ETV Bharat / state

আরজি করের প্রতিবাদে নৃত্যনাট্য থামল মাঝপথে ! শিক্ষা প্রতিমন্ত্রীর অঙ্গুলিহেলনকে দুষলেন একাংশ - RG Kar Controversy - RG KAR CONTROVERSY

হেমতাবাদের একটি স্কুলে আরজি করের প্রতিবাদস্বরূপ একটি নৃত্যনাট্য পরিবেশন করছিল ছাত্রীরা ৷ চলতে চলতে হঠাৎ মাঝপথে বন্ধ করে দেওয়া হল অনুষ্ঠান ৷ নেপথ্যে কে ?

Bangal Bari High School
বাঙালবাড়ি হাইস্কুল (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Bangla Team

Published : Oct 6, 2024, 10:47 PM IST

রায়গঞ্জ, 6 অক্টোবর: শিক্ষা প্রতিমন্ত্রীর উপস্থিতিতে তার অঙ্গুলিহেলনে স্কুলের বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠানের আরজি করের প্রতিবাদে হওয়া নাচের পারফরম্যান্স বাতিল । সোশাল মিডিয়ায় এমনই উল্লেখ করে সমালোচনার ঝড় শিক্ষা প্রতিমন্ত্রী সত্যজিৎ বর্মনের বিরুদ্ধে । জানা গিয়েছে, শুক্রবার উত্তর দিনাজপুরের হেমতাবাদের বাঙালবাড়ি হাইস্কুলের বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান চলাকালীন নির্ধারিত সময়ের থেকে অনেক দেরিতে স্কুলে উপস্থিত হন অনুষ্ঠানের প্রধান অতিথি তথা রাজ্যের শিক্ষা প্রতিমন্ত্রী তথা হেমতাবাদের তৃণমূল বিধায়ক সত্যজিৎ বর্মন । সেই সময় স্কুলের মঞ্চে একটি নৃত্যনাট্য পরিবেশন করছিল ছাত্রীরা ।

অভিযোগ, সেই সময় অনুষ্ঠানের দায়িত্বে থাকা সহকারী প্রধান শিক্ষককে তাঁর ঘরে ডেকে নিয়ে যাওয়া হয় । সেখানে বসেছিলেন শিক্ষা প্রতিমন্ত্রীও । তখনই মঞ্চে উই ওয়ান্ট জাস্টিস শ্লোগান শুনে চটে যান মন্ত্রীর অনুগামীরা । এরপর জোর করে ওই নাচের অনুষ্ঠান শেষ মুহূর্তের কিছু অংশ বাকি থাকতেই তা বন্ধ করে দেওয়া হয় বলে দাবি । এরপর মন্ত্রীর সংবর্ধনা অনুষ্ঠান করে পুনরায় আর ওই নৃত্যানুষ্ঠান শুরু করা সম্ভব হয়নি ।

সোশাল মিডিয়ায় এই বিষয়টি ছড়িয়ে পড়তেই এই নিয়ে জোড়ালো সওয়াল তুলেছে বিজেপি । বিজেপির উত্তর দিনাজপুর জেলা সহ সভাপতি নিমাই কবিরাজের বক্তব্য, স্কুলের ছাত্রীরা তাদের নাচগানের মধ্য দিয়ে উই ওয়ান্ট জাস্টিস শ্লোগান তুলেছে নাটকের অংশ হিসেবে । সেটা মন্ত্রী সাহেবের ভালো লাগেনি, তিনি জোড় করে স্কুলের ভিতরের অনুষ্ঠান বন্ধ করে দিয়েছেন । যা অত্যন্ত অন্যায়, এর তীব্র নিন্দা করছি । যদিও বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষকের দাবি, ওই নাচের থিম অনুযায়ী উই ওয়ান্ট জাস্টিস শ্লোগান ছিল রেকর্ডে । তা শোনার পর তাঁকে ঘরে ডেকে নৃত্যনাট্যে এই শ্লোগানের ব্যবহার কেন করা হল মন্ত্রীর সামনেই তার কারণ জিজ্ঞেস করেন মন্ত্রীর অনুগামীরা । তিনি মন্ত্রী-সহ অন্যান্যদের নাটকের থিম সম্পর্কে বিস্তারিত বলেন । কিন্তু তারপর ওই নাটক চলাকালীনই তা বন্ধ করে মন্ত্রীকে মঞ্চে সংবর্ধনা দেওয়া হয় । সেই কারণে পরে আর সেটি সম্পূর্ণ করা সম্ভব হয়নি ।

