ETV Bharat / state

থ্রেট কালচারে অভিযুক্ত 10 জনকে ডাক, ভয় মুক্ত পরিবশ তৈরির উদ্যোগ আরজি করে - RG Kar Hospital Threat Culture - RG KAR HOSPITAL THREAT CULTURE

RG Kar Threat Culture Enquiry: হাসপাতালে ভয়ের পরিবেশ দূর করতে হবে। এমনই দাবি তুলেছিলেন আন্দোলনকারী জুনিয়র ডাক্তাররা ৷ সেই অভিযোগে শনিবার 10 জনকে তলব করেছিল আরজি কর হাসপাতালের তদন্তকারী কমিটি ৷

RG Kar Hospital
আরজি কর হাসপাতাল (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Bangla Team

Published : Sep 22, 2024, 4:04 PM IST

কলকাতা, 22 সেপ্টেম্বর: আরজিকর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে থ্রেট কালচার নিয়ে 51 জনের বিরুদ্ধে বিরুদ্ধে অভিযোগ উঠেছিল ৷ শনিবার সেই অভিযুক্তদের মধ্যে 10 জনকে মেডিক্যাল কলেজে ডাকা হয়েছিল । এদিন হুমকি দেওয়া অভিযোগে এই 10 জনকে জিজ্ঞাসাবাদ করা হয় ৷ এছাড়াও 30 জন অভিযোগকারীকে ডেকে পাঠিয়েছিল তদন্ত কমিটি ৷

হাসপাতাল সূত্রে খবর, দু'পক্ষকেই সামনাসামনি বসিয়ে জিজ্ঞাসাবাদ করা হয় ৷ এরপরে কলেজ কাউন্সিল বৈঠকে অভিযুক্তদের বিরুদ্ধে চূড়ান্ত পদক্ষেপ করা হবে বলে জানা গিয়েছে ৷ জুনিয়র চিকিৎসকদের আন্দোলনের 5 নম্বর দাবি ছিল 'থ্রেট কালচার মুক্ত পরিবেশ' ৷ এই থ্রেট কালচারের বিরুদ্ধে একাধিকবার সরব হয়েছিলেন জুনিয়র চিকিৎসকরা ৷ তাঁদের অভিযোগ, বিভিন্ন সময়ে তারা এসে ভয় দেখাতেন। তবে নতুন অধ্যক্ষ এবং উপাধ্যক্ষ আরজি করে আসার পর 51 জনের একটি তালিকা প্রকাশ করা হয়। সেই 51 জনের বিরুদ্ধে থ্রেট কালচারে জড়িত থাকার অভিযোগ উঠেছে ।

এই বিষয়ে তৈরি হয়েছে 7 সদস্যের তদন্ত কমিটি ৷ বিভিন্ন বিভাগীয় প্রধানদের নেতৃত্বে এই কমিটি গঠন করা হয়েছে ৷ তাঁরা অধ্যক্ষ এবং উপাধ্যক্ষর কাছে রিপোর্ট জমা দিচ্ছেন ৷ সেই তদন্ত কমিটি শনিবার 10 জনকে ডেকে পাঠিয়েছিলেন ৷ এই বিষয়ে আরজি কর হাসপাতালের উপাধ্যক্ষ সপ্তর্ষি চট্টোপাধ্যায় বলেন, "আরজি কর মেডিক্যাল কলেজের এনকোয়ার কমিটি সিদ্ধান্ত অনুযায়ী চারটি পদ্ধতি অবলম্বন করেছি ৷ প্রথম, যে অভিযোগগুলি আসছে, সেগুলি তালিকাবদ্ধ করা ৷ দ্বিতীয়, অভিযোগগুলি বিশ্লেষণ করে দেখা ৷ তৃতীয়, অভিযুক্তদের ডেকে জিজ্ঞাসাবাদ করা ৷ চতুর্থ, কলেজ কাউন্সিলের বর্ধিত বৈঠকে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে ৷" এছাড়াও এদিন হাসপাতালে এসেছিলেন নবনিযুক্ত ডিসি নর্থ দীপক সরকার ৷ তিনি ও সিআইএসএফ আধিকারিক মিলে আরজি কর হাসপাতালে কর্তৃপক্ষের সঙ্গে বৈঠক করেন । বৈঠক শেষে ডিসি নর্থ জানান, নিরাপত্তার বিষয়ে আলোচনা করতেই তিনি হাসপাতালে এসেছিলেন ৷

