বোলপুর, 5 জানুয়ারি: তৃণমূলের উপ-প্রধানের বাড়িতে বোমাবাজির অভিযোগ । খবর পেয়ে ঘটনাস্থলে যায় শান্তিনিকেতন থানার পুলিশ । একটি তাজা বোমাও উদ্ধার হয় । শান্তিনিকেতন থানায় লিখিত অভিযোগ দায়ের করেন তৃণমূলের কংকালীতলা গ্রাম পঞ্চায়েতের উপ-প্রধান মামন শেখ ৷ যদিও নিরাপত্তা পেতে তিনি চক্রান্ত করে এসব করছেন বলে অভিযোগ বিজেপির ৷ একই সুর শোনা গিয়েছে তৃণমূলের কাজল শেখের গলাতেও ৷
প্রসঙ্গত, 1 জানুয়ারি সাংবাদিক বৈঠক করে প্রাণসংশয়ের অভিযোগ করেছিলেন কংকালীতলা গ্রাম পঞ্চায়েতের উপ-প্রধান মহম্মদ ওহিদউদ্দিন ওরফে মামন শেখ । তারপরেই তাঁর লায়েকবাজারের বাড়িতে পড়ল বোমা ৷ উপ-প্রধান মামন শেখ বলেন, "আমি ও আমার পরিবার প্রচণ্ড আতঙ্কের মধ্যে আছি । বাড়িতে এসে বোমা মেরে গিয়েছে ৷ একটা বোমা ফাটেনি ৷ পুলিশকে জানিয়েছি ৷ পুলিশ তদন্ত করুক । দুষ্কৃতীরা ধরা পড়ুক ৷ মালদায় দেখলেন তো গুলি করে দলের নেতা খুন হল ৷ আমিও খুন হয়ে যেতে পারি ।"
বোলপুরের কংকালীতলা গ্রাম পঞ্চায়েত নিয়ে কয়েকমাস ধরেই কাজল-কেষ্ট গোষ্ঠীর ঠান্ডা লড়াই চলছে ৷ 1 জানুয়ারি লায়েকবাজারের দলীয় কার্যালয়ে একটি সাংবাদিক বৈঠক করেন কংকালীতলা গ্রাম পঞ্চায়েতের উপ-প্রধান মামন শেখ । সেখানে তিনি অভিযোগ করেছিলেন, প্রায় 2 মাস ধরে তাঁকে পঞ্চায়েতে ঢুকতে দেওয়া হচ্ছে না ৷ এমনকি, প্রাণনাশের হুমকিও দেওয়া হচ্ছে । এই মর্মে শান্তিনিকেতন থানায় লিখিত অভিযোগও দায়ের করেন মামন ৷
এরপরেই শনিবার রাতে তাঁর লায়েকবাজারের বাড়িতে দুষ্কৃতীরা বোমা মারে বলে অভিযোগ । উপ-প্রধানের বাড়ির সিসি ক্যামেরার ফুটেজে বোমা মারতে দেখা যায় ৷ খবর পেয়েই শান্তিনিকেতন থানার পুলিশ আসে ঘটনাস্থলে । বাড়ির কাছ থেকে একটি তাজা বোমাও উদ্ধার করে পুলিশ । একটি বোমা বিস্ফোরণ হয়েছে । আর একটি বোমা ফাটেনি । ঝোঁপে পড়েছিল ৷
যদিও বিজেপির বীরভূম সাংগঠনিক জেলা সভাপতি ধ্রুব সাহার অভিযোগ, "দলে বড় হনু হতে চায়, তাই নিজেই এই কাণ্ড ঘটিয়েছে । এই মামনের বিরুদ্ধে ভোট পরবর্তী হিংসার অভিযোগ আছে ৷ কে দলের নেতাকে বোম মারতে যাবে ৷ নিরাপত্তারক্ষী পেতে চায় ৷ তাই এসব করছে ।"
প্রায় একই সুর শোনা গিয়েছে বীরভূম জেলা পরিষদের সভাধিপতি ফায়জুল হক ওরফে কাজল শেখের কথায় ৷ তিনি বলেন, "এই পঞ্চায়েতে বহু দুর্নীতির অভিযোগ আছে । সেসব থেকে বাঁচতে নিজেই এসব করেছেন । বোমা মারার অভিযোগ মিথ্যা ৷ নিরাপত্তা পেতে এই মিথ্যা বোমাবাজি ।"
উল্লেখ্য, অনুব্রত মণ্ডলের অনুপস্থিতিতে এই কংকালীতলা গ্রাম পঞ্চায়েতে একাধিক অনুষ্ঠানে এসেছিলেন জেলা পরিষদের সভাধিপতি ফায়জুল হক ওরফে কাজল শেখ । 2 বছর পর গরু পাচার ও আর্থিক তছরুপের মামলায় জামিন পেয়ে অনুব্রত বীরভূমে ফেরেন ৷ তারপরেই কংকালীতলা মন্দিরে পুজো দিতে যান তিনি ৷ মন্দিরের রাস্তা অনুব্রতর ছবিতে ঢেকে দেওয়া হয় ৷ অভিযোগ, তারপর থেকেই কাজল অনুগামীদের রোষানলে পড়েন উপ-প্রধান মামন শেখ ।
প্রসঙ্গত, সদ্য মালদায় তৃণমূল নেতা বাবলা সরকার খুনের ঘটনাকে কেন্দ্র করে উত্তাল রাজ্য ৷ পুলিশি নিষ্ক্রিয়তা নিয়ে সরব হয়েছিলেন স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । তারপরেই অনুব্রতর গড়ে তৃণমূলের উপ-প্রধানের বাড়ি লক্ষ্য করে বোমাবাজির ঘটনা ঘটল ।