অন্যদিকে, তৃণমূল কংগ্রেসের জেলা সহ সভাপতি অরিন্দম সরকারের দাবি, আরজি করের তদন্ত এখন সিবিআইয়ের হাতে । রাজ্যের সরকারকে কেউ কালিমালিপ্ত করার চেষ্টা করলে মন্ত্রীর খারাপ লাগতেই পারে । কিন্তু এর সঙ্গে নাটক বন্ধ হওয়া বা না হওয়ার কোনও সম্পর্ক নেই । নাটক বন্ধ হলেও অন্য কোনও কারণে তা হয়ে থাকতে পারে ।

রায়গঞ্জ, 6 অক্টোবর: শিক্ষা প্রতিমন্ত্রীর উপস্থিতিতে তার অঙ্গুলিহেলনে স্কুলের বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠানের আরজি করের প্রতিবাদে হওয়া নাচের পারফরম্যান্স বাতিল । সোশাল মিডিয়ায় এমনই উল্লেখ করে সমালোচনার ঝড় শিক্ষা প্রতিমন্ত্রী সত্যজিৎ বর্মনের বিরুদ্ধে । জানা গিয়েছে, শুক্রবার উত্তর দিনাজপুরের হেমতাবাদের বাঙালবাড়ি হাইস্কুলের বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান চলাকালীন নির্ধারিত সময়ের থেকে অনেক দেরিতে স্কুলে উপস্থিত হন অনুষ্ঠানের প্রধান অতিথি তথা রাজ্যের শিক্ষা প্রতিমন্ত্রী তথা হেমতাবাদের তৃণমূল বিধায়ক সত্যজিৎ বর্মন । সেই সময় স্কুলের মঞ্চে একটি নৃত্যনাট্য পরিবেশন করছিল ছাত্রীরা ।

অভিযোগ, সেই সময় অনুষ্ঠানের দায়িত্বে থাকা সহকারী প্রধান শিক্ষককে তাঁর ঘরে ডেকে নিয়ে যাওয়া হয় । সেখানে বসেছিলেন শিক্ষা প্রতিমন্ত্রীও । তখনই মঞ্চে উই ওয়ান্ট জাস্টিস শ্লোগান শুনে চটে যান মন্ত্রীর অনুগামীরা । এরপর জোর করে ওই নাচের অনুষ্ঠান শেষ মুহূর্তের কিছু অংশ বাকি থাকতেই তা বন্ধ করে দেওয়া হয় বলে দাবি । এরপর মন্ত্রীর সংবর্ধনা অনুষ্ঠান করে পুনরায় আর ওই নৃত্যানুষ্ঠান শুরু করা সম্ভব হয়নি ।

সোশাল মিডিয়ায় এই বিষয়টি ছড়িয়ে পড়তেই এই নিয়ে জোড়ালো সওয়াল তুলেছে বিজেপি । বিজেপির উত্তর দিনাজপুর জেলা সহ সভাপতি নিমাই কবিরাজের বক্তব্য, স্কুলের ছাত্রীরা তাদের নাচগানের মধ্য দিয়ে উই ওয়ান্ট জাস্টিস শ্লোগান তুলেছে নাটকের অংশ হিসেবে । সেটা মন্ত্রী সাহেবের ভালো লাগেনি, তিনি জোড় করে স্কুলের ভিতরের অনুষ্ঠান বন্ধ করে দিয়েছেন । যা অত্যন্ত অন্যায়, এর তীব্র নিন্দা করছি । যদিও বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষকের দাবি, ওই নাচের থিম অনুযায়ী উই ওয়ান্ট জাস্টিস শ্লোগান ছিল রেকর্ডে । তা শোনার পর তাঁকে ঘরে ডেকে নৃত্যনাট্যে এই শ্লোগানের ব্যবহার কেন করা হল মন্ত্রীর সামনেই তার কারণ জিজ্ঞেস করেন মন্ত্রীর অনুগামীরা । তিনি মন্ত্রী-সহ অন্যান্যদের নাটকের থিম সম্পর্কে বিস্তারিত বলেন । কিন্তু তারপর ওই নাটক চলাকালীনই তা বন্ধ করে মন্ত্রীকে মঞ্চে সংবর্ধনা দেওয়া হয় । সেই কারণে পরে আর সেটি সম্পূর্ণ করা সম্ভব হয়নি ।

অন্যদিকে, তৃণমূল কংগ্রেসের জেলা সহ সভাপতি অরিন্দম সরকারের দাবি, আরজি করের তদন্ত এখন সিবিআইয়ের হাতে । রাজ্যের সরকারকে কেউ কালিমালিপ্ত করার চেষ্টা করলে মন্ত্রীর খারাপ লাগতেই পারে । কিন্তু এর সঙ্গে নাটক বন্ধ হওয়া বা না হওয়ার কোনও সম্পর্ক নেই । নাটক বন্ধ হলেও অন্য কোনও কারণে তা হয়ে থাকতে পারে ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.