নতুন সভাপতি নিয়োগ হয়। আর এই রাজ্যে নতুন সভাপতি নিয়োগ হয়নি। শেষমেষ জল্পনার অবসান হল। কংগ্রেসের তরফে পুরনো সৈনিক শুভঙ্কর সরকারকে পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেসের সভাপতি হিসেবে নিয়োগ করা হল।

এর আগে শুভঙ্কর সরকার দলের বিভিন্ন সাংগঠনিক দায়িত্বভার সামলেছেন। জাতীয় স্তরেও তিনি একাধিক গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন কংগ্রেসের । একাধিক রাজ্যের অবজারভারের দায়িত্ব পালন করেছেন তিনি ।

কংগ্রেস সূত্রে জানা গিয়েছে, 1993-1996 সালে কংগ্রেসের ছাত্র সংগঠন ছাত্র পরিষদের সাধারণ সম্পাদক ছিলেন তিনি । পরবর্তী সময়ে 2004 পর্যন্ত পশ্চিমবঙ্গ রাজ্য ছাত্র পরিষদের সভাপতি পদের দায়িত্ব সামলেছেন। জাতীয় যুব কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক ছিলেন 2004 থেকে 2006 সাল পর্যন্ত। 2013 সাল পর্যন্ত ছিলেন রাজ্য প্রদেশ কংগ্রেস কমিটির মুখপাত্র । সেই বছরই তিনি প্রদেশ কংগ্রেসের সম্পাদক হন । এর পরবর্তী সময় রাজ্য কংগ্রেসের কো-অর্ডিনেটর পদ সামলেছেন তিনি । এবার তিনি নতুন দায়িত্বে প্রদেশ কংগ্রেসের সভাপতি পদ সামলাবেন।

কংগ্রেসের অধীর চৌধুরীর লোকসভা নির্বাচনে হারের পরেই জল্পনা তৈরি হয়েছিল যে, তিনি ইস্তপত্র পাঠিয়েছেন দিল্লিতে। তার পরবর্তী সময় তিনি বুঝিয়ে বলেন ঠিক কী চিঠি তিনি দিল্লিতে পাঠিয়েছিলেন। এবার সব জল্পনার অবসান ঘটিয়ে নতুন সভাপতি পেল প্রদেশ কংগ্রেস । নতুন প্রদেশ সভাপতিকে দলের বিভিন্ন নেতাকর্মীরা স্বাগত ও শুভেচ্ছা জানিয়েছেন । তাঁর হাত ধরে আগামী দিনে কংগ্রেস আরও আন্দোলনমুখী হয়ে উঠবে বলে আশাবাদী নিচের তলার কংগ্রেস নেতা ও কর্মীরা ।

Last Updated : Sep 22, 2024, 4:57 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.