ETV Bharat / state

তৃণমূল বিধায়ক তথা চিকিৎসক সুদীপ্ত রায়ের বাংলোয় ইডি'র হানা - ED conducts searches in Kolkata

author img

By ETV Bharat Bangla Team

Published : Sep 17, 2024, 9:29 AM IST

Updated : Sep 17, 2024, 10:04 AM IST

ED Raids in Doctor Sudipto Roy's Bungalow: শ্রীরামপুর বিধায়ক সুদীপ্ত রায়ের বাংলোতে ইডি হানা । দাদপুর থানার অন্তর্গত বাবনানের হরিপুরে বাংলো তৈরি করেছিলেন চিকিৎসক সুদীপ্ত রায় । আরজি কর কাণ্ডের তদন্তে এই তল্লাশি ৷

ED Raids in Doctor Sudiptao Roy's Bungalow
তৃণমূল বিধায়ক তথা চিকিৎসক সুদীপ্ত রায় (নিজস্ব চিত্র)

দাদপুর, 17 সেপ্টেম্বর: শ্রীরামপুর বিধায়ক সুদীপ্ত রায়ের বাংলোতে ইডি হানা । দাদপুর থানার অন্তর্গত দাঁড়পুর গ্রামে বাংলো তৈরি করেছিলেন চিকিৎসক সুদীপ্ত রায় । মঙ্গলবার সকাল 8 টায় সেই বাংলো ঘিরে ফেলেন ইডির আধিকারিক ও কেন্দ্রীয় বাহিনী ৷ এরপর বেলা 11.30টা পর্যন্ত চলে তল্লাশি । যদিও সাড়ে 3 ঘণ্টার সেই তল্লাশিতে কোনও কিছু পায়নি বলে জানান বাংলোর কেয়ারটেকার দিলীপ ঘোষ ৷

সুদীপ্ত রায়ের বাংলোয় ইডি'র হানা (ইটিভি ভারত)

তিনি বলেন, "ওরা চাবি নিয়ে এসেছিল । ঘর, আলমারি-সহ বিভিন্ন জায়গায় তল্লাশি করে দেখেছে । কিছু পায়নি । টাকা বা কাগজপত্র কিছুই নিয়ে যায়নি । চার বছর ধরে কাজ করছি । সব কিছুই দেখেছে ওরা । পরে বেরিয়ে যায়।" কালো রঙের গেটে লেখা বসু রায় । গেটের ভিতরে প্রবেশ করতেই বড় দালান ৷ তারপর বড় বাংলো । এর আগে কলকাতায় তাঁর ফ্ল্যাটে তল্লাশি চালায় ইডি ।

এদিন সকালে হুগলিতে তাঁর বাংলোয় ইডির আধিকারিকরা তল্লাশি শুরু করতেই ছুটে আসেন স্থানীয়রা ৷ এই ঘটনায় হতবাক হয়ে যান তাঁরা । স্থানীয় বাসিন্দা গণেশ ঘোষ বলেন, "সুদীপ্ত রায় এই বাংলোর মালিক । প্রথমে শুনেছিলাম চিকিৎসার জন্য হাসপাতাল তৈরি করা হবে ৷ কিন্তু কিছুই হয়নি । বিধায়ক মাঝেমধ্যেই আসতেন । একসঙ্গে একাধিক গাড়ি ঢুকত । বিভিন্ন অনুষ্ঠানে এখানে আসতেন তাঁরা । যদিও উনি থাকতে কোনও উপকার হয়নি আমাদের ।"

আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে আর্থিক দুর্নীতির মামলায় ইতিমধ্যেই প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে গ্রেফতার করেছে ইডি ৷ দফায় দফায় তাঁকে জিজ্ঞাসাবাদও করা হয়েছে ৷ সেই সূত্র ধরেই কয়েকদিন আগে সন্দীপ ঘনিষ্ঠ প্রসূন চট্টোপাধ্যায়কে সিজিও কমপ্লেক্সে ডেকে পাঠায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ৷ এবার তাদের স্ক্যানারে আরজি করের রোগী কল্যাণ সমিতির প্রাক্তন চেয়ারম্যান সুদীপ্ত রায় ৷ এদিন সকাল থেকেই রাজ্যের 6 জায়গায় তল্লাশি অভিযান শুরু করে ইডি ৷ তল্লাশি চালানো হয় তৃণমূল বিধায়কের উত্তর কলকাতার বাড়ি ও নার্সিংহোমেও ৷

গত বৃহস্পতিবার সিঁথির মোড়ের কাছে বিটি রোডের ধারে তাঁর বাড়িতে হানা দিয়েছিল সিবিআই । সেদিনও দীর্ঘক্ষণ ধরে চলে তল্লাশি অভিযান । এবার আর্থিক দূর্নীতির মামলায় তাঁর আতশ কাঁচে তলায় রেখেছেন ইডি-র আধিকারীকরা ৷ আরজি করের প্রাক্তন ডেপুটি সুপার আখতার আলি যাঁদের বিরুদ্ধে অভিযোগ করেছিলেন, সেই তালিকায় নাম রয়েছে তৃণমূলের এই বিধায়ক চিকিৎসকের ৷ মূলত, আর্থিক দূর্নীতির মামলায় সন্দীপের সঙ্গে সুদীপ্তর কতটা যোগ রয়েছে ? তা খুঁজে বের করতেই এদিনের এই তল্লাশি বলে মনে করা হচ্ছে ৷

