ETV Bharat / state

আরজি করের ঘটনার বিচার চেয়ে প্রতিবাদে সামিল বঞ্চিত চাকরি প্রার্থীরাও - RG Kar Doctor Rape and Murder - RG KAR DOCTOR RAPE AND MURDER

SLST Job Aspirants Protest on RG Kar Doctor Rape and Murder: 1250 দিন ধরে নিয়োগের দাবিতে আন্দোলন করছেন এসএলএসটি চাকরিপ্রার্থীরা ৷ সোমবার তাঁরা আরজি করের ঘটনার প্রতিবাদেও সামিল হলেন ৷ নিজেদের ধরনা মঞ্চ থেকেই তাঁরা স্লোগান তুললেন, ‘আরজিকরের জবাব চাই, সঙ্গে মোদের নিয়োগ চাই’ ৷

SLST Job Aspirants Protest on RG Kar Doctor Rape and Murder
আরজি করের ঘটনার বিচার চেয়ে প্রতিবাদে সামিল বঞ্চিত চাকরি প্রার্থীরাও (নিজস্ব চিত্র)
author img

By ETV Bharat Bangla Team

Published : Aug 19, 2024, 5:21 PM IST

কলকাতা, 19 অগস্ট: আরজিকর হাসপাতালে মহিলা চিকিৎসক পড়ুয়াকে ধর্ষণ ও খুনের ঘটনায় প্রতিবাদে উত্তাল রাজপথ । প্রতিবাদ ছড়িয়েছে সারা রাজ্যে, এমনকি দেশে-বিদেশেও । এবার দীর্ঘদিন বঞ্চিত এসএলএসটি চাকরি প্রার্থীরা প্রতিবাদে শামিল হলেন আরজিকর কাণ্ডের বিচার চেয়ে । নিজেদের নিয়োগের সঙ্গে ধর্ষিত ও খুন হাওয়া মহিলা চিকিৎসকের বিচার চাইলেন তাঁরা ।

আরজি করের ঘটনার বিচার চেয়ে প্রতিবাদে সামিল বঞ্চিত চাকরি প্রার্থীরাও (ইটিভি ভারত)

নবম থেকে দ্বাদশ মেধাতালিকা ভুক্ত এসএলএসটি চাকরি প্রার্থীদের ধরনা আজ 1250 দিনে পড়ল । বঞ্চিত চাকরি প্রার্থীরা বৃষ্টি-রোদ উপেক্ষা করেই লাগাতার গান্ধি মূর্তির পাদদেশে বসে প্রতিবাদ জানিয়ে যাচ্ছেন । তাঁরা নিজেরা বঞ্চিত হকের চাকরি থেকে । এ দিন পোস্টারে তাঁরা লিখেছেন ও দাবি করেছেন, তাঁদের মেধা একইভাবে দিনের পর দিন ধরে ধর্ষিত হচ্ছে ।

SLST Job Aspirants Protest on RG Kar Doctor Rape and Murder
আরজি করের ঘটনার বিচার চেয়ে প্রতিবাদে সামিল বঞ্চিত চাকরি প্রার্থীরাও (নিজস্ব চিত্র)

এ দিন প্রতিবাদীরা স্লোগান তোলেন, ‘‘সকল মেধার একই স্বর জাস্টিস ফর আরজি কর । মেধার মৃত্যু অব্যাহত, প্রতিনিয়ত দিচ্ছে ক্ষত, আরজি করের জবাব চাই সঙ্গে মোদের নিয়োগ চাই ।’’ পাশাপশি এ দিন পোস্টার লিখে আনেন, ‘‘রক্ত যখন এই প্রাণে, বিচার চাই এই ক্ষণে ।’’ একটি প্রতিকী চিকিৎসকের সাদা আপ্রন ও টেথোস্কোপ রাখেন । সঙ্গে সামনে ছিল মোমবাতি । আজ রাখি উৎসব । সেই জন্য শোকের আবহে রংবেরঙের সুন্দর নয়, একদম কালো ব্যান হাতে রাখি হিসেবে একে অপরের হাতে বেঁধে দেন ।

