কলকাতা, 3 সেপ্টেম্বর: লালবাজার অভিযানের পর এবার চিকিৎসকদের তরফে নেওয়া হল আরেক কর্মসূচি । বুধবার তাঁরা ঘরের আলো নিভিয়ে রাখার আবেদন জানিয়েছেন । এদিন রাত 9টা থেকে 10টা এক ঘণ্টা ঘরের আলো নিভিয়ে প্রদীপ হাতে রাস্তায় মানববন্ধনে ডাক দিয়েছেন জুনিয়র চিকিৎসকরা ৷ তাঁরা এই কর্মসূচির নাম দিয়েছেন 'বিচার পেতে আলোর পথে'। এই কর্মসূচিতে যোগ দেবেন সিনিয়র চিকিৎসকরাও ৷
তবে এই কর্মসূচির পরে রাত্রি 11টা থেকে কর্মসূচি নিয়েছেন সিনিয়র ডাক্তাররা । এরপরে জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরের তরফে ডাকা হয়েছে এই কর্মসূচি । কলকাতার পাশাপাশি বিভিন্ন জেলায় পালিত হবে চিকিৎসকদের এই রাত দখল । মোট 29টি জায়গায় রাত দখল করবেন চিকিৎসকরা । তবে সকলের নজর থাকবে পরের দিন সুপ্রিম কোর্টের শুনানির দিকে ।
এর কারণ, পরের দিন অর্থাৎ বৃহস্পতিবার সুপ্রিম কোর্টে আরজি করে মহিলা চিকিৎসক পড়ুয়াকে ধর্ষণ করে খুনের মামলার শুনানি রয়েছে ৷ 5 সেপ্টেম্বর সুপ্রিম কোর্ট কী বলে তার অপেক্ষাতে রয়েছেন জুনিয়র চিকিৎসকরা । তাই যাতে সুপ্রিম কোর্ট ওইদিন আলোর দিশা দেখাতে পারে সেই কথাই বলছেন জুনিয়র চিকিৎসকরা । তবে ওই দিন সিবিআই বড় কোনও তথ্য প্রকাশ করতে চলেছে কি না, সেদিকেও নজর থাকবে সকলের ।
প্রতিবারের ন্যায় এইবারেও আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে যে আন্দোলন মঞ্চ তৈরি করা হয়েছে সেখানে জায়ান্ট স্ক্রিন লাগিয়ে শোনা হবে লাইভ শুনানি । তার উপর ভিত্তি করেই পরবর্তী কর্মসূচি ঠিক করবেন জুনিয়র চিকিৎসকরা । কর্মবিরতি চলবে নাকি নতুন কোনও সিদ্ধান্ত নেবেন তাঁরা সেটাই দেখার । যদিও বর্তমানে জুনিয়র চিকিৎসকরা টেলিমেডিসিন পরিষেবা চালু করেছেন ।