কলকাতা, 20 ফেব্রুয়ারি: আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে বিশেষ কর্মসূচি নিল এসএফআই পশ্চিমবঙ্গ রাজ্য কমিটি । চার প্রান্তিক ভাষায় প্রাথমিক সদস্যপদের নথি আনছে এসএফআই । বাংলা, হিন্দির পাশাপাশি এ বার সাঁওতালি, কুড়মালি, নেপালি ও উর্দু ভাষায় সদস্যপদের নথি প্রকাশ করা হবে । এই পদক্ষেপের মাধ্যমে সংখ্যালঘু, সাঁওতালপল্লি ও জঙ্গলমহলের তরুণদের কাছে টানতে চাইছে বাম ছাত্র সংগঠন । আগামিকাল, আন্তর্জাতিক ভাষা শহিদ দিবসে এই নয়া কর্মকাণ্ডের আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করবেন সংগঠনের প্রথম সর্বভারতীয় সাধারণ সম্পাদক বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু ।
এই প্রথম কোনও রাজনৈতিক ছাত্র সংগঠন একাধিক প্রান্তিক ভাষায় প্রাথমিক সদস্যপদের নথি প্রকাশ করতে চলেছে । এসএফআই রাজ্য সম্পাদক দেবাঞ্জন দে বলেন, "ভাষার উপর যে আক্রমণের মুখোমুখি আজকের ভারত, সেখানে অস্তিত্ব রক্ষার লড়াই লড়তে হচ্ছে নানা প্রান্তিক ভাষাকে । প্রতিদিন বিলুপ্ত কোনও না কোনও ভাষা । হারিয়ে যাচ্ছে লেখ্য হরফ । ভাষা মানে বহুত্ব, ভাষা মানে মনের ভাব প্রকাশের মাধ্যমে জুড়ে নেওয়া আরেক মন, ভাষা মানে নাড়ির টানে খুঁজে পাওয়া মায়ের আদর, ভাষা মানে প্রতিবাদ-প্রতিরোধের উচ্চারণ । সেই ভাষার উপর আক্রমণের বিরুদ্ধে আন্তর্জাতিক ভাষা শহিদ দিবসে এ দেশের বুকে প্রথম কোনও ছাত্র সংগঠন তাদের প্রাথমিক সদস্যপদের নথি প্রকাশ করতে চলেছে নানা প্রান্তিক ভাষায় । ভাষার স্বাধিকার রক্ষার লড়াইয়ের এই ঐতিহাসিক মাইলফলকে সামিল হও সব্বাই ।"
সাধারণত হিন্দি ও বাংলা ভাষায় লেখা ছোট দু’টাকার কুপনে রাজ্যজুড়ে সদস্য সংগ্রহ করে এসএফআই । একজন এসএফআই কর্মীর ওটাই প্রাথমিক সদস্যপদ । সাংগঠনের সূচনালগ্ন থেকে এটাই হয়ে আসছে । এ বার তাতে কিছুটা বদল আনার চেষ্টা । তবে, জাতীয় শিক্ষানীতি 2020-র প্রসঙ্গ উত্থাপন করে দেবাঞ্জন দে বলেন, "মোদি-অমিত শাহের নেতৃত্বে আরএসএস-এর লক্ষ্য ‘হিন্দু রাষ্ট্র’ তৈরি করা । যে রাষ্ট্র ধর্মের ভিত্তিতে খেটে খাওয়া মানুষের মধ্যে ভাগাভাগি করবে । সেই লক্ষ্যে শিশুমনে সম্মতি তৈরির প্রাথমিক ধাপ হল ‘জাতীয় শিক্ষা নীতি 2020'। তারই বিরুদ্ধে আমাদের ধারাবাহিক আন্দোলন চলবে ।
আরও পড়ুন: