দার্জিলিং, 18 এপ্রিল: শীতলকুচির অশান্তিতে নির্বাচন কমিশনের কোচবিহারের পুলিশ সুপারকে সরিয়ে দেওয়া উচিত ৷ প্রথম দফা ভোটের প্রাক্কালে ফের সরব বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ৷ বৃহস্পতিবার কলকাতা থেকে বাগডোগরা বিমানবন্দরে পৌঁছে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এমনই মন্তব্য করেন তিনি।
শীতলকুচিতে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে সাধারণ মানুষকে অস্ত্র নিয়ে হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। সোশাল মিডিয়ায় সেই ভিডিয়ো ছড়িয়েও পড়েছে ৷ এ বিষয়ে শুভেন্দু অধিকারী বলেন, "ওখানকার এসপির জন্য এসব হচ্ছে। ইলেকশন কমিশনের উচিত ছিল সেখানকার এসপিকে সরিয়ে দেওয়া। ইলেকশন কমিশন সেটা করেনি। আমরা আশাবাদী সেখানে কেন্দ্রীয় বাহিনী রয়েছে। ডিআইজি-সিআরপিএফ নিজেই সেখানে দায়িত্ব নিয়েছেন। আমরা আশা করব ভোটাররা ভোট দিতে পারবে।"
এরপরেই রামনবমীর দিন পূর্ব মেদিনীপুরের এগরা ও শক্তিপুরে ইট বৃষ্টির ঘটনায় শুভেন্দু অধিকারী রাজ্যের মুখ্যমন্ত্রীর উপর দোষ চাপান। তিনি বলেন, "এসব মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় করিয়েছেন। গত বছর মমতা বন্দ্যোপাধ্যায় ডালখোলা ও হাওড়ার ঘটনা ঘটিয়েছিলেন । আমি টাইট দিয়েছিলাম। কোর্টে যাওয়ার পরে 38টা গুণ্ডা জেলে রয়েছে। এবার শক্তিপুরে ও এগরায় করেছেন। এরপর এমন টাইট দেওয়া হবে যে আগামিদিনে আর করতে পারবেন না।" শুধু তাই নয়, রামনবমীর দিন বিজেপির পাশাপাশি তৃণমূলের নেতা-কর্মীদেরও মিছিল করতে দেখা গিয়েছে ৷ এই প্রসঙ্গে বিরোধী দলনেতা মন্তব্য করেন, "ঠেলায় না পড়লে বিড়াল গাছে ওঠে না। এসব ভোট দেখে করেন ওঁরা। "
উল্লেখ্য, শিলিগুড়িতেও বিজেপি প্রার্থী তথা বিদায়ী সাংসদ রাজু বিস্তা ও তৃণমূল কংগ্রেসের জেলা সভানেত্রী পাপিয়া ঘোষকে রামনবমীর মিছিলে একসঙ্গে হাঁটতে দেখা গিয়েছে ৷ শুভেন্দু অধিকারীর মতে রাজু বিস্তা এখানকার মানুষের হৃদয়ে রয়েছেন তাই গতবারের মতো এবারও তিনি রামনবমীর মিছিলে পা মিলিয়েছেন ৷ প্রসঙ্গত, এদিন বাগডোগরা বিমানবন্দর থেকে সড়কপথে উত্তর দিনাজপুরে গিয়েছেন বিজেপি নেতা। সেখানে তিনি নির্বাচনী সভা করবেন। এরপর ফের শিলিগুড়ি ফিরে ফাঁসিদেওয়া ব্লকের লিউসিপাকরিতে দার্জিলিংয়ের বিজেপি প্রার্থী রাজু বিস্তার সমর্থনে জনসভা করবেন শুভেন্দু অধিকারী।
আরও পড়ুন
1. মিঠুন বড় গদ্দার, ছেলেকে বাঁচাতে আরএসএস অফিসে মাথা নিচু করেছে: মমতা
2. রামনবমীতে অশান্ত মুর্শিদাবাদ! মিছিলে পড়ল বোমা-ঢিল, আহত 20
3. ভাটপাড়ায় শুটআউট, গুলিবিদ্ধ যুবকের রাজনৈতিক পরিচয় নিয়ে তরজা পার্থ-অর্জুনের