ETV Bharat / state

আচমকা বিধানসভায় হাজির সায়ন্তিকা, সায়নী ও অরূপ চক্রবর্তী, কেন ? - Sayantika Saayoni Arup meet Speaker - SAYANTIKA SAAYONI ARUP MEET SPEAKER

Sayantika-Saayoni-Arup meet Speaker: শুক্রবার আচমকা বিধানসভায় হাজির হলেন সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়, সায়নী ঘোষ ও অরূপ চক্রবর্তী ৷ তাঁরা এদিন দেখা করেন বিধানসভায় এসে অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ৷ কেন তাঁরা আজ বিধানসভায় আসেন, জানতে প্রতিবেদনটি পড়ুন ৷

ETV BHARAT
বিধানসভায় হাজির সায়ন্তিকা, সায়নী ও অরূপ (নিজস্ব ছবি)
author img

By ETV Bharat Bangla Team

Published : Jun 7, 2024, 6:04 PM IST

Updated : Jun 7, 2024, 7:37 PM IST

কলকাতা, 7 জুন: তিনজনেই জয় পেয়েছেন । দু'জন লোকসভায় । একজন বিধানসভার উপনির্বাচনে । শুক্রবার বিধানসভায় এসে অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করলেন সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়, সায়নী ঘোষ ও অরূপ চক্রবর্তী ।

আচমকা বিধানসভায় হাজির সায়ন্তিকা, সায়নী ও অরূপ চক্রবর্তী (নিজস্ব ভিডিয়ো)

শুক্রবার মূলত অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করতে এসেছিলেন বরানগরে সদ্য উপনির্বাচনের জয়ী বিধায়ক সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় । অন্যদিকে বাঁকুড়া আসনে জেতার পর এ দিন অধ্যক্ষের সঙ্গে দেখা করে গেলেন বিধায়ক অরূপ চক্রবর্তী । তিনি যেহেতু সাংসদ হিসেবে নির্বাচিত হয়েছেন, তাই তাঁকে বিধানসভায় পদত্যাগ করতে হবে বিধায়ক পদ থেকে ৷ সেই বিষয় নিয়েই এদিন অধ্যক্ষের সঙ্গে কথা বলেন তিনি । তিনি ছাড়াও আজ বিধানসভায় এসেছিলেন যাদবপুরের বিজয়ী তৃণমূল কংগ্রেস প্রার্থী সায়নী ঘোষ ।

তাঁরা যখন আসেন তখন বিধানসভাতেই ছিলেন রাজ্যের পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় । তিনি তাঁদের নিয়ে অধ্যক্ষের ঘরে যান । অধ্যক্ষের সঙ্গে বেশ কিছুক্ষণ কথা বলেন নবনির্বাচিতরা ।

অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় জানান, "বর্ণময় বিধানসভা হবে এ বার । আমাদের এখানে চলচ্চিত্র অভিনেতা অভিনেত্রী অনেকেই ছিলেন, গায়ক গায়িকারাও রয়েছেন । সায়ন্তিকা অনেক ভালো অভিনয় করেন । তিনি অনেক লড়াই করে বিধানসভায় এলেন । অন্যদিকে অরূপ বাবু আমাদের এখানকার বিধায়ক ছিলেন উনি এবার দিল্লি যাচ্ছেন । আগামিকাল দিদির বাড়িতে মিটিং আছে । তিনি নির্দেশ দেবেন কীভাবে কী কাজ করতে হবে । আমি চাই আমাদের সাংসদরা দিল্লিতে অভিষেকের নেতৃত্বে ভালো কাজ করুক ।"

এরপর অধ্যক্ষের ঘর থেকে বেরিয়ে সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় জানান, "অনেকদিন ধরেই অধ্যক্ষ আমাদের আমন্ত্রণ জানিয়েছিলেন । আমরা আগেও আসতে পারতাম । কিন্তু আমরা নির্বাচিত হয়েই আসতে চেয়েছিলাম । সেই মতো আজ এসে বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সাক্ষাৎ করে গেলাম ।"