কলকাতা, 22 সেপ্টেম্বর: আরজিকর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে থ্রেট কালচার নিয়ে 51 জনের বিরুদ্ধে বিরুদ্ধে অভিযোগ উঠেছিল ৷ শনিবার সেই অভিযুক্তদের মধ্যে 10 জনকে মেডিক্যাল কলেজে ডাকা হয়েছিল । এদিন হুমকি দেওয়া অভিযোগে এই 10 জনকে জিজ্ঞাসাবাদ করা হয় ৷ এছাড়াও 30 জন অভিযোগকারীকে ডেকে পাঠিয়েছিল তদন্ত কমিটি ৷

হাসপাতাল সূত্রে খবর, দু'পক্ষকেই সামনাসামনি বসিয়ে জিজ্ঞাসাবাদ করা হয় ৷ এরপরে কলেজ কাউন্সিল বৈঠকে অভিযুক্তদের বিরুদ্ধে চূড়ান্ত পদক্ষেপ করা হবে বলে জানা গিয়েছে ৷ জুনিয়র চিকিৎসকদের আন্দোলনের 5 নম্বর দাবি ছিল 'থ্রেট কালচার মুক্ত পরিবেশ' ৷ এই থ্রেট কালচারের বিরুদ্ধে একাধিকবার সরব হয়েছিলেন জুনিয়র চিকিৎসকরা ৷ তাঁদের অভিযোগ, বিভিন্ন সময়ে তারা এসে ভয় দেখাতেন। তবে নতুন অধ্যক্ষ এবং উপাধ্যক্ষ আরজি করে আসার পর 51 জনের একটি তালিকা প্রকাশ করা হয়। সেই 51 জনের বিরুদ্ধে থ্রেট কালচারে জড়িত থাকার অভিযোগ উঠেছে ।

এই বিষয়ে তৈরি হয়েছে 7 সদস্যের তদন্ত কমিটি ৷ বিভিন্ন বিভাগীয় প্রধানদের নেতৃত্বে এই কমিটি গঠন করা হয়েছে ৷ তাঁরা অধ্যক্ষ এবং উপাধ্যক্ষর কাছে রিপোর্ট জমা দিচ্ছেন ৷ সেই তদন্ত কমিটি শনিবার 10 জনকে ডেকে পাঠিয়েছিলেন ৷ এই বিষয়ে আরজি কর হাসপাতালের উপাধ্যক্ষ সপ্তর্ষি চট্টোপাধ্যায় বলেন, "আরজি কর মেডিক্যাল কলেজের এনকোয়ার কমিটি সিদ্ধান্ত অনুযায়ী চারটি পদ্ধতি অবলম্বন করেছি ৷ প্রথম, যে অভিযোগগুলি আসছে, সেগুলি তালিকাবদ্ধ করা ৷ দ্বিতীয়, অভিযোগগুলি বিশ্লেষণ করে দেখা ৷ তৃতীয়, অভিযুক্তদের ডেকে জিজ্ঞাসাবাদ করা ৷ চতুর্থ, কলেজ কাউন্সিলের বর্ধিত বৈঠকে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে ৷" এছাড়াও এদিন হাসপাতালে এসেছিলেন নবনিযুক্ত ডিসি নর্থ দীপক সরকার ৷ তিনি ও সিআইএসএফ আধিকারিক মিলে আরজি কর হাসপাতালে কর্তৃপক্ষের সঙ্গে বৈঠক করেন । বৈঠক শেষে ডিসি নর্থ জানান, নিরাপত্তার বিষয়ে আলোচনা করতেই তিনি হাসপাতালে এসেছিলেন ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.