কলকাতা, 5 জানুয়ারি: আবারও অবস্থানের ডাক দিলেন জুনিয়র চিকিৎসকরা । এবার ফের রাতভর অবস্থানের পথে তাঁরা । তারই অংশ হিসাবে ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্টের তরফে আগামী 9 জানুয়ারি একটি মিছিলের ডাক দেওয়া হয়েছে ৷
কলেজ স্কোয়ার থেকে শ্যামবাজার পাঁচমাথা মোড় পর্যন্ত হবে এই মিছিল । বিকেল চারটের সময় কলেজ স্কোয়ারে জমায়েতের কথা বলা হয়েছে । সেখান থেকে মিছিল করে শ্যামবাজার এসে একদিনের জন্য রাতভর অবস্থান চলবে জুনিয়র চিকিৎসকদের । এই অভিযানে জুনিয়র চিকিৎসকদের স্লোগান, 'নতুন বছর দিচ্ছে ডাক, অভয়া বিচার পাক' ।
এছাড়াও আগামী বুধবার সিনিয়র চিকিৎসকদের তরফে ডাকা হয়েছে একটি কনভেনশন । ওয়েস্ট বেঙ্গল ডক্টরস ফোরামের তরফে এই কর্মসূচি করা হবে । সন্ধে 6 টার সময় এই কনভেনশনের ডাক দেওয়া হয়েছে রোটারি সদনে । আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে তরুণী চিকিৎসকের ধর্ষণ ও খুনের ঘটনার ন্যায়বিচার, পাশাপাশি ভয় এবং হুমকির বিরুদ্ধে এই কর্মসূচির ডাক দেওয়া হয়েছে । এই অনুষ্ঠানে সামিল হবেন জুনিয়র চিকিৎসকরাও ।
প্রসঙ্গত, আরজি করের তরুণী চিকিৎসকের ধর্ষণ ও খুনের ঘটনায় একের পর এক চাঞ্চল্যকর তথ্য প্রকাশ্যে আসছে । সামনে এসেছে সিএফএসএল এবং দিল্লি এইমসের চিকিৎসকদের রিপোর্ট । সেই রিপোর্টেই রয়েছে বিস্ফোরক তথ্য । এমনকি সিসিটিভি ফুটেজের সমস্ত তথ্যও প্রকাশ্যে এসেছে । সেই সমস্ত কিছু তদন্ত করছে সিবিআই ।
যদিও সিবিআই আদালতে অভিযুক্ত সঞ্জয় রায়ের দ্রুত সর্বোচ্চ সাজার আবেদন জানিয়েছে । কিন্তু চিকিৎসকদের তরফে বারবার বলা হয়েছে, আরজি করের ঘটনা ঘটানো একজনের পক্ষে সম্ভব নয় । তাই ন্যায়বিচারের জন্য চিকিৎসকদের আন্দোলন চলবে । তারই একটি পদক্ষেপ হিসাবে ফের অবস্থানের পথে জুনিয়র চিকিৎসকরা ৷