কলকাতা, 19 অগস্ট: আরজিকর হাসপাতালে মহিলা চিকিৎসক পড়ুয়াকে ধর্ষণ ও খুনের ঘটনায় প্রতিবাদে উত্তাল রাজপথ । প্রতিবাদ ছড়িয়েছে সারা রাজ্যে, এমনকি দেশে-বিদেশেও । এবার দীর্ঘদিন বঞ্চিত এসএলএসটি চাকরি প্রার্থীরা প্রতিবাদে শামিল হলেন আরজিকর কাণ্ডের বিচার চেয়ে । নিজেদের নিয়োগের সঙ্গে ধর্ষিত ও খুন হাওয়া মহিলা চিকিৎসকের বিচার চাইলেন তাঁরা ।
নবম থেকে দ্বাদশ মেধাতালিকা ভুক্ত এসএলএসটি চাকরি প্রার্থীদের ধরনা আজ 1250 দিনে পড়ল । বঞ্চিত চাকরি প্রার্থীরা বৃষ্টি-রোদ উপেক্ষা করেই লাগাতার গান্ধি মূর্তির পাদদেশে বসে প্রতিবাদ জানিয়ে যাচ্ছেন । তাঁরা নিজেরা বঞ্চিত হকের চাকরি থেকে । এ দিন পোস্টারে তাঁরা লিখেছেন ও দাবি করেছেন, তাঁদের মেধা একইভাবে দিনের পর দিন ধরে ধর্ষিত হচ্ছে ।
এ দিন প্রতিবাদীরা স্লোগান তোলেন, ‘‘সকল মেধার একই স্বর জাস্টিস ফর আরজি কর । মেধার মৃত্যু অব্যাহত, প্রতিনিয়ত দিচ্ছে ক্ষত, আরজি করের জবাব চাই সঙ্গে মোদের নিয়োগ চাই ।’’ পাশাপশি এ দিন পোস্টার লিখে আনেন, ‘‘রক্ত যখন এই প্রাণে, বিচার চাই এই ক্ষণে ।’’ একটি প্রতিকী চিকিৎসকের সাদা আপ্রন ও টেথোস্কোপ রাখেন । সঙ্গে সামনে ছিল মোমবাতি । আজ রাখি উৎসব । সেই জন্য শোকের আবহে রংবেরঙের সুন্দর নয়, একদম কালো ব্যান হাতে রাখি হিসেবে একে অপরের হাতে বেঁধে দেন ।
এ দিন এসএলএসটি বঞ্চিত চাকরিপ্রার্থী অভিষেক সেন বলেন, ‘‘আজকের এই প্রতিবাদ রাজ্যের বুকে আরজি করে ঘটা ন্যাক্কারজনক ঘটনার প্রতিবাদ । দুর্বিষহ পরিস্থিতি তৈরি হয়েছে, তার বিরুদ্ধে বিক্ষোভ প্রতিবাদ । একজন ডাক্তারকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে । একই ভাবে 1250 দিন ধরে আমাদের মেধা এই ভাবেই ধর্ষিত হয়ে চলেছে । মাননীয়া নীরব । তাঁর কানে আমাদের আর্তনাদ পৌছয় না । ফলে যোগ্য মেধাবীদের দিনের পর দিন রাস্তায় বসে থাকতে হয় ।’’
আরেক বঞ্চিত চাকরি প্রার্থী রাসমনি পাত্র বলেন, ‘‘আমরা দীর্ঘদিন ধরে পথে রয়েছি । সরকারের তরফে কোনও সহযোগিতা নেই । আমাদের নিয়োগ নেই এখনও । 1250 দিন ধরে আমাদের মেধা ধর্ষিত বঞ্চিত হচ্ছে । মুখ্যমন্ত্রী কোনও পদক্ষেপ করছেন না । আরজি করের ঘটনা অত্যন্ত বেদনাদায়ক । প্রত্যেকে প্রতিবাদ করছি । আমাদের দাবি, দ্রুত যেন এর বিচার হয়, দোষীদের কঠিন শাস্তি হোক । আমরা যারা এতদিন রাস্তায় বসে মেধাবী যোগ্য হয়ে দ্রুত নিয়োগ পাই । উই ওয়ান্ট জাস্টিস ।’’