ETV Bharat / state

লাইভ স্ট্রিমিংয়ের দাবি মানা উচিত ছিল মুখ্যমন্ত্রীর, মত নির্যাতিতার মায়ের - Kolkata Rape and Murder

author img

By ETV Bharat Bangla Team

Published : Sep 13, 2024, 7:48 PM IST

Updated : Sep 13, 2024, 10:37 PM IST

RG Kar Doctor Rape and Murder: বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠক করতে নবান্নে গিয়েছিলেন আন্দোলনকারী জুনিয়র চিকিৎসকরা ৷ লাইভ স্ট্রিমিং নিয়ে টানাপোড়েনের জেরে বৈঠক ভেস্তে যায় ৷ এর দায় কার্যত মুখ্যমন্ত্রীর উপরই চাপালেন নির্যাতিতার মা ৷ তাঁর বক্তব্য, জুনিয়র ডাক্তারদের লাইভ স্ট্রিমিংয়ের দাবি মানা উচিত ছিল মুখ্যমন্ত্রীর ৷

RG Kar Doctor Rape and Murder
লাইভ স্ট্রিমিংয়ের দাবি মানা উচিত ছিল মুখ্যমন্ত্রীর, মত নির্যাতিতার মায়ের (ফাইল ছবি)

সোদপুর, 13 সেপ্টেম্বর: নবান্নে মুখ্যমন্ত্রীর সঙ্গে জুনিয়র ডাক্তারদের বৈঠক ভেস্তে যাওয়ায় পক্ষান্তরে মমতা বন্দ্যোপাধ্যায়কেই দায়ী করলেন নির্যাতিতার পরিবার । এই নিয়ে শুক্রবার নির্যাতিতা ছাত্রীর মায়ের সঙ্গে ফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, "যা হল, তা খুব খারাপ হল । মুখ্যমন্ত্রী যদি ছাত্রদের দাবি মেনে আলোচনায় বসতেন, তা হলে ভালো হতো । হয়তো সুষ্ঠু একটা সমাধান বেরতো ।"

এরপরই কার্যত কটাক্ষের সুরে নির্যাতিতার মা বলেন, "উনি (মুখ্যমন্ত্রী) কি ভালো মনে ছাত্রদের সঙ্গে আলোচনায় বসতে চাননি ? অথবা কি তথ্য গোপন করতে চেয়েছেন ? সেটা তো আমরা বলতে পারব না ।"

প্রসঙ্গত, বৃহস্পতিবার রাজ্য সরকারের তরফে আন্দোলনকারী জুনিয়র ডাক্তারদের ডাকা হয়েছিল নবান্নে । সেখানে পাঁচদফা দাবির পাশাপাশি মোট চারটি শর্তে বৈঠকে যোগ দিতে সম্মত হয়েছিলেন জুনিয়র ডাক্তাররা । যার মধ্যে অন্যতম ছিল, মুখ্যমন্ত্রীর সঙ্গে জুনিয়র ডাক্তারদের বৈঠক ও তার আলোচনা সরাসরি সম্প্রচার করতে হবে । কিন্তু, লাইভ স্ট্রিমিংয়ের সেই দাবি মানতে চায়নি রাজ‍্য সরকার । শেষমেশ আলোচনা না হওয়ায় ভেস্তে যায় সেই বৈঠক ।

মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক ভেস্তে গেলেও আন্দোলনের পথ থেকে কিন্তু সরে আসেননি জুনিয়র ডাক্তাররা । বৃষ্টি মাথায় নিয়েই তাঁরা স্বাস্থ্য ভবনের সামনে লাগাতার আন্দোলন চালিয়ে যাচ্ছেন । সেই প্রসঙ্গে শুক্রবার নির্যাতিতা ছাত্রীর মা ফোনে বলেন, "ছাত্ররা আন্দোলন করছে । ওঁদের খুব কষ্ট হচ্ছে । তবু, আন্দোলন চালিয়ে যাচ্ছে ছাত্ররা । আন্দোলনকারী চিকিৎসকরা বৈঠক ভেস্তে যাওয়ার বিষয়ে ওঁরা যা বলার তা তো বলেছে । আমরা এর বেশি আর কী বলব !"

