ETV Bharat / state

রবিবার ব্রিগেডে বা ডার্বির মাঠে যেতে চরম ভোগান্তি, বাতিল একগুচ্ছ ট্রেন - Local Trains Cancelled

Local trains cancelled in Sealdah: রেল লাইনের কাজের জন্য শিয়ালদহ থেকে বাতিল একগুচ্ছ ট্রেন ৷ রবিবার ব্রিগেডের সভায় যেতে চাইলে বা ডার্বির ম্যাচ দেখতে চাইলে আগে থেকে জেনে নিন বাতিল ট্রেনের তালিকা ৷

Etv Bharat
শিয়ালদহ থেকে বাতিল একগুচ্ছ ট্রেন
author img

By ETV Bharat Bangla Team

Published : Mar 8, 2024, 9:53 PM IST

Updated : Mar 8, 2024, 11:03 PM IST

কলকাতা, 8 মার্চ: রবিবার অর্থাৎ 10 মার্চ বড় দিন ৷ কারণ একদিকে রয়েছে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকে জনগর্জন সভা ৷ আবার অন্যদিকে রয়েছে চলতি মরসুমে মোহনবাগান-ইস্টবেঙ্গলের 6 নম্বর ডার্বি ৷ সবমিলিয়ে রবিবার সকাল থেকে রাত, জমজমাট ৷ আর সেখানেই কাঁটা হয়ে দাঁড়িয়েছে ভারতীয় রেল ৷ কারণ এদিনই আবার শিয়ালদা ও হাওড়া ডিভিশনের বেশ কিছু ট্রেল বাতিল করার কথা ঘোষণা করা হয়েছে পূর্ব রেলের তরফে ৷

পূর্ব রেল ডিভিশনের শিয়ালদা বিভাগে নৈহাটি ও নৈহাটি লিংক কেবিনের ডাউন ব্যান্ডেল লাইনে রেল লাইনের কাজ হওয়ার কথা রয়েছে। পাশাপাশি মধ্যমগ্রাম ও বিরাটির 10T ব্রিজের কাজের জন্য আগামী শনিবার অর্থাৎ 9 মার্চ এবং রবিবার 10 মার্চ পাওয়ার ব্লক নেওয়া হয়েছে। তাই এই লাইনে এই দু'দিন একাধিক ট্রেন বাতিল থাকছে এবং আরও বেশ কিছু ট্রেনের সময় সূচি পরিবর্তন করার সিদ্ধান্ত নিয়েছে পূর্ব রেল কর্তৃপক্ষ।

9 মার্চ যেই ট্রেনগুলো বাতিল করা হয়েছে তার তালিকা:

নৈহাটি থেকে 37557 নম্বর ট্রেন বাতিল হয়েছে ৷ ব্যান্ডেল থেকে বাতিল হয়েছে 37558 নম্বর ট্রেন ৷ শিয়ালদহ থেকে বাতিল হয়েছে 33861 নম্বর লোকাল ট্রেন ৷ পাশাপাশি বনগাঁ থেকে বাতিল হয়েছে 33860 ট্রেন ৷

10 মার্চ অর্থাৎ রবিবার যেই ট্রেনগুলো বাতিল করা হয়েছে তার তালিকা এক নজরে:

শিয়ালদহ থেকে বাতিল 33813 নম্বর ট্রেন ও বনগাঁ থেকে বাতিল হয়েছে 33812 নম্বর লোকাল ট্রেন ৷

10 মার্চ যেই ট্রেনগুলো অন্য রুট দিয়ে ঘোরানো হয়েছে:

13106 বলিয়া-শিয়ালদহ এক্সপ্রেসের রুট বদল করা হয়েছে ৷
15050 গোরক্ষপুর-কলকাতা এক্সপ্রেসেরও রুট বদল করা হয়েছে ৷
13154 মালদা টাউন-শিয়ালদহ এক্সপ্রেস নৈহাটি রুটের বদলে ডানকুনি হয়ে চলবে ও ট্রেনটি দক্ষিনেশ্বর স্টেশনে দাঁড়াবে। 13190 বালুরঘাট-শিয়ালদহ এক্সপ্রেস 9 মার্চ শনিবার বালুরঘাট থেকে 1 ঘন্টা দেরিতে ছাড়বে।
13142 নিউ আলিপুরদুয়ার-শিয়ালদহ এক্সপ্রেস 9 মার্চ নিউ আলিপুরদুয়ার থেকে 1 ঘণ্টা 30 মিনিট দেরিতে ছাড়বে।