SLST Job Aspirants Protest on RG Kar Doctor Rape and Murder
আরজি করের ঘটনার বিচার চেয়ে প্রতিবাদে সামিল বঞ্চিত চাকরি প্রার্থীরাও (নিজস্ব চিত্র)

এ দিন এসএলএসটি বঞ্চিত চাকরিপ্রার্থী অভিষেক সেন বলেন, ‘‘আজকের এই প্রতিবাদ রাজ্যের বুকে আরজি করে ঘটা ন্যাক্কারজনক ঘটনার প্রতিবাদ । দুর্বিষহ পরিস্থিতি তৈরি হয়েছে, তার বিরুদ্ধে বিক্ষোভ প্রতিবাদ । একজন ডাক্তারকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে । একই ভাবে 1250 দিন ধরে আমাদের মেধা এই ভাবেই ধর্ষিত হয়ে চলেছে । মাননীয়া নীরব । তাঁর কানে আমাদের আর্তনাদ পৌছয় না । ফলে যোগ্য মেধাবীদের দিনের পর দিন রাস্তায় বসে থাকতে হয় ।’’

SLST Job Aspirants Protest on RG Kar Doctor Rape and Murder
আরজি করের ঘটনার বিচার চেয়ে প্রতিবাদে সামিল বঞ্চিত চাকরি প্রার্থীরাও (নিজস্ব চিত্র)

আরেক বঞ্চিত চাকরি প্রার্থী রাসমনি পাত্র বলেন, ‘‘আমরা দীর্ঘদিন ধরে পথে রয়েছি । সরকারের তরফে কোনও সহযোগিতা নেই । আমাদের নিয়োগ নেই এখনও । 1250 দিন ধরে আমাদের মেধা ধর্ষিত বঞ্চিত হচ্ছে । মুখ্যমন্ত্রী কোনও পদক্ষেপ করছেন না । আরজি করের ঘটনা অত্যন্ত বেদনাদায়ক । প্রত্যেকে প্রতিবাদ করছি । আমাদের দাবি, দ্রুত যেন এর বিচার হয়, দোষীদের কঠিন শাস্তি হোক । আমরা যারা এতদিন রাস্তায় বসে মেধাবী যোগ্য হয়ে দ্রুত নিয়োগ পাই । উই ওয়ান্ট জাস্টিস ।’’

কলকাতা, 19 অগস্ট: আরজিকর হাসপাতালে মহিলা চিকিৎসক পড়ুয়াকে ধর্ষণ ও খুনের ঘটনায় প্রতিবাদে উত্তাল রাজপথ । প্রতিবাদ ছড়িয়েছে সারা রাজ্যে, এমনকি দেশে-বিদেশেও । এবার দীর্ঘদিন বঞ্চিত এসএলএসটি চাকরি প্রার্থীরা প্রতিবাদে শামিল হলেন আরজিকর কাণ্ডের বিচার চেয়ে । নিজেদের নিয়োগের সঙ্গে ধর্ষিত ও খুন হাওয়া মহিলা চিকিৎসকের বিচার চাইলেন তাঁরা ।

আরজি করের ঘটনার বিচার চেয়ে প্রতিবাদে সামিল বঞ্চিত চাকরি প্রার্থীরাও (ইটিভি ভারত)

নবম থেকে দ্বাদশ মেধাতালিকা ভুক্ত এসএলএসটি চাকরি প্রার্থীদের ধরনা আজ 1250 দিনে পড়ল । বঞ্চিত চাকরি প্রার্থীরা বৃষ্টি-রোদ উপেক্ষা করেই লাগাতার গান্ধি মূর্তির পাদদেশে বসে প্রতিবাদ জানিয়ে যাচ্ছেন । তাঁরা নিজেরা বঞ্চিত হকের চাকরি থেকে । এ দিন পোস্টারে তাঁরা লিখেছেন ও দাবি করেছেন, তাঁদের মেধা একইভাবে দিনের পর দিন ধরে ধর্ষিত হচ্ছে ।

