ETV Bharat / state

লোকসভা ভোটের মাঝেই কেজরির জামিনের আবেদন শুনবে সুপ্রিম কোর্ট - Arvind Kejriwal Bail Plea

Arvind Kejriwal Bail Plea: লোকসভা নির্বাচন থাকায় দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের জামিনের আবেদন শুনতে সম্মত হল সুপ্রিম কোর্ট। আগামী 7 তারিখ হবে মামলার শুনানি।

Etv Bharat
অরবিন্দ কেজরিওয়াল ((ছবি-ইটিভি ভারত))
author img

By PTI

Published : May 3, 2024, 4:57 PM IST

Updated : May 3, 2024, 5:39 PM IST

নয়াদিল্লি, 3 মে: দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের অন্তবর্তী জামিনের আবেদন শুনতে রাজি হল সুপ্রিম কোর্ট । আগামী 7 তারিখ মামলার শুনানি হবে। শীর্ষ আদালত জানিয়েছে, লোকসভা নির্বাচন থাকায় মুখ্যমন্ত্রীর জামিনের আবেদন দ্রুত শোনা হবে। দিল্লির আবগারি দুর্নীতি মামলায় গ্রেফতার হওয়া মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে টাকা নয়ছয়ের অভিযোগ এনেছে ইডি। সেই ঘটনায় তাঁকে গ্রেফতার করা হয়। এবার তাঁর জামিনের আবেদনের শুনানি হতে চলেছে শীর্ষ আদালতে ।

সুপ্রিম কোর্টের বিচারপতি সঞ্জীব খান্না ও দীপঙ্কর দত্তর ডিভিশন বেঞ্চে শুক্রবার মামলার শুনানি হয়। সেখানে ইডির হয়ে সওয়াল করেন কেন্দ্রীয় সরকারের সহকারি সলিসিটর জেনারেল এসভি রাজু। তাঁকে বেঞ্চ বলে সম্পূর্ণ মামলার শুনানি করতে অনেকটাই সময় লাগবে। আর তাই দিল্লির মুখ্যমন্ত্রী যে জামিনের আবেদন করেছেন তার শুনানি আগে হবে। এ কথা শুনে রাজু জানান, তাঁরা জামিনের বিরোধিতা করবেন। তার পরিপ্রেক্ষিতে বিচারপতিরা বলেন, "আমরা জামিন মামলার শুনানি করব বলেছি। জামিন দিয়ে দিইনি।"

দিল্লির আবগারি দুর্নীতি মামলা ঘিরে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। কেজরিওয়াল ছাড়া আরও বেশ কয়েকজন হেভিওয়েটও এই ঘটনায় গ্রেফতার হয়েছেন। কয়েকজন ছাড়াও পেয়েছেন। তবে এখনও জেলেই রয়েছেন এই আপ নেতা। এবার তাঁর জামিনের আবেদনের শুনানি হবে। প্রথম থেকেই কেজরিওয়াল বলে আসছেন তাঁকে লোকসভা নির্বাচনের প্রচারের বাইরে রাখতে চাইছে বিজেপি । তাই কেন্দ্রীয় সংস্থাকে কাজে লাগিয়ে তাঁকে গ্রেফতার করা হতে পারে। আশঙ্কা সত্যি করে গ্রেফতাঁর করা হয়। তবে তিনি এবং তাঁর দল জানিয়ে দেয় মুখ্যমন্ত্রী থাকবেন কেজরিই। পদ ছাড়বেন না । তারপর থেকে সেভাবেই চলছে।

অন্যদিকে, কেজরির গ্রেফতারি থেকে নির্বাচনী ফয়দা তোলার চেষ্টা করছে আপ-সহ ইন্ডিয়া শিবির। মুখ্যমন্ত্রীর গ্রেফতারির অব্যবহিত পরেই দিল্লিতে বড় সভা করে বিরোধিরা। সেখানেই প্রথম প্রচারে আসেন মুখ্যমন্ত্রীর স্ত্রী সুনীতা কেজরিওয়াল । এরপর থেকে স্বামীর অনুপস্থিতিতে দলীয় সহকর্মীদের নিয়ে প্রচারের কাজ করেছেন তিনি । এবার কেজরিওয়ালের জামিনের আবেদন শুনবে সুপ্রিম কোর্ট।

আরও পড়ুন:

  1. দিল্লি হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ ! কেজরিওয়ালকে আশ্বস্ত করলেন প্রধান বিচারপতি
  2. জামিন পেতে তিহাড়ে আম-মিষ্টি খেয়ে সুগার বাড়াচ্ছেন কেজরিওয়াল ! ডায়েট চার্ট তলব আদালতের

নয়াদিল্লি, 3 মে: দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের অন্তবর্তী জামিনের আবেদন শুনতে রাজি হল সুপ্রিম কোর্ট । আগামী 7 তারিখ মামলার শুনানি হবে। শীর্ষ আদালত জানিয়েছে, লোকসভা নির্বাচন থাকায় মুখ্যমন্ত্রীর জামিনের আবেদন দ্রুত শোনা হবে। দিল্লির আবগারি দুর্নীতি মামলায় গ্রেফতার হওয়া মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে টাকা নয়ছয়ের অভিযোগ এনেছে ইডি। সেই ঘটনায় তাঁকে গ্রেফতার করা হয়। এবার তাঁর জামিনের আবেদনের শুনানি হতে চলেছে শীর্ষ আদালতে ।

সুপ্রিম কোর্টের বিচারপতি সঞ্জীব খান্না ও দীপঙ্কর দত্তর ডিভিশন বেঞ্চে শুক্রবার মামলার শুনানি হয়। সেখানে ইডির হয়ে সওয়াল করেন কেন্দ্রীয় সরকারের সহকারি সলিসিটর জেনারেল এসভি রাজু। তাঁকে বেঞ্চ বলে সম্পূর্ণ মামলার শুনানি করতে অনেকটাই সময় লাগবে। আর তাই দিল্লির মুখ্যমন্ত্রী যে জামিনের আবেদন করেছেন তার শুনানি আগে হবে। এ কথা শুনে রাজু জানান, তাঁরা জামিনের বিরোধিতা করবেন। তার পরিপ্রেক্ষিতে বিচারপতিরা বলেন, "আমরা জামিন মামলার শুনানি করব বলেছি। জামিন দিয়ে দিইনি।"

দিল্লির আবগারি দুর্নীতি মামলা ঘিরে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। কেজরিওয়াল ছাড়া আরও বেশ কয়েকজন হেভিওয়েটও এই ঘটনায় গ্রেফতার হয়েছেন। কয়েকজন ছাড়াও পেয়েছেন। তবে এখনও জেলেই রয়েছেন এই আপ নেতা। এবার তাঁর জামিনের আবেদনের শুনানি হবে। প্রথম থেকেই কেজরিওয়াল বলে আসছেন তাঁকে লোকসভা নির্বাচনের প্রচারের বাইরে রাখতে চাইছে বিজেপি । তাই কেন্দ্রীয় সংস্থাকে কাজে লাগিয়ে তাঁকে গ্রেফতার করা হতে পারে। আশঙ্কা সত্যি করে গ্রেফতাঁর করা হয়। তবে তিনি এবং তাঁর দল জানিয়ে দেয় মুখ্যমন্ত্রী থাকবেন কেজরিই। পদ ছাড়বেন না । তারপর থেকে সেভাবেই চলছে।

অন্যদিকে, কেজরির গ্রেফতারি থেকে নির্বাচনী ফয়দা তোলার চেষ্টা করছে আপ-সহ ইন্ডিয়া শিবির। মুখ্যমন্ত্রীর গ্রেফতারির অব্যবহিত পরেই দিল্লিতে বড় সভা করে বিরোধিরা। সেখানেই প্রথম প্রচারে আসেন মুখ্যমন্ত্রীর স্ত্রী সুনীতা কেজরিওয়াল । এরপর থেকে স্বামীর অনুপস্থিতিতে দলীয় সহকর্মীদের নিয়ে প্রচারের কাজ করেছেন তিনি । এবার কেজরিওয়ালের জামিনের আবেদন শুনবে সুপ্রিম কোর্ট।

আরও পড়ুন:

  1. দিল্লি হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ ! কেজরিওয়ালকে আশ্বস্ত করলেন প্রধান বিচারপতি
  2. জামিন পেতে তিহাড়ে আম-মিষ্টি খেয়ে সুগার বাড়াচ্ছেন কেজরিওয়াল ! ডায়েট চার্ট তলব আদালতের
Last Updated : May 3, 2024, 5:39 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.