ETV Bharat / state

মন্দারমণির সমুদ্রে তলিয়ে গেলেন 6 পর্যটক, মৃত 2 - Tourists drown on Mandarmani Sea - TOURISTS DROWN ON MANDARMANI SEA

Mandarmani Sea Beach: মন্দারমণিতে সমুদ্রে স্নানে নেমে তলিয়ে গেলেন 6 পর্যটক ৷ পাঁচজনকে উদ্ধার করা হয়েছে ৷ এঁদের মধ্যে মৃত্যু হয়েছে দু'জনের ৷ একজন এখনও নিখোঁজ ৷

Tourists drowned
মন্দারমণিতে ডুবে মৃত্যু পর্যটকদের (ফাইল চিত্র)
author img

By ETV Bharat Bangla Team

Published : Jul 16, 2024, 2:50 PM IST

Updated : Jul 16, 2024, 3:04 PM IST

মন্দারমণি, 16 জুলাই: সমুদ্রে স্নানে নেমে মন্দারমণির বিচে তলিয়ে গেলেন 6 পর্যটক । তাঁদের মধ্যে পাঁচজনকে উদ্ধার করা সম্ভব হয়েছে । তবে তার মধ্যে মৃত্যু হয়েছে দু'জনের । একজন এখনও নিখোঁজ। প্রশাসনের তরফ থেকে তাঁর খোঁজে তাল্লাশি চলছে । মঙ্গলবার সকালের দিকে ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুর জেলার মন্দারমণি সমুদ্র সৈকতে ৷ উদ্ধার হওয়া পাঁচজনই পুরুষ ৷ যিনি নিখোঁজ তাঁর পরিচয় এখনও জানা যায়নি ৷

মন্দারমণির সমুদ্রে তলিয়ে গেলেন 6 পর্যটক (ইটিভি ভারত)

পুলিশের তরফে জানা গিয়েছে, তলিয়ে যাওয়া ছ'জনই পর্যটক ৷ তাঁরা সম্পর্কে বন্ধু ৷ তাঁরা বর্ধমান থেকে মন্দারমণিতে ঘুরতে এসেছিলেন । মঙ্গলবার সকালে বন্ধুরা মিলে মন্দারমণিতে সমুদ্র স্নানে নামেন । সেসময় ছ'জন পর্যটক সমুদ্রের ঢেউয়ে তলিয়ে যান । সমুদ্রে সৈকতে থাকা কর্মরত নুলিয়ারা তাঁদের তলিয়ে যেতে দেখতে পান ৷ তখন তাঁরাই জলে নেমে ছ'জনকে উদ্ধার করার চেষ্টা করেন ।

ঘটনায় পুলিশকে খবর দেওয়া হয় ৷ সেখানে আসে মন্দারমণি কোস্টাল থানার পুলিশ ৷ তাদের তত্ত্বাবধানে সমুদ্র থেকে কোনওরকমে পাঁচজনকে উদ্ধার করেন নুলিয়ারা ৷ ওই পাঁচজন পর্যটককে উদ্ধার করে বলরাম কুয়া হাসপাতালে পাঠানো হয় । সেখানেই দু'জনকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসক ৷ তাঁদের দেহগুলি ময়নাতদন্তের জন্য কাঁথি মহকুমা হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করে পুলিশ । বলরাম কুয়া হাসপাতালে তিনজন এখনও চিকিৎসারত রয়েছেন ৷ তাঁদের অবস্থা আশঙ্কাজনক বলে জানা যাচ্ছে ৷

তবে এই পর্যটকেরা কবে মন্দারমণি এসেছিলেন ৷ তাঁদের সঙ্গে আর কে কে ছিলেন, সে সম্পর্কে কোনও তথ্যে এখনও পুলিশের হাতে আসেনি । তবে তদন্ত শুরু হয়েছে । পুলিশ 6 জনেরই পরিচয় জানার চেষ্টা করছে ৷ ওই সমস্ত পর্যটকদের পরিচয় মিললেই পুলিশ তাঁদের বাড়িতে খবর দেবে ৷ ময়নাতদন্তের পর দেহও পরিবারের হাতে তুলে দেওয়া হবে ৷

মন্দারমণি, 16 জুলাই: সমুদ্রে স্নানে নেমে মন্দারমণির বিচে তলিয়ে গেলেন 6 পর্যটক । তাঁদের মধ্যে পাঁচজনকে উদ্ধার করা সম্ভব হয়েছে । তবে তার মধ্যে মৃত্যু হয়েছে দু'জনের । একজন এখনও নিখোঁজ। প্রশাসনের তরফ থেকে তাঁর খোঁজে তাল্লাশি চলছে । মঙ্গলবার সকালের দিকে ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুর জেলার মন্দারমণি সমুদ্র সৈকতে ৷ উদ্ধার হওয়া পাঁচজনই পুরুষ ৷ যিনি নিখোঁজ তাঁর পরিচয় এখনও জানা যায়নি ৷

মন্দারমণির সমুদ্রে তলিয়ে গেলেন 6 পর্যটক (ইটিভি ভারত)

পুলিশের তরফে জানা গিয়েছে, তলিয়ে যাওয়া ছ'জনই পর্যটক ৷ তাঁরা সম্পর্কে বন্ধু ৷ তাঁরা বর্ধমান থেকে মন্দারমণিতে ঘুরতে এসেছিলেন । মঙ্গলবার সকালে বন্ধুরা মিলে মন্দারমণিতে সমুদ্র স্নানে নামেন । সেসময় ছ'জন পর্যটক সমুদ্রের ঢেউয়ে তলিয়ে যান । সমুদ্রে সৈকতে থাকা কর্মরত নুলিয়ারা তাঁদের তলিয়ে যেতে দেখতে পান ৷ তখন তাঁরাই জলে নেমে ছ'জনকে উদ্ধার করার চেষ্টা করেন ।

ঘটনায় পুলিশকে খবর দেওয়া হয় ৷ সেখানে আসে মন্দারমণি কোস্টাল থানার পুলিশ ৷ তাদের তত্ত্বাবধানে সমুদ্র থেকে কোনওরকমে পাঁচজনকে উদ্ধার করেন নুলিয়ারা ৷ ওই পাঁচজন পর্যটককে উদ্ধার করে বলরাম কুয়া হাসপাতালে পাঠানো হয় । সেখানেই দু'জনকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসক ৷ তাঁদের দেহগুলি ময়নাতদন্তের জন্য কাঁথি মহকুমা হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করে পুলিশ । বলরাম কুয়া হাসপাতালে তিনজন এখনও চিকিৎসারত রয়েছেন ৷ তাঁদের অবস্থা আশঙ্কাজনক বলে জানা যাচ্ছে ৷

তবে এই পর্যটকেরা কবে মন্দারমণি এসেছিলেন ৷ তাঁদের সঙ্গে আর কে কে ছিলেন, সে সম্পর্কে কোনও তথ্যে এখনও পুলিশের হাতে আসেনি । তবে তদন্ত শুরু হয়েছে । পুলিশ 6 জনেরই পরিচয় জানার চেষ্টা করছে ৷ ওই সমস্ত পর্যটকদের পরিচয় মিললেই পুলিশ তাঁদের বাড়িতে খবর দেবে ৷ ময়নাতদন্তের পর দেহও পরিবারের হাতে তুলে দেওয়া হবে ৷

Last Updated : Jul 16, 2024, 3:04 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.