দাদপুর, 17 সেপ্টেম্বর: শ্রীরামপুর বিধায়ক সুদীপ্ত রায়ের বাংলোতে ইডি হানা । দাদপুর থানার অন্তর্গত দাঁড়পুর গ্রামে বাংলো তৈরি করেছিলেন চিকিৎসক সুদীপ্ত রায় । মঙ্গলবার সকাল 8 টায় সেই বাংলো ঘিরে ফেলেন ইডির আধিকারিক ও কেন্দ্রীয় বাহিনী ৷ এরপর বেলা 11.30টা পর্যন্ত চলে তল্লাশি । যদিও সাড়ে 3 ঘণ্টার সেই তল্লাশিতে কোনও কিছু পায়নি বলে জানান বাংলোর কেয়ারটেকার দিলীপ ঘোষ ৷

সুদীপ্ত রায়ের বাংলোয় ইডি'র হানা (ইটিভি ভারত)

তিনি বলেন, "ওরা চাবি নিয়ে এসেছিল । ঘর, আলমারি-সহ বিভিন্ন জায়গায় তল্লাশি করে দেখেছে । কিছু পায়নি । টাকা বা কাগজপত্র কিছুই নিয়ে যায়নি । চার বছর ধরে কাজ করছি । সব কিছুই দেখেছে ওরা । পরে বেরিয়ে যায়।" কালো রঙের গেটে লেখা বসু রায় । গেটের ভিতরে প্রবেশ করতেই বড় দালান ৷ তারপর বড় বাংলো । এর আগে কলকাতায় তাঁর ফ্ল্যাটে তল্লাশি চালায় ইডি ।

এদিন সকালে হুগলিতে তাঁর বাংলোয় ইডির আধিকারিকরা তল্লাশি শুরু করতেই ছুটে আসেন স্থানীয়রা ৷ এই ঘটনায় হতবাক হয়ে যান তাঁরা । স্থানীয় বাসিন্দা গণেশ ঘোষ বলেন, "সুদীপ্ত রায় এই বাংলোর মালিক । প্রথমে শুনেছিলাম চিকিৎসার জন্য হাসপাতাল তৈরি করা হবে ৷ কিন্তু কিছুই হয়নি । বিধায়ক মাঝেমধ্যেই আসতেন । একসঙ্গে একাধিক গাড়ি ঢুকত । বিভিন্ন অনুষ্ঠানে এখানে আসতেন তাঁরা । যদিও উনি থাকতে কোনও উপকার হয়নি আমাদের ।"

আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে আর্থিক দুর্নীতির মামলায় ইতিমধ্যেই প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে গ্রেফতার করেছে ইডি ৷ দফায় দফায় তাঁকে জিজ্ঞাসাবাদও করা হয়েছে ৷ সেই সূত্র ধরেই কয়েকদিন আগে সন্দীপ ঘনিষ্ঠ প্রসূন চট্টোপাধ্যায়কে সিজিও কমপ্লেক্সে ডেকে পাঠায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ৷ এবার তাদের স্ক্যানারে আরজি করের রোগী কল্যাণ সমিতির প্রাক্তন চেয়ারম্যান সুদীপ্ত রায় ৷ এদিন সকাল থেকেই রাজ্যের 6 জায়গায় তল্লাশি অভিযান শুরু করে ইডি ৷ তল্লাশি চালানো হয় তৃণমূল বিধায়কের উত্তর কলকাতার বাড়ি ও নার্সিংহোমেও ৷

গত বৃহস্পতিবার সিঁথির মোড়ের কাছে বিটি রোডের ধারে তাঁর বাড়িতে হানা দিয়েছিল সিবিআই । সেদিনও দীর্ঘক্ষণ ধরে চলে তল্লাশি অভিযান । এবার আর্থিক দূর্নীতির মামলায় তাঁর আতশ কাঁচে তলায় রেখেছেন ইডি-র আধিকারীকরা ৷ আরজি করের প্রাক্তন ডেপুটি সুপার আখতার আলি যাঁদের বিরুদ্ধে অভিযোগ করেছিলেন, সেই তালিকায় নাম রয়েছে তৃণমূলের এই বিধায়ক চিকিৎসকের ৷ মূলত, আর্থিক দূর্নীতির মামলায় সন্দীপের সঙ্গে সুদীপ্তর কতটা যোগ রয়েছে ? তা খুঁজে বের করতেই এদিনের এই তল্লাশি বলে মনে করা হচ্ছে ৷

Last Updated : Sep 17, 2024, 10:04 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.