এদিকে, আবারও মেয়ের মৃত্যুর বিচার চেয়ে যতদূর যাওয়ার ততদূর পরিবার যাবে বলে স্পষ্টত জানিয়েছেন নির্যাতিতা ছাত্রীর মা । এই বিষয়ে ফোনে তিনি বলেন, "আমার মেয়েটা তো আর ফিরে আসবে না । কোনোদিন 'ও' আমাদের সঙ্গে কথাও বলবে না । যদি একটু বিচার পাই । তবেই আমাদের মনের শান্তি । সেই কারণে আন্দোলন চালিয়ে যাব । শুধু আন্দোলন কেন ? যতদূর যেতে হয় ততদূর যাব ।"

আরজি কর-কাণ্ডে ধর্ষণ-খুনের পাশাপাশি দুর্নীতির তদন্তও করছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই । কোথাও কী সিবিআইয়ের তদন্তকারী আধিকারিকরা ধর্ষণ-খুনের মামলার চেয়ে দুর্নীতির মামলাকে বেশি গুরুত্ব দিচ্ছে ? নাকি সিবিআই আধিকারিকরা যেভাবে তদন্ত করছেন, তাতে আস্থা রয়েছে পরিবারের ? মেয়ের মৃত্যুর কি সুবিচার পাবেন ?

এর উত্তরে নির্যাতিতার মা বলেন, "কে বলল, শুধু দুর্নীতির তদন্তকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে । এই তো আজকেও সিবিআইয়ের আধিকারিকরা আরজি কর হাসপাতালে গিয়েছেন মেয়ের খুনের তদন্ত করতে । সবার মতো আমরাও পথ চেয়ে বসে আছি সুবিচার পাওয়ার আশায় । মেয়ের খুনের মামলার তদন্ত এখন ঠিক কোন পর্যায়ে রয়েছে, সেটা আমরাও বুঝতে পারছি না । আগামী মঙ্গলবার সুপ্রিম কোর্টের শুনানির দিকে তাকিয়ে রয়েছি ।"

অন‍্যদিকে, মেয়ে হারানোর যন্ত্রণা ও আর্তনাদের কথা তুলে ধরে ইতিমধ্যে দেশের রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রীকে চিঠি দিয়েছেন নির্যাতিতা ছাত্রীর মা । সেই চিঠির প্রাপ্তি স্বীকার করা হলেও রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর দফতর থেকে এখনও কেউ তাঁদের সঙ্গে যোগাযোগ করা হয়নি বলে জানিয়েছেন তিনি । এনিয়ে আক্ষেপের সুরে নির্যাতিতার মা বলেন, "দিনতিনেক আগে চিঠির রিসিভ কপি এসে পৌঁছেছে বাড়িতে । কিন্তু কেউ কোনও যোগাযোগ করেনি । অপেক্ষায় রয়েছি ।"

এদিন আবারও আন্দোলনকারীদের পাশে থাকার বার্তা দিয়ে নির্যাতিতার মা বলেন, "সমস্ত রাজ্য তথা দেশবাসী, চিকিৎসক যাঁরা আমাদের পাশে দাঁড়িয়ে আন্দোলন করছে । তাঁরা সকলেই আমার পরিবার । সুবিচার না পাওয়া পর্যন্ত তাঁরা যেন আন্দোলন চালিয়ে যায়, সেই অনুরোধই করছি ।"

সোদপুর, 13 সেপ্টেম্বর: নবান্নে মুখ্যমন্ত্রীর সঙ্গে জুনিয়র ডাক্তারদের বৈঠক ভেস্তে যাওয়ায় পক্ষান্তরে মমতা বন্দ্যোপাধ্যায়কেই দায়ী করলেন নির্যাতিতার পরিবার । এই নিয়ে শুক্রবার নির্যাতিতা ছাত্রীর মায়ের সঙ্গে ফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, "যা হল, তা খুব খারাপ হল । মুখ্যমন্ত্রী যদি ছাত্রদের দাবি মেনে আলোচনায় বসতেন, তা হলে ভালো হতো । হয়তো সুষ্ঠু একটা সমাধান বেরতো ।"

এরপরই কার্যত কটাক্ষের সুরে নির্যাতিতার মা বলেন, "উনি (মুখ্যমন্ত্রী) কি ভালো মনে ছাত্রদের সঙ্গে আলোচনায় বসতে চাননি ? অথবা কি তথ্য গোপন করতে চেয়েছেন ? সেটা তো আমরা বলতে পারব না ।"

প্রসঙ্গত, বৃহস্পতিবার রাজ্য সরকারের তরফে আন্দোলনকারী জুনিয়র ডাক্তারদের ডাকা হয়েছিল নবান্নে । সেখানে পাঁচদফা দাবির পাশাপাশি মোট চারটি শর্তে বৈঠকে যোগ দিতে সম্মত হয়েছিলেন জুনিয়র ডাক্তাররা । যার মধ্যে অন্যতম ছিল, মুখ্যমন্ত্রীর সঙ্গে জুনিয়র ডাক্তারদের বৈঠক ও তার আলোচনা সরাসরি সম্প্রচার করতে হবে । কিন্তু, লাইভ স্ট্রিমিংয়ের সেই দাবি মানতে চায়নি রাজ‍্য সরকার । শেষমেশ আলোচনা না হওয়ায় ভেস্তে যায় সেই বৈঠক ।

মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক ভেস্তে গেলেও আন্দোলনের পথ থেকে কিন্তু সরে আসেননি জুনিয়র ডাক্তাররা । বৃষ্টি মাথায় নিয়েই তাঁরা স্বাস্থ্য ভবনের সামনে লাগাতার আন্দোলন চালিয়ে যাচ্ছেন । সেই প্রসঙ্গে শুক্রবার নির্যাতিতা ছাত্রীর মা ফোনে বলেন, "ছাত্ররা আন্দোলন করছে । ওঁদের খুব কষ্ট হচ্ছে । তবু, আন্দোলন চালিয়ে যাচ্ছে ছাত্ররা । আন্দোলনকারী চিকিৎসকরা বৈঠক ভেস্তে যাওয়ার বিষয়ে ওঁরা যা বলার তা তো বলেছে । আমরা এর বেশি আর কী বলব !"

এদিকে, আবারও মেয়ের মৃত্যুর বিচার চেয়ে যতদূর যাওয়ার ততদূর পরিবার যাবে বলে স্পষ্টত জানিয়েছেন নির্যাতিতা ছাত্রীর মা । এই বিষয়ে ফোনে তিনি বলেন, "আমার মেয়েটা তো আর ফিরে আসবে না । কোনোদিন 'ও' আমাদের সঙ্গে কথাও বলবে না । যদি একটু বিচার পাই । তবেই আমাদের মনের শান্তি । সেই কারণে আন্দোলন চালিয়ে যাব । শুধু আন্দোলন কেন ? যতদূর যেতে হয় ততদূর যাব ।"

আরজি কর-কাণ্ডে ধর্ষণ-খুনের পাশাপাশি দুর্নীতির তদন্তও করছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই । কোথাও কী সিবিআইয়ের তদন্তকারী আধিকারিকরা ধর্ষণ-খুনের মামলার চেয়ে দুর্নীতির মামলাকে বেশি গুরুত্ব দিচ্ছে ? নাকি সিবিআই আধিকারিকরা যেভাবে তদন্ত করছেন, তাতে আস্থা রয়েছে পরিবারের ? মেয়ের মৃত্যুর কি সুবিচার পাবেন ?

এর উত্তরে নির্যাতিতার মা বলেন, "কে বলল, শুধু দুর্নীতির তদন্তকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে । এই তো আজকেও সিবিআইয়ের আধিকারিকরা আরজি কর হাসপাতালে গিয়েছেন মেয়ের খুনের তদন্ত করতে । সবার মতো আমরাও পথ চেয়ে বসে আছি সুবিচার পাওয়ার আশায় । মেয়ের খুনের মামলার তদন্ত এখন ঠিক কোন পর্যায়ে রয়েছে, সেটা আমরাও বুঝতে পারছি না । আগামী মঙ্গলবার সুপ্রিম কোর্টের শুনানির দিকে তাকিয়ে রয়েছি ।"

অন‍্যদিকে, মেয়ে হারানোর যন্ত্রণা ও আর্তনাদের কথা তুলে ধরে ইতিমধ্যে দেশের রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রীকে চিঠি দিয়েছেন নির্যাতিতা ছাত্রীর মা । সেই চিঠির প্রাপ্তি স্বীকার করা হলেও রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর দফতর থেকে এখনও কেউ তাঁদের সঙ্গে যোগাযোগ করা হয়নি বলে জানিয়েছেন তিনি । এনিয়ে আক্ষেপের সুরে নির্যাতিতার মা বলেন, "দিনতিনেক আগে চিঠির রিসিভ কপি এসে পৌঁছেছে বাড়িতে । কিন্তু কেউ কোনও যোগাযোগ করেনি । অপেক্ষায় রয়েছি ।"

এদিন আবারও আন্দোলনকারীদের পাশে থাকার বার্তা দিয়ে নির্যাতিতার মা বলেন, "সমস্ত রাজ্য তথা দেশবাসী, চিকিৎসক যাঁরা আমাদের পাশে দাঁড়িয়ে আন্দোলন করছে । তাঁরা সকলেই আমার পরিবার । সুবিচার না পাওয়া পর্যন্ত তাঁরা যেন আন্দোলন চালিয়ে যায়, সেই অনুরোধই করছি ।"

Last Updated : Sep 13, 2024, 10:37 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.