ETV Bharat / bharat

বাজির গুদামে ভয়াবহ বিস্ফোরণ, এক শিশু-সহ মৃত 4, আহত 6 - Explosion at Firecracker Factory - EXPLOSION AT FIRECRACKER FACTORY

FIROZABAD EXPLOSION: উত্তরপ্রদেশের ফিরোজাদাবাদে এক বাজির গুদামে বিস্ফোরণ ৷ ঘটনায় 4 জনের মৃত্যু হয়েছে ৷ মৃতদের মধ্যে শিশু ও মহিলা রয়েছেন ৷ আহত হয়েছেন আরও 6 জন ৷ ঘটনার তদন্ত করছে পুলিশ ৷

FIROZABAD EXPLOSION
উত্তরপ্রদেশে বাজির গুদামে ভয়াবহ বিস্ফোরণ (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Bangla Team

Published : Sep 17, 2024, 9:02 AM IST

ফিরোজাবাদ, 17 সেপ্টেম্বর: বাজির গুদামে ভয়াবহ বিস্ফোরণ ৷ বিকট আওয়াজে ধসে পড়ল বাড়ি ৷ ধ্বংসস্তূপের নীচে চাপা পড়ে মৃত্যু এক শিশু-সহ 4 জনের ৷ আহত আরও 6 জন ৷ সোমবার রাতে বাজির গুদামে বিস্ফোরণের ঘটনাটি ঘটে উত্তরপ্রদেশের ফিরোজাবাদের নউশেরায় ৷

জানা গিয়েছে, এদিন রাত 10টা নাগাদ ওই বাজির গুদামে কোনও কারণে আগুন লেগে যায় ৷ কিছুক্ষণের মধ্যে সম্পূর্ণ গুদামে ছড়িয়ে পড়ে আগুনের লেলিহান শিখা ৷ আগুন লাগার কারণেই বিস্ফোরণ ঘটে ওই গুদামে ৷ বিস্ফোরণে তীব্রতা এতটাই বেশি ছিল যে, ধসে পড়ে আশেপাশের বাড়ি ৷ ধ্বংসস্তূপের নীচে চাপা পড়ে যান বহু মানুষ ৷

খবর পেয়ে কিছুক্ষণের মধ্যেই ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ ও দমকল বাহিনী ৷ পৌঁছন আগ্রার আইজি দীপক কুমার ও পুলিশের বাকি শীর্ষকর্তারা ৷ শুরু হয় উদ্ধারকাজ ৷ ধ্বংসস্তূপ সরিয়ে 10 জনকে উদ্ধার করা হয় ৷ আশঙ্কাজনক অবস্থায় স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাঁদের ৷ সেখানেই মৃত্যু হয় 4 জনের ৷ বাকি 6 জনের অবস্থাও আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা ৷ মৃতদের মধ্যে 3 বছরের এক শিশু কন্যা রয়েছে বলে জানিয়েছে পুলিশ ৷ বাকিরা হলেন, মীরা দেবী (52), গৌতম (16) এবং আমান (26) ৷

ঘটনা প্রসঙ্গে আইজি দীপক কুমার জানান, এলাকার বাইরে বাজির এই গুদাম তৈরির অনুমতি নেওয়া হয়েছিল ৷ কিন্তু কোনও নিয়মের তোয়াক্কা না করেই, বে-আইনিভাবে এলাকার একটি বাড়ি ভাড়া নিয়ে রাখা হয়েছিল বিপুল সংখ্যক বাজি ৷ ঘটনার তদন্ত শুরু করা হয়েছে ৷ দোষীদের বিরুদ্ধে কড়া শাস্তি নেওয়া হবে বলে জানান তিনি ৷

ফিরোজাবাদ, 17 সেপ্টেম্বর: বাজির গুদামে ভয়াবহ বিস্ফোরণ ৷ বিকট আওয়াজে ধসে পড়ল বাড়ি ৷ ধ্বংসস্তূপের নীচে চাপা পড়ে মৃত্যু এক শিশু-সহ 4 জনের ৷ আহত আরও 6 জন ৷ সোমবার রাতে বাজির গুদামে বিস্ফোরণের ঘটনাটি ঘটে উত্তরপ্রদেশের ফিরোজাবাদের নউশেরায় ৷

জানা গিয়েছে, এদিন রাত 10টা নাগাদ ওই বাজির গুদামে কোনও কারণে আগুন লেগে যায় ৷ কিছুক্ষণের মধ্যে সম্পূর্ণ গুদামে ছড়িয়ে পড়ে আগুনের লেলিহান শিখা ৷ আগুন লাগার কারণেই বিস্ফোরণ ঘটে ওই গুদামে ৷ বিস্ফোরণে তীব্রতা এতটাই বেশি ছিল যে, ধসে পড়ে আশেপাশের বাড়ি ৷ ধ্বংসস্তূপের নীচে চাপা পড়ে যান বহু মানুষ ৷

খবর পেয়ে কিছুক্ষণের মধ্যেই ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ ও দমকল বাহিনী ৷ পৌঁছন আগ্রার আইজি দীপক কুমার ও পুলিশের বাকি শীর্ষকর্তারা ৷ শুরু হয় উদ্ধারকাজ ৷ ধ্বংসস্তূপ সরিয়ে 10 জনকে উদ্ধার করা হয় ৷ আশঙ্কাজনক অবস্থায় স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাঁদের ৷ সেখানেই মৃত্যু হয় 4 জনের ৷ বাকি 6 জনের অবস্থাও আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা ৷ মৃতদের মধ্যে 3 বছরের এক শিশু কন্যা রয়েছে বলে জানিয়েছে পুলিশ ৷ বাকিরা হলেন, মীরা দেবী (52), গৌতম (16) এবং আমান (26) ৷

ঘটনা প্রসঙ্গে আইজি দীপক কুমার জানান, এলাকার বাইরে বাজির এই গুদাম তৈরির অনুমতি নেওয়া হয়েছিল ৷ কিন্তু কোনও নিয়মের তোয়াক্কা না করেই, বে-আইনিভাবে এলাকার একটি বাড়ি ভাড়া নিয়ে রাখা হয়েছিল বিপুল সংখ্যক বাজি ৷ ঘটনার তদন্ত শুরু করা হয়েছে ৷ দোষীদের বিরুদ্ধে কড়া শাস্তি নেওয়া হবে বলে জানান তিনি ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.