কলকাতা, 25 অগস্ট: আরজি কর হাসপাতালে তরুণী চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনার প্রতিবাদে ফের রাজপথে নামল নাগরিক সমাজ ৷ রবিবার তিনদফা দাবিকে সামনে রেখে মিছিল করে তারা। এই নাগরিক মিছিলে পা মেলান অভিনেত্রী সোহিনী সরকারও ৷
এ দিন আরজি কর-কাণ্ডের প্রতিবাদে দুপুর 3টের সময় রামলীলা ময়দান থেকে শুরু হয় নাগরিক মিছিল ৷ মৌলালি মোড় থেকে তালতলা ধরে এসএন ব্যানার্জি রোড হয়ে মিছিল শেষ হয় ধর্মতলায়। নাগরিক মিছিলের মূলত তিনদফা দাবিকেই সামনে রেখে স্লোগান মুখরিত হয়ে ওঠে ৷ দাবিগুলি হল, স্বাস্থ্যক্ষেত্রে সিন্ডিকেট রাজ বন্ধ করতে হবে। দিনে ও রাতে গণপরিসরে নারী ও প্রান্তিক লিঙ্গের মানুষদের সমানাধিকারের দিতে হবে। নিয়ন্ত্রণ নয়, কর্মক্ষেত্রে ও সামাজিক ক্ষেত্রে নারী এবং প্রান্তিক লিঙ্গের মানুষদের সুরক্ষা সুনিশ্চিত করতে হবে ৷
নাগরিক মিছিলে যোগ দেওয়া ছাত্রী রিমঝিম বলেন, "মহিলাদের রাতের কাজের পরিসর কমিয়ে দেওয়ার নির্দেশিকার তীব্র বিরোধীতা করছি আমরা । তার জন্য আমরা রাত দখলের ডাক দিইনি । আমরা রাতের নিরাপত্তা চেয়েছি । কিন্তু মহিলা মুখ্যমন্ত্রী হয়েও মহিলাদের নিরাপত্তা দিতে ব্যর্থ মমতা বন্দ্যোপাধ্যায় । তাই রাতের কাজের পরিসর কমানোর ঘোষণা করেছেন ৷ আমরা কোনওভাবেই এই পদক্ষেপকে মেনে নেব না ।"
শিল্পী অনুরাগ মৈত্রীর কথায়, "মূলত আমাদের দাবিগুলি হল- মহিলা, প্রান্তিক যৌনতার মানুষ, রূপান্তরকামী মানুষ যাতে সম্মানের সঙ্গে দিনে রাতে কর্মস্থলে থেকে শুরু করে সব জায়গায় সুরক্ষিত পথ চলতে পারে এবং সুরক্ষিত, নিরাপদ জীবন পায় তা নিশ্চিত করতে হবে । এছাড়াও যারা আরজি করে ধর্ষণ ও খুনে ঘটনায় যুক্ত তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে ।"
আরজি কর হাসপাতালে তরুণী চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনার প্রতিবাদে নাগরিক সমাজের ডাকে স্বাধীনতা দিবসের আগের রাতে রাস্তার নেমেছিলেন মহিলারা । কলকাতার প্রাণকেন্দ্রে সেই আন্দোলন আটকে থাকেনি । গোটা রাজ্যে আগুনের মতো ছড়িয়ে গিয়েছিল । সেই রাত দখলের পর ফের আজ আরও একবার কলকাতার রাজপথ দখল নিল নাগরিক সমাজ ।
সরকারি হাসপাতালের নার্সদের প্রতিবাদ মিছিল
আরজিকর-কাণ্ডে দোষীদের শাস্তি ও নিজেদের নিরাপত্তার দাবিতে এবার পথে একাধিক সরকারি হাসপাতালের নার্সরা ৷ এদিন তারা শিয়ালদা এনআরএস মেডিক্যাল কলেজ ও হাসপাতাল জরুরি বিভাগের সামনে বেশ কিছুক্ষণ বিক্ষোভ দেখান। তারপর সেখান থেকে মিছিল শুরু করেন । মিছিল শিয়ালদা ফ্লাইওভার হয়ে মহাত্মা গান্ধি রোড ধরে বিধান সরণি, কলেজ স্ট্রিট মোড়ে আসে। সেখান থেকে মিছিল যায় কলকাতা মেডিক্যাল কলেজ ও হাসপাতালে । সকলের মুখে একটা স্লোগান, 'উই ওয়ান্ট জাস্টিস' ৷ এ দিন মহিলাদের মিছিলে নেতৃত্ব দেওয়া নার্স ভাস্বতী মুখোপাধ্যায় বলেন,"আরজি করের ঘটনায় এখনও পর্যন্ত অপরাধীদের ধরা হয়নি। দ্রুত অপরাধীদের শনাক্ত করতে হবে ও নার্স-সহ হাসপাতালে সমস্ত কর্মীদের নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে । এই দুটো দাবি নিয়েই আজকে আমাদের মিছিল ।"