ETV Bharat / state

7 রকম ভাজা, পোড়া মাছ, কৌশিকী অমাবস্যায় বিশেষ ভোগ তারাপীঠে ; দেখুন ভিডিয়ো - Kaushiki Amavasya 2024 - KAUSHIKI AMAVASYA 2024

Kaushiki Amavasya Special Bhog: কৌশিকী অমাবস্যার বিশেষ দিনে তারামায়ের ভোগেও থাকে রকমারি পদ ৷ তন্ত্রমতে পুজোয় থাকে আমিষ ভোগ ৷ এছাড়াও থাকে পোলাও, সাত রকম ভাজা ৷ বিস্তারিত জানতে পড়ুন নিম্নলিখিত প্রতিবেদন ৷

Tarapith
কৌশিকী অমাবস্যায় বিশেষ ভোগ তারাপীঠে (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Bangla Team

Published : Sep 2, 2024, 4:12 PM IST

তারাপীঠ, 2 সেপ্টেম্বর: ভোর থেকে শুরু হয়েছে কৌশিকী অমাবস্যা । তারাপীঠে এদিন মা তারার মন্দিরে বিশেষ পুজো করা হয় । ভাদ্র মাসের এই অমাবস্যায় তন্ত্র ও শাস্ত্র মতে উভয় রীতি মেনেই মা তারার পুজো করা হয় । এই দিন মাকে আতপ চাল, নারকেল, 108টি জবা ফুল, ঘিয়ের প্রদীপ ও ঘি নিবেদন করা হয় । তন্ত্রশাস্ত্রে কৌশিকী অমাবস্যা তন্ত্রসাধনার জন্য খুব বিশেষ দিন । এই দিন সাধনা করলে বিশেষ ফল লাভ করা যায় ।

তারাপীঠে কৌশিকী অমাবস্যায় বিশেষ ভোগ, দেখুন ভিডিয়ো (ইটিভি ভারত)

অমাবস্যা পড়তেই রীতি মেনে ভোর থেকে মায়ের পুজো শুরু হয়েছে সিদ্ধপীঠে । মায়ের মঙ্গলারতি করা হয়েছে সকালে । দিনভর পুজোপাঠ চলছে । আসল শিলামূর্তিকে স্নান করানোর পর রাজবেশে সাজানো হবে মাকে । ফুলের সাজে সেজে উঠবেন মা উগ্রতারা । নিয়ম মেনে দুপুরে মাকে দেওয়া হয়েছে অন্নভোগ । যেখানে ছিল, সাত রকমের ভাজা, মাছ, সাদা চালের ভাত, পোলাও, শোল মাছ পোড়া এছাড়াও আরও অনেক কিছু । মঙ্গলারতির পরে ফল, মিষ্টি, ক্ষীর দিয়ে দেওয়া হবে শীতল ভোগ । রাতে মন্দির চত্বরে মহাযজ্ঞ হবে । তবে এই যজ্ঞে অংশ নিয়ে পারবেন কেবল মন্দিরের সেবায়েতরা ৷

প্রসঙ্গত, এই কৌশিকী আমাবস্যার দিনে সাধনা করে সিদ্ধিলাভের পর মা তারার দর্শন পেয়েছিলেন সাধক বামদেব । তিনি তারাপীঠ শ্মশানের শ্বেত শিমূলতলায় সাধনা করেছিলেন ৷ সেই থেকেই তারাপীঠে মহা ধুমধাম করে পালিত হয় কৌশিকী আমাবস্যা ৷ দেশ বিদেশ থেকে সাধু-সন্ন্যাসী ও ভক্তরা আসেন তারাপীঠে । ভক্তদের জন্য এদিন সারারাত মন্দির খোলা থাকে ।

তারাপীঠ, 2 সেপ্টেম্বর: ভোর থেকে শুরু হয়েছে কৌশিকী অমাবস্যা । তারাপীঠে এদিন মা তারার মন্দিরে বিশেষ পুজো করা হয় । ভাদ্র মাসের এই অমাবস্যায় তন্ত্র ও শাস্ত্র মতে উভয় রীতি মেনেই মা তারার পুজো করা হয় । এই দিন মাকে আতপ চাল, নারকেল, 108টি জবা ফুল, ঘিয়ের প্রদীপ ও ঘি নিবেদন করা হয় । তন্ত্রশাস্ত্রে কৌশিকী অমাবস্যা তন্ত্রসাধনার জন্য খুব বিশেষ দিন । এই দিন সাধনা করলে বিশেষ ফল লাভ করা যায় ।

তারাপীঠে কৌশিকী অমাবস্যায় বিশেষ ভোগ, দেখুন ভিডিয়ো (ইটিভি ভারত)

অমাবস্যা পড়তেই রীতি মেনে ভোর থেকে মায়ের পুজো শুরু হয়েছে সিদ্ধপীঠে । মায়ের মঙ্গলারতি করা হয়েছে সকালে । দিনভর পুজোপাঠ চলছে । আসল শিলামূর্তিকে স্নান করানোর পর রাজবেশে সাজানো হবে মাকে । ফুলের সাজে সেজে উঠবেন মা উগ্রতারা । নিয়ম মেনে দুপুরে মাকে দেওয়া হয়েছে অন্নভোগ । যেখানে ছিল, সাত রকমের ভাজা, মাছ, সাদা চালের ভাত, পোলাও, শোল মাছ পোড়া এছাড়াও আরও অনেক কিছু । মঙ্গলারতির পরে ফল, মিষ্টি, ক্ষীর দিয়ে দেওয়া হবে শীতল ভোগ । রাতে মন্দির চত্বরে মহাযজ্ঞ হবে । তবে এই যজ্ঞে অংশ নিয়ে পারবেন কেবল মন্দিরের সেবায়েতরা ৷

প্রসঙ্গত, এই কৌশিকী আমাবস্যার দিনে সাধনা করে সিদ্ধিলাভের পর মা তারার দর্শন পেয়েছিলেন সাধক বামদেব । তিনি তারাপীঠ শ্মশানের শ্বেত শিমূলতলায় সাধনা করেছিলেন ৷ সেই থেকেই তারাপীঠে মহা ধুমধাম করে পালিত হয় কৌশিকী আমাবস্যা ৷ দেশ বিদেশ থেকে সাধু-সন্ন্যাসী ও ভক্তরা আসেন তারাপীঠে । ভক্তদের জন্য এদিন সারারাত মন্দির খোলা থাকে ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.