সায়নী ঘোষের সঙ্গে কথা বলার সময় তিনি বলেন, "এখানে তো গাইড করার জন্য অনেকেই রয়েছেন ৷ শোভনদেব চট্টোপাধ্যায়, বিমান বন্দ্যোপাধ্যায়ের মতো মানুষরা আছেন । সর্বোপরি মাথার উপর দলনেত্রী । কিন্তু দিল্লিতে ভয় হচ্ছে যাতে হারিয়ে না যাই । আর বিধানসভা নিয়ে ঠিকই বলেছেন সায়ন্তিকা । বিমানদা অনেকবার আমাদের আমন্ত্রণ জানিয়েছেন ৷ কিন্তু আমার মনে হয় জনপ্রতিনিধি না হলে এখানে আসা ঠিক নয় । সেই জন্য জনপ্রতিনিধি হিসেবে নির্বাচিত হওয়ার পরই বিধানসভায় এলাম ।"

কলকাতা, 7 জুন: তিনজনেই জয় পেয়েছেন । দু'জন লোকসভায় । একজন বিধানসভার উপনির্বাচনে । শুক্রবার বিধানসভায় এসে অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করলেন সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়, সায়নী ঘোষ ও অরূপ চক্রবর্তী ।

আচমকা বিধানসভায় হাজির সায়ন্তিকা, সায়নী ও অরূপ চক্রবর্তী (নিজস্ব ভিডিয়ো)

শুক্রবার মূলত অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করতে এসেছিলেন বরানগরে সদ্য উপনির্বাচনের জয়ী বিধায়ক সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় । অন্যদিকে বাঁকুড়া আসনে জেতার পর এ দিন অধ্যক্ষের সঙ্গে দেখা করে গেলেন বিধায়ক অরূপ চক্রবর্তী । তিনি যেহেতু সাংসদ হিসেবে নির্বাচিত হয়েছেন, তাই তাঁকে বিধানসভায় পদত্যাগ করতে হবে বিধায়ক পদ থেকে ৷ সেই বিষয় নিয়েই এদিন অধ্যক্ষের সঙ্গে কথা বলেন তিনি । তিনি ছাড়াও আজ বিধানসভায় এসেছিলেন যাদবপুরের বিজয়ী তৃণমূল কংগ্রেস প্রার্থী সায়নী ঘোষ ।

তাঁরা যখন আসেন তখন বিধানসভাতেই ছিলেন রাজ্যের পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় । তিনি তাঁদের নিয়ে অধ্যক্ষের ঘরে যান । অধ্যক্ষের সঙ্গে বেশ কিছুক্ষণ কথা বলেন নবনির্বাচিতরা ।

অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় জানান, "বর্ণময় বিধানসভা হবে এ বার । আমাদের এখানে চলচ্চিত্র অভিনেতা অভিনেত্রী অনেকেই ছিলেন, গায়ক গায়িকারাও রয়েছেন । সায়ন্তিকা অনেক ভালো অভিনয় করেন । তিনি অনেক লড়াই করে বিধানসভায় এলেন । অন্যদিকে অরূপ বাবু আমাদের এখানকার বিধায়ক ছিলেন উনি এবার দিল্লি যাচ্ছেন । আগামিকাল দিদির বাড়িতে মিটিং আছে । তিনি নির্দেশ দেবেন কীভাবে কী কাজ করতে হবে । আমি চাই আমাদের সাংসদরা দিল্লিতে অভিষেকের নেতৃত্বে ভালো কাজ করুক ।"

এরপর অধ্যক্ষের ঘর থেকে বেরিয়ে সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় জানান, "অনেকদিন ধরেই অধ্যক্ষ আমাদের আমন্ত্রণ জানিয়েছিলেন । আমরা আগেও আসতে পারতাম । কিন্তু আমরা নির্বাচিত হয়েই আসতে চেয়েছিলাম । সেই মতো আজ এসে বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সাক্ষাৎ করে গেলাম ।"

সায়নী ঘোষের সঙ্গে কথা বলার সময় তিনি বলেন, "এখানে তো গাইড করার জন্য অনেকেই রয়েছেন ৷ শোভনদেব চট্টোপাধ্যায়, বিমান বন্দ্যোপাধ্যায়ের মতো মানুষরা আছেন । সর্বোপরি মাথার উপর দলনেত্রী । কিন্তু দিল্লিতে ভয় হচ্ছে যাতে হারিয়ে না যাই । আর বিধানসভা নিয়ে ঠিকই বলেছেন সায়ন্তিকা । বিমানদা অনেকবার আমাদের আমন্ত্রণ জানিয়েছেন ৷ কিন্তু আমার মনে হয় জনপ্রতিনিধি না হলে এখানে আসা ঠিক নয় । সেই জন্য জনপ্রতিনিধি হিসেবে নির্বাচিত হওয়ার পরই বিধানসভায় এলাম ।"

Last Updated : Jun 7, 2024, 7:37 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.