ETV Bharat / state

ফের জুনিয়র ডাক্তারদের আলোচনার প্রস্তাব দেবে কি রাজ্য, মমতার উপস্থিতি নিয়েও জল্পনা - RG Kar Doctor Rape and Murder - RG KAR DOCTOR RAPE AND MURDER

RG Kar Doctor Rape and Murder: আবারও জুনিয়র ডাক্তারদের কি আলোচনার প্রস্তাব দেবে রাজ্য সরকার ? বৃহস্পতিবার লাইভ স্ট্রিমিংকে কেন্দ্র করে আলোচনা ভেস্তে যাওয়ার পর, এখন সেই প্রশ্নটাই উঠছে ৷ এমনকি যদি বৈঠক হয়, সেখানে মুখ্য়মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় থাকবেন কিনা, সেই নিয়েও সংশয় রয়েছে বলে নবান্ন সূত্রে খবর ৷

RG Kar Doctor Rape and Murder
জুনিয়র ডাক্তারদের ফের আলোচনার প্রস্তাব দিতে পারে রাজ্য সরকার ৷ (ফাইল চিত্র)
author img

By ETV Bharat Bangla Team

Published : Sep 13, 2024, 8:14 PM IST

কলকাতা, 13 সেপ্টেম্বর: রাজ্য সরকার জুনিয়র ডাক্তারদের সঙ্গে বৈঠকের সরাসরি সম্প্রচারে রাজি নয় ৷ আর সেই কারণে, বৃহস্পতিবার নবান্ন সভাঘরের বাইরে প্রায় দু’ঘণ্টা অপেক্ষা করেও ফিরে যেতে হয় আন্দোলনকারী জুনিয়র ডাক্তারদের প্রতিনিধি দলকে ৷ তবে, বৈঠক ভেস্তে যাওয়ার পরেও মুখ্যমন্ত্রী দাবি করেছিলেন, 'আলোচনার পথ খোলা আছে এখনও' ৷ তবে, কি আবারও রাজ্য সরকারের তরফে জুনিয়র ডাক্তারদের আলোচনায় বসার জন্য ডাকা হবে !

নবান্ন সূত্রে খবর, তাতে রাজ্য সরকারের তরফে আরও একবার উদ্যোগ নেওয়া হতে পারে ৷ তবে, পরবর্তী সময়ে এই আলোচনায় থাকবেন না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ বরং, জুনিয়র ডাক্তার ও প্রশাসনের মধ্যে সমঝোতার জন্য যাবতীয় দায়িত্ব দেওয়া হতে পারে স্বাস্থ্য প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যকে ৷ যদি জুনিয়র ডাক্তাররা আলোচনায় রাজি থাকেন, সেক্ষেত্রে এবার স্বাস্থ্য প্রতিমন্ত্রী এবং মুখ্যসচিবের সঙ্গে আলোচনায় বসতে হবে তাঁদের ৷

নবান্ন সূত্রে জানা যাচ্ছে, জুনিয়র ডাক্তারদের আলোচনা ইস্যুতে চূড়ান্ত চিঠি পাঠানোর কথা ভাবছে রাজ্য সরকার ৷ ইতিমধ্যে, এ নিয়ে স্বাস্থ্য প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যের সঙ্গে, রাজ্যের স্বরাষ্ট্র সচিব এবং মুখ্যসচিবের মধ্যে আলোচনা হয়েছে ৷ পরবর্তী সময় চন্দ্রিমা ভট্টাচার্যকে সামনে রেখেই মধ্যস্থতা করতে চায় রাজ্য সরকার ৷ এক্ষেত্রে জুনিয়র ডাক্তাররা রাজি থাকলে আলোচনার রাস্তা খোলা থাকছে ৷ যদি, শেষ পর্যন্ত জুনিয়র ডাক্তাররা এই শর্তে রাজি হন, তাহলে সেই বৈঠকে থাকতে পারেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য, মুখ্যসচিব মনোজ পন্থ, স্বরাষ্ট্র সচিব নন্দিনী চক্রবর্তী এবং ডিজিপি রাজীব কুমার ৷

গত কয়েকদিনে যখনই বৈঠকের প্রস্তুতি নেওয়া হয়েছে, তখনই আন্দোলনকারীদের মূল দাবি ছিল মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে বৈঠক। তবে অন্যতম দাবি ছিল, সেই আলোচনার সরাসরি সম্প্রচার করতে হবে ৷ কিন্তু, সেই প্রস্তাবে রাজি হননি মমতা ৷ যা নিয়ে তাঁর দাবি ছিল, সুপ্রিম কোর্টে শুনানি চলা ইস্যুতে তিনি সরাসরি সম্প্রচার করার ঝুঁকি নেবেন না তিনি ৷ তবে, আলোচনার পথ খোলা রয়েছে বলে জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী ৷