আরও পড়ুন

1. মোহনবাগানকে কটাক্ষ, ক্রীড়ামন্ত্রী আসরে নামতেই টিকিটের দাম কমাল ইস্টবেঙ্গল

2. রবিবার জনগর্জন সভা, প্রস্তুতি খতিয়ে দেখছে ব্রিগেডে অভিষেক

3. শিলিগুড়িতে মোদির জনসভার সময়সূচি বদল, এগিয়ে এল কর্মসূচিও

কলকাতা, 8 মার্চ: রবিবার অর্থাৎ 10 মার্চ বড় দিন ৷ কারণ একদিকে রয়েছে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকে জনগর্জন সভা ৷ আবার অন্যদিকে রয়েছে চলতি মরসুমে মোহনবাগান-ইস্টবেঙ্গলের 6 নম্বর ডার্বি ৷ সবমিলিয়ে রবিবার সকাল থেকে রাত, জমজমাট ৷ আর সেখানেই কাঁটা হয়ে দাঁড়িয়েছে ভারতীয় রেল ৷ কারণ এদিনই আবার শিয়ালদা ও হাওড়া ডিভিশনের বেশ কিছু ট্রেল বাতিল করার কথা ঘোষণা করা হয়েছে পূর্ব রেলের তরফে ৷

পূর্ব রেল ডিভিশনের শিয়ালদা বিভাগে নৈহাটি ও নৈহাটি লিংক কেবিনের ডাউন ব্যান্ডেল লাইনে রেল লাইনের কাজ হওয়ার কথা রয়েছে। পাশাপাশি মধ্যমগ্রাম ও বিরাটির 10T ব্রিজের কাজের জন্য আগামী শনিবার অর্থাৎ 9 মার্চ এবং রবিবার 10 মার্চ পাওয়ার ব্লক নেওয়া হয়েছে। তাই এই লাইনে এই দু'দিন একাধিক ট্রেন বাতিল থাকছে এবং আরও বেশ কিছু ট্রেনের সময় সূচি পরিবর্তন করার সিদ্ধান্ত নিয়েছে পূর্ব রেল কর্তৃপক্ষ।

9 মার্চ যেই ট্রেনগুলো বাতিল করা হয়েছে তার তালিকা:

নৈহাটি থেকে 37557 নম্বর ট্রেন বাতিল হয়েছে ৷ ব্যান্ডেল থেকে বাতিল হয়েছে 37558 নম্বর ট্রেন ৷ শিয়ালদহ থেকে বাতিল হয়েছে 33861 নম্বর লোকাল ট্রেন ৷ পাশাপাশি বনগাঁ থেকে বাতিল হয়েছে 33860 ট্রেন ৷

10 মার্চ অর্থাৎ রবিবার যেই ট্রেনগুলো বাতিল করা হয়েছে তার তালিকা এক নজরে:

শিয়ালদহ থেকে বাতিল 33813 নম্বর ট্রেন ও বনগাঁ থেকে বাতিল হয়েছে 33812 নম্বর লোকাল ট্রেন ৷

10 মার্চ যেই ট্রেনগুলো অন্য রুট দিয়ে ঘোরানো হয়েছে:

13106 বলিয়া-শিয়ালদহ এক্সপ্রেসের রুট বদল করা হয়েছে ৷
15050 গোরক্ষপুর-কলকাতা এক্সপ্রেসেরও রুট বদল করা হয়েছে ৷
13154 মালদা টাউন-শিয়ালদহ এক্সপ্রেস নৈহাটি রুটের বদলে ডানকুনি হয়ে চলবে ও ট্রেনটি দক্ষিনেশ্বর স্টেশনে দাঁড়াবে। 13190 বালুরঘাট-শিয়ালদহ এক্সপ্রেস 9 মার্চ শনিবার বালুরঘাট থেকে 1 ঘন্টা দেরিতে ছাড়বে।
13142 নিউ আলিপুরদুয়ার-শিয়ালদহ এক্সপ্রেস 9 মার্চ নিউ আলিপুরদুয়ার থেকে 1 ঘণ্টা 30 মিনিট দেরিতে ছাড়বে।


আরও পড়ুন

1. মোহনবাগানকে কটাক্ষ, ক্রীড়ামন্ত্রী আসরে নামতেই টিকিটের দাম কমাল ইস্টবেঙ্গল

2. রবিবার জনগর্জন সভা, প্রস্তুতি খতিয়ে দেখছে ব্রিগেডে অভিষেক

3. শিলিগুড়িতে মোদির জনসভার সময়সূচি বদল, এগিয়ে এল কর্মসূচিও

Last Updated : Mar 8, 2024, 11:03 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.