ETV Bharat / state

মেট্রোর রাত্রিকালীন পরিষেবায় বদল, শেষ ট্রেন কখন জেনে নিন - Metro Service

author img

By ETV Bharat Bangla Team

Published : Jun 19, 2024, 5:27 PM IST

Updated : Jun 19, 2024, 6:23 PM IST

Kolkata Metro Service: মেট্রো যাত্রীদের জন্য বিশেষ পরিষেবা চালু করেছে কলকাতা মেট্রো কর্তৃপক্ষ । বদল হয়েছে রাত্রিকালীন পরিষেবা ৷ শেষ মেট্রোর 11টার সময় পরিবর্তন করে হয়েছে 10.40টা ৷

Kolkata Metro Service News
মেট্রো পরিষেবা (ইটিভি ভারত)

কলকাতা, 19 জুন: আপাতত বন্ধ হতে চলেছে রাত 11টার মেট্রো পরিষেবা । তার পরিবর্তে 10.40 মিনিটে ছাড়বে দিনের শেষ মেট্রো । আজ এমনটাই জানিয়েছেন কলকাতা মেট্রোর মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র ।

কৌশিক মিত্রর বক্তব্য (ইটিভি ভারত)

যাত্রীদের অনুরোধে গত 24 মে থেকে পরীক্ষামূলকভাবে ব্লু লাইন অর্থাৎ কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত বিশেষ রাত্রিকালীন মেট্রো পরিষেবা চালাচ্ছে মেট্রো কর্তৃপক্ষ । তবে রাতের এই বিশেষ পরিষেবা তেমনভাবে যাত্রী টানতে পারছিল না । কলকাতা মেট্রো রেলের পক্ষ থেকে দেওয়া তথ্য অনুসারে রাত্রিকালীন পরিষেবায় গড়ে 600 মতো যাত্রী হচ্ছিল । প্রতিটি ট্রেনেই 300-এর আশেপাশে যাত্রী হচ্ছিল । অন্যদিকে এই পরিষেবা চালাতে মেট্রো রেলের খরচও অনেকটাই বৃদ্ধি পেয়েছে । এই পরিষেবা চালানোর জন্য খরচ হচ্ছে প্রায় 2.7 লক্ষ টাকা । পাশাপাশি আরও অন্যান্য খরচ হচ্ছে প্রায় 50 হাজার টাকা ।

এত খরচ করেও দু’টি ট্রেন চালিয়ে আয় হচ্ছে খুবই কম । গড়ে মাত্র 6 হাজার টাকা । এমনকি সবকটি স্টেশনে একটি করে টিকিট কাউন্টার খোলা রাখা হলেও গড়ে মাত্র একজন বা দু'জন টোকেন কিনছেন । টোকেনের বিক্রির হারও অত্যন্ত কম ।

তাই মেট্রো কর্তৃপক্ষ আগামী 24 জুন অর্থাৎ সোমবার থেকে রাত্রিকালীন পরিষেবার সময় 20 মিনিট এগিয়ে নিয়ে আসার সিদ্ধান্ত নিয়েছে । আগামী 24 জুন থেকে ব্লু লাইনে এই পরীক্ষামূলক রাত্রিকালীন পরিষেবাগুলি কবি সুভাষ এবং দমদম থেকে রাত 11টার পরিবর্তে 10.40 মিনিটে ছাড়বে । এই পরিষেবাগুলি সোমবার থেকে শুক্রবার পর্যন্ত পাওয়া যাবে । এই ট্রেনটি আগের মতই সবকটি স্টেশনে থামবে ৷

পাশাপাশি আরও একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে আগামী সোমবার থেকে কোনও স্টেশনে টোকেন বা স্মার্ট কার্ড বিক্রির জন্য কোনও টিকিট কাউন্টার খোলা থাকবে না । তাই যাঁদের স্মার্ট কার্ড রয়েছে তারা খুব সহজেই রাত্রিকালীন পরিষেবার সুবিধা নিতে পারবেন । এছাড়াও সবকটি স্টেশনের ASCRM মেশিন চালু থাকবে ৷ সেই মেশিন থেকে যাত্রীরা ইউপিআই’য়ের মাধ্যমে টোকেন কিনতে পারবেন ।

কলকাতা, 19 জুন: আপাতত বন্ধ হতে চলেছে রাত 11টার মেট্রো পরিষেবা । তার পরিবর্তে 10.40 মিনিটে ছাড়বে দিনের শেষ মেট্রো । আজ এমনটাই জানিয়েছেন কলকাতা মেট্রোর মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র ।

কৌশিক মিত্রর বক্তব্য (ইটিভি ভারত)

যাত্রীদের অনুরোধে গত 24 মে থেকে পরীক্ষামূলকভাবে ব্লু লাইন অর্থাৎ কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত বিশেষ রাত্রিকালীন মেট্রো পরিষেবা চালাচ্ছে মেট্রো কর্তৃপক্ষ । তবে রাতের এই বিশেষ পরিষেবা তেমনভাবে যাত্রী টানতে পারছিল না । কলকাতা মেট্রো রেলের পক্ষ থেকে দেওয়া তথ্য অনুসারে রাত্রিকালীন পরিষেবায় গড়ে 600 মতো যাত্রী হচ্ছিল । প্রতিটি ট্রেনেই 300-এর আশেপাশে যাত্রী হচ্ছিল । অন্যদিকে এই পরিষেবা চালাতে মেট্রো রেলের খরচও অনেকটাই বৃদ্ধি পেয়েছে । এই পরিষেবা চালানোর জন্য খরচ হচ্ছে প্রায় 2.7 লক্ষ টাকা । পাশাপাশি আরও অন্যান্য খরচ হচ্ছে প্রায় 50 হাজার টাকা ।

এত খরচ করেও দু’টি ট্রেন চালিয়ে আয় হচ্ছে খুবই কম । গড়ে মাত্র 6 হাজার টাকা । এমনকি সবকটি স্টেশনে একটি করে টিকিট কাউন্টার খোলা রাখা হলেও গড়ে মাত্র একজন বা দু'জন টোকেন কিনছেন । টোকেনের বিক্রির হারও অত্যন্ত কম ।

তাই মেট্রো কর্তৃপক্ষ আগামী 24 জুন অর্থাৎ সোমবার থেকে রাত্রিকালীন পরিষেবার সময় 20 মিনিট এগিয়ে নিয়ে আসার সিদ্ধান্ত নিয়েছে । আগামী 24 জুন থেকে ব্লু লাইনে এই পরীক্ষামূলক রাত্রিকালীন পরিষেবাগুলি কবি সুভাষ এবং দমদম থেকে রাত 11টার পরিবর্তে 10.40 মিনিটে ছাড়বে । এই পরিষেবাগুলি সোমবার থেকে শুক্রবার পর্যন্ত পাওয়া যাবে । এই ট্রেনটি আগের মতই সবকটি স্টেশনে থামবে ৷

পাশাপাশি আরও একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে আগামী সোমবার থেকে কোনও স্টেশনে টোকেন বা স্মার্ট কার্ড বিক্রির জন্য কোনও টিকিট কাউন্টার খোলা থাকবে না । তাই যাঁদের স্মার্ট কার্ড রয়েছে তারা খুব সহজেই রাত্রিকালীন পরিষেবার সুবিধা নিতে পারবেন । এছাড়াও সবকটি স্টেশনের ASCRM মেশিন চালু থাকবে ৷ সেই মেশিন থেকে যাত্রীরা ইউপিআই’য়ের মাধ্যমে টোকেন কিনতে পারবেন ।

Last Updated : Jun 19, 2024, 6:23 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.