প্রসঙ্গত, শুক্রবার নবান্নে আসেননি মমতা বন্দ্যোপাধ্যায় ৷ প্রশাসনিক সূত্রে খবর, প্রতি মুহূর্তে তিনি মুখ্যসচিব এবং স্বরাষ্ট্র সচিবের সঙ্গে যোগাযোগ রাখছেন ৷ যেহেতু সরকারিভাবে এখনও নবান্নের তরফ থেকে কিছুই বলা হয়নি ৷ সেই জায়গা থেকে প্রশাসন এবং আন্দোলনকারীদের পরবর্তী অবস্থান কী হতে চলেছে, সেটাই এখন দেখার ৷

কলকাতা, 13 সেপ্টেম্বর: রাজ্য সরকার জুনিয়র ডাক্তারদের সঙ্গে বৈঠকের সরাসরি সম্প্রচারে রাজি নয় ৷ আর সেই কারণে, বৃহস্পতিবার নবান্ন সভাঘরের বাইরে প্রায় দু’ঘণ্টা অপেক্ষা করেও ফিরে যেতে হয় আন্দোলনকারী জুনিয়র ডাক্তারদের প্রতিনিধি দলকে ৷ তবে, বৈঠক ভেস্তে যাওয়ার পরেও মুখ্যমন্ত্রী দাবি করেছিলেন, 'আলোচনার পথ খোলা আছে এখনও' ৷ তবে, কি আবারও রাজ্য সরকারের তরফে জুনিয়র ডাক্তারদের আলোচনায় বসার জন্য ডাকা হবে !

নবান্ন সূত্রে খবর, তাতে রাজ্য সরকারের তরফে আরও একবার উদ্যোগ নেওয়া হতে পারে ৷ তবে, পরবর্তী সময়ে এই আলোচনায় থাকবেন না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ বরং, জুনিয়র ডাক্তার ও প্রশাসনের মধ্যে সমঝোতার জন্য যাবতীয় দায়িত্ব দেওয়া হতে পারে স্বাস্থ্য প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যকে ৷ যদি জুনিয়র ডাক্তাররা আলোচনায় রাজি থাকেন, সেক্ষেত্রে এবার স্বাস্থ্য প্রতিমন্ত্রী এবং মুখ্যসচিবের সঙ্গে আলোচনায় বসতে হবে তাঁদের ৷

নবান্ন সূত্রে জানা যাচ্ছে, জুনিয়র ডাক্তারদের আলোচনা ইস্যুতে চূড়ান্ত চিঠি পাঠানোর কথা ভাবছে রাজ্য সরকার ৷ ইতিমধ্যে, এ নিয়ে স্বাস্থ্য প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যের সঙ্গে, রাজ্যের স্বরাষ্ট্র সচিব এবং মুখ্যসচিবের মধ্যে আলোচনা হয়েছে ৷ পরবর্তী সময় চন্দ্রিমা ভট্টাচার্যকে সামনে রেখেই মধ্যস্থতা করতে চায় রাজ্য সরকার ৷ এক্ষেত্রে জুনিয়র ডাক্তাররা রাজি থাকলে আলোচনার রাস্তা খোলা থাকছে ৷ যদি, শেষ পর্যন্ত জুনিয়র ডাক্তাররা এই শর্তে রাজি হন, তাহলে সেই বৈঠকে থাকতে পারেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য, মুখ্যসচিব মনোজ পন্থ, স্বরাষ্ট্র সচিব নন্দিনী চক্রবর্তী এবং ডিজিপি রাজীব কুমার ৷

গত কয়েকদিনে যখনই বৈঠকের প্রস্তুতি নেওয়া হয়েছে, তখনই আন্দোলনকারীদের মূল দাবি ছিল মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে বৈঠক। তবে অন্যতম দাবি ছিল, সেই আলোচনার সরাসরি সম্প্রচার করতে হবে ৷ কিন্তু, সেই প্রস্তাবে রাজি হননি মমতা ৷ যা নিয়ে তাঁর দাবি ছিল, সুপ্রিম কোর্টে শুনানি চলা ইস্যুতে তিনি সরাসরি সম্প্রচার করার ঝুঁকি নেবেন না তিনি ৷ তবে, আলোচনার পথ খোলা রয়েছে বলে জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী ৷

প্রসঙ্গত, শুক্রবার নবান্নে আসেননি মমতা বন্দ্যোপাধ্যায় ৷ প্রশাসনিক সূত্রে খবর, প্রতি মুহূর্তে তিনি মুখ্যসচিব এবং স্বরাষ্ট্র সচিবের সঙ্গে যোগাযোগ রাখছেন ৷ যেহেতু সরকারিভাবে এখনও নবান্নের তরফ থেকে কিছুই বলা হয়নি ৷ সেই জায়গা থেকে প্রশাসন এবং আন্দোলনকারীদের পরবর্তী অবস্থান কী হতে চলেছে, সেটাই এখন দেখার ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.