ETV Bharat / state

রাজনৈতিক রং দেওয়ার চেষ্টা, অভিযোগ আন্দোলনকারীরা; সাংবাদিককে চুপ করতে বললেন ছাত্রনেতা - rg kar doctor rape and murder case - RG KAR DOCTOR RAPE AND MURDER CASE

rg kar doctor rape and murder case
আরজি কর হাসপাতালে পড়ুয়া চিকিৎসকের হত্যার প্রতিবাদে সরব সারা ভারত (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Bangla Team

Published : Aug 25, 2024, 9:47 AM IST

Updated : Aug 26, 2024, 10:41 PM IST

আরজি কর হাসপাতালে পড়ুয়া-চিকিৎসকের হত্য়ার ঘটনার পর দু'সপ্তাহ কেটে গিয়েছে ৷ সিবিআই তদন্তে এখনও অপরাধী অধরাই ৷ এদিকে প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ, অভিযুক্ত ধৃত সঞ্জয় রায়, ঘটনার দিন রাতে নির্যাতিতার সঙ্গে থাকা 4 জন চিকিৎসক, সঞ্জয় রায়ের ঘনিষ্ঠ আরেক সিভিক ভলান্টিয়ারের পলিগ্রাফ টেস্ট করবে সিবিআই ৷ শনিবার সন্দীপ ঘোষের প্রথম দফার পলিগ্রাফ টেস্ট হয়েছে ৷ তাঁর বিরুদ্ধে আরজি কর হাসপাতালে দুর্নীতির অভিযোগ রয়েছে ৷ 25 অগস্ট সেই তদন্ত শুরু করল সিবিআই-এর দুর্নীতি দমন শাখা ৷

আরজি কর হাসপাতালে পড়ুয়া-চিকিৎসকের নৃশংস হত্যাকণ্ডের ঘটনায় স্বতঃপ্রণোদিত পদক্ষেপ করে মামলা গ্রহণ করেছে সুপ্রিম কোর্ট ৷ 22, অগস্ট সেই মামলায় শীর্ষ আদালতে স্টেটাস রিপোর্ট জমা দিয়েছে সিবিআই ৷ রিপোর্ট হাতে পাওয়ার পর প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়, বিচারপতি জেবি পারদিওয়ালা এবং বিচারপতি মনোজ মিশ্রের বেঞ্চ আরজি করের ঘটনায় রাজ্যকে বেশ কয়েকটি ক্ষেত্রে ভর্ৎসনা করেছে ৷ পাশাপাশি দেশজুড়ে চলা জুনিয়র চিকিৎসকদের কাছে কর্মবিরতি তুলে নিয়ে কাজে ফেরার অনুরোধ করেছে ৷ সেই মতো দিল্লির এইমস-সহ দেশের অন্য হাসপাতালের চিকিৎসকরা আন্দোলন প্রত্যাহার করেছে ৷ কিন্তু বাংলায় জুনিয়র চিকিৎসকরা তাঁদের অবস্থানে অনড় ৷

অন্যদিকে, 22 অগস্ট থেকেই আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিরাপত্তার দায়িত্ব নিয়েছে সিআইএসএফ ৷ 20 অগস্ট, সুপ্রিম কোর্টে এই মামলার প্রথম শুনানির দিনে, হাসপাতালে কর্মরত চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তা সুনিশ্চিত করতে 10 সদস্যের জাতীয় টাস্ক ফোর্স গঠনের নির্দেশ দিয়েছে তিন বিচারপতির বেঞ্চ ৷ জাতীয় টাস্ক ফোর্সের নেতৃত্বে রয়েছেন সার্জন ভাইস অ্যাডমিরাল আরপি সারিন ৷ এই কমিটি হাসপাতালে নারী-পুরুষ চিকিৎসক-স্বাস্থ্যকর্মীদের সুরক্ষার বিষয়টি খতিয়ে দেখে জাতীয় স্তরে একটি প্রোটোকল তৈরি করবে ৷ তাঁদের কাজের সুযোগ-সুবিধার দিকটিও থাকবে প্রোটোকলের মধ্যে ৷ এই জাতীয় টাস্ক ফোর্সকে 3 সপ্তাহের মধ্যে একটি প্রাথমিক রিপোর্ট জমা দিতে হবে আদালতে ৷ দু'মাসের মধ্যে তাদের চূড়ান্ত রিপোর্ট শীর্ষ আদালতে পেশ করতে হবে ৷

আরজি করে চিকিৎসক পড়ুয়া ধর্ষণ ও খুনের ঘটনায় উত্তাল সারা দেশ ৷ ঘটনার প্রতিবাদে দেশজুড়ে আন্দোলন চালিয়ে যাচ্ছেন চিকিৎসকরা ৷ আন্দোলনে সামিল হয়েছেন হাজার হাজার সাধারণ মানুষ, শিল্পী, বুদ্ধিজীবীরা ৷ কলকাতার আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে 14 অগস্ট ভাঙচুরের ঘটনার তদন্ত সিট গঠন করেছে লালবাজার ৷ ইতিমধ্যেই এই ঘটনায় 40 জনকে গ্রেফতার করা হয়েছে ৷