SLST Job Aspirants Protest on RG Kar Doctor Rape and Murder
আরজি করের ঘটনার বিচার চেয়ে প্রতিবাদে সামিল বঞ্চিত চাকরি প্রার্থীরাও (নিজস্ব চিত্র)

এ দিন প্রতিবাদীরা স্লোগান তোলেন, ‘‘সকল মেধার একই স্বর জাস্টিস ফর আরজি কর । মেধার মৃত্যু অব্যাহত, প্রতিনিয়ত দিচ্ছে ক্ষত, আরজি করের জবাব চাই সঙ্গে মোদের নিয়োগ চাই ।’’ পাশাপশি এ দিন পোস্টার লিখে আনেন, ‘‘রক্ত যখন এই প্রাণে, বিচার চাই এই ক্ষণে ।’’ একটি প্রতিকী চিকিৎসকের সাদা আপ্রন ও টেথোস্কোপ রাখেন । সঙ্গে সামনে ছিল মোমবাতি । আজ রাখি উৎসব । সেই জন্য শোকের আবহে রংবেরঙের সুন্দর নয়, একদম কালো ব্যান হাতে রাখি হিসেবে একে অপরের হাতে বেঁধে দেন ।

SLST Job Aspirants Protest on RG Kar Doctor Rape and Murder
আরজি করের ঘটনার বিচার চেয়ে প্রতিবাদে সামিল বঞ্চিত চাকরি প্রার্থীরাও (নিজস্ব চিত্র)

এ দিন এসএলএসটি বঞ্চিত চাকরিপ্রার্থী অভিষেক সেন বলেন, ‘‘আজকের এই প্রতিবাদ রাজ্যের বুকে আরজি করে ঘটা ন্যাক্কারজনক ঘটনার প্রতিবাদ । দুর্বিষহ পরিস্থিতি তৈরি হয়েছে, তার বিরুদ্ধে বিক্ষোভ প্রতিবাদ । একজন ডাক্তারকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে । একই ভাবে 1250 দিন ধরে আমাদের মেধা এই ভাবেই ধর্ষিত হয়ে চলেছে । মাননীয়া নীরব । তাঁর কানে আমাদের আর্তনাদ পৌছয় না । ফলে যোগ্য মেধাবীদের দিনের পর দিন রাস্তায় বসে থাকতে হয় ।’’

SLST Job Aspirants Protest on RG Kar Doctor Rape and Murder
আরজি করের ঘটনার বিচার চেয়ে প্রতিবাদে সামিল বঞ্চিত চাকরি প্রার্থীরাও (নিজস্ব চিত্র)

আরেক বঞ্চিত চাকরি প্রার্থী রাসমনি পাত্র বলেন, ‘‘আমরা দীর্ঘদিন ধরে পথে রয়েছি । সরকারের তরফে কোনও সহযোগিতা নেই । আমাদের নিয়োগ নেই এখনও । 1250 দিন ধরে আমাদের মেধা ধর্ষিত বঞ্চিত হচ্ছে । মুখ্যমন্ত্রী কোনও পদক্ষেপ করছেন না । আরজি করের ঘটনা অত্যন্ত বেদনাদায়ক । প্রত্যেকে প্রতিবাদ করছি । আমাদের দাবি, দ্রুত যেন এর বিচার হয়, দোষীদের কঠিন শাস্তি হোক । আমরা যারা এতদিন রাস্তায় বসে মেধাবী যোগ্য হয়ে দ্রুত নিয়োগ পাই । উই ওয়ান্ট জাস্টিস ।’’

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.