ETV Bharat / state

সম্পত্তি নিয়ে বিবাদ ! ক্যানিংয়ে বাবাকে কুপিয়ে খুন ছেলের - Son Killed Father - SON KILLED FATHER

Son Allegedly Killed Father: সম্পত্তি নিয়ে বিবাদ ৷ ক্যানিংয়ে বাবাকে কুপিয়ে খুন করল ছেলে ৷ ঘটনায় মা’কে আটক করে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ ৷

Son Allegedly Killed Father
ক্যানিংয়ে বাবাকে কুপিয়ে খুন ছেলের (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Bangla Team

Published : Sep 6, 2024, 11:13 AM IST

ক্যানিং, 6 সেপ্টেম্বর: বাবাকে কুপিয়ে খুনের অভিযোগ ছেলের বিরুদ্ধে । ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে । মৃতের নাম ইয়ারালি মোল্লা (68) । পুলিশ সূত্রে জানা গিয়েছে, শুক্রবার ভোররাতে ঘটনাটি ঘটেছে দক্ষিণ 24 পরগনার ক্যানিংয়ের কুমারশা পাড়ায় । সম্পত্তি নিয়ে বিবাদের জেরেই বাবাকে কুপিয়েছে ছেলে ৷

রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে ক্যানিং মহকুমা হাসপাতালে নিয়ে এলে ইয়ারালিকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা । এই ঘটনায় অভিযোগের আঙুল ইয়ারালির ছোট ছেলে আজিজুল মোল্লা ওরফে সাহেবের বিরুদ্ধে । ঘটনার পর থেকেই পলাতক অভিযুক্ত । ইয়ারালির স্ত্রী রিজিয়া বিবিকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ ।

পুলিশের প্রাথমিক অনুমান, দীর্ঘদিন ধরেই বাবা ও ছেলের মধ্যে অশান্তি ছিল । মাঝেমধ্যেই সম্পত্তি লিখে দেওয়ার জন্য জোর করত ইয়ারালিকে । সে বিষয়ে রাজি না-হওয়ায় তাঁকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুন করা হয়েছে বলে অনুমান । ঘটনাস্থল থেকে চপার উদ্ধার করেছে পুলিশ । এ বিষয়ে মৃতের এক আত্মীয় জানান, প্রায়ই সম্পত্তি লেখা নিয়ে বাবার-ছেলের মধ্যে গণ্ডগোল হত । প্রায় সময় বাবাকে মারার হুমকি দিত ছোট ছেলে ।

তাঁর অভিযোগ, শুধু ছেলেই নয়, ঘটনায় জড়িত ইয়ারালির স্ত্রী’ও ৷ অভিযুক্ত ছেলেকে সমস্ত রকম সাহায্য করতেন তিনি ৷ ওই আত্মীয় বলেন, ‘‘জায়গা জমি না-লিখে দেওয়ায় গতকাল বাবাকে মুখে হাতে দড়ি বেঁধে, নৃশংসভাবে কুপিয়ে খুন করেছে ছোট ছেলে । আমরা অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তি চাই ৷’’

আরও পড়ুন:

ক্যানিং, 6 সেপ্টেম্বর: বাবাকে কুপিয়ে খুনের অভিযোগ ছেলের বিরুদ্ধে । ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে । মৃতের নাম ইয়ারালি মোল্লা (68) । পুলিশ সূত্রে জানা গিয়েছে, শুক্রবার ভোররাতে ঘটনাটি ঘটেছে দক্ষিণ 24 পরগনার ক্যানিংয়ের কুমারশা পাড়ায় । সম্পত্তি নিয়ে বিবাদের জেরেই বাবাকে কুপিয়েছে ছেলে ৷

রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে ক্যানিং মহকুমা হাসপাতালে নিয়ে এলে ইয়ারালিকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা । এই ঘটনায় অভিযোগের আঙুল ইয়ারালির ছোট ছেলে আজিজুল মোল্লা ওরফে সাহেবের বিরুদ্ধে । ঘটনার পর থেকেই পলাতক অভিযুক্ত । ইয়ারালির স্ত্রী রিজিয়া বিবিকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ ।

পুলিশের প্রাথমিক অনুমান, দীর্ঘদিন ধরেই বাবা ও ছেলের মধ্যে অশান্তি ছিল । মাঝেমধ্যেই সম্পত্তি লিখে দেওয়ার জন্য জোর করত ইয়ারালিকে । সে বিষয়ে রাজি না-হওয়ায় তাঁকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুন করা হয়েছে বলে অনুমান । ঘটনাস্থল থেকে চপার উদ্ধার করেছে পুলিশ । এ বিষয়ে মৃতের এক আত্মীয় জানান, প্রায়ই সম্পত্তি লেখা নিয়ে বাবার-ছেলের মধ্যে গণ্ডগোল হত । প্রায় সময় বাবাকে মারার হুমকি দিত ছোট ছেলে ।

তাঁর অভিযোগ, শুধু ছেলেই নয়, ঘটনায় জড়িত ইয়ারালির স্ত্রী’ও ৷ অভিযুক্ত ছেলেকে সমস্ত রকম সাহায্য করতেন তিনি ৷ ওই আত্মীয় বলেন, ‘‘জায়গা জমি না-লিখে দেওয়ায় গতকাল বাবাকে মুখে হাতে দড়ি বেঁধে, নৃশংসভাবে কুপিয়ে খুন করেছে ছোট ছেলে । আমরা অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তি চাই ৷’’

আরও পড়ুন:

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.