LIVE FEED

10:37 PM, 26 Aug 2024 (IST)

প্রশ্ন শুনেই সাংবাদিককে চুপ করতে বলললেন ছাত্রনেতা

মঙ্গলবার নবান্ন অভিযানে ছাত্রসমাজ । তার আগে সাংবাদিক সম্মেলনে মেজাজ হারালেন মিছিলের আয়োজকরা । তাঁর বিরুদ্ধে ওঠা ধর্ষণের অভিযোগ নিয়ে প্রশ্ন করায় শুভঙ্কর হালদার নামে ছাত্রনেতা এক সাংবাদিককে চুপ করতে বললেন । আর তা নিয়েই শুরু হয়েছে বিতর্ক ।

8:14 PM, 26 Aug 2024 (IST)

নজর ঘোরানোর চেষ্টা করছে সিবিআই, অভিযোগ তৃণমূলের

সিবিআইয়ের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ করল তৃণমূল। বাংলার শাসক দলের দাবি, মূল তদন্ত থেকে নজর ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করছে সিবিআই । নির্যাতিতার ধর্ষণ ও খুনের ঘটনার তদন্ত না করে আরজি করের দুর্নীতি নিয়ে তদন্ত করছে সিবিআই । পাশাপাশি কুণাল ঘোষ জানিয়ে দেন, কেউ দুর্নীতি করে থাকলে তাঁকে শাস্তি দিতেই হবে। কিন্তু তার আগে

6:39 PM, 26 Aug 2024 (IST)

সাতদিনের প্রতিবাদ বিজেপির

আরজি করের ঘটনায় টানা সাতদিন ধরে প্রতিবাদ করবে বিজেপি। 28 অগস্ট থেকে 4 সেপ্টেম্বর পর্যন্ত প্রতিবাদ করবে রাজ্যের প্রধান বিরোধী দল ।

5:50 PM, 26 Aug 2024 (IST)

রাজনৈতিক রং দেওয়ার চেষ্টা, অভিযোগ আন্দোলনকারীরা

গণ আন্দোলনকে রাজনৈতিক রং দেওয়ার চেষ্টা হচ্ছে বলে দাবি করলেন ছাত্রসমাজের প্রতিনিধিরা। কলকাতা প্রেসক্লাবে একটি সাংবাদিক সম্মেলন থেকে এমনই দাবি করলেন আন্দোলনকারীরা ।

4:51 PM, 26 Aug 2024 (IST)

পলিগ্রাফে র‍্যাপিড অ্যাকশন পদ্ধতি

র‍্যাপিড অ্যাকশন পদ্ধতিতে সন্দীপ ঘোষের পলিগ্রাফ পরীক্ষা করার সিদ্ধান্ত নিল সিবিআই। সোমবার ফের পলিগ্রাফ টেস্ট হচ্ছে আরজি কর হাসপাতালের এই প্রাক্তন অধ্যক্ষের।

4:12 PM, 26 Aug 2024 (IST)

বিজেপির চাক্কা বনধ

আরজি করের ঘটনার প্রতিবাদে চাক্কা বনধ কর্মসূচি পালন করতে চলেছে বিজেপি । দলের রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার জানিয়েছেন সেপ্টেম্বর মাসের 4 তারিখ এই চাক্কা বনধের ডাক দেওয়া হয়েছে । জানা গিয়েছে, ওই দিন রাজ্যের বিভিন্ন জায়গায় সকাল 11টা থেকে 12টা পর্যন্ত একঘণ্টা এই কর্মসূচি চলবে ।

3:29 PM, 26 Aug 2024 (IST)

'শকুনের রাজনীতি'র জবাব কংগ্রেসের, অধীরের নেতৃত্বে মিছিলের ডাক

"আর জি কর সহ সর্বক্ষেত্রে অপরাধীদের আড়াল করছে রাজ্য সরকার"। এই অভিযোগ তুলে সমস্ত ঘটনার প্রতিবাদে এবং সঠিক তদন্ত ও দ্রুত বিচারের দাবিতে আগামী ২৯ আগস্ট বৃহস্পতিবার কলেজ স্কোয়ার থেকে শ্যামবাজার পর্যন্ত মিছিলের ডাক দিল পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেস কমিটি। কুণাল ঘোষ দাবি করেছেন 'শকুনের রাজনীতি চলছে। এই বক্তব্যের বিরোধিতা করেই পথে নামছেন কংগ্রেস নেতারা।

Adhir Ranjan Chowdhury
অধীর চৌধুরী (ইটিভি ভারত)

3:16 PM, 26 Aug 2024 (IST)

রাজ্যে নারী ও শিশু নির্যাতন সংক্রান্ত প্রায় 50 হাজার মামলার এখন নিস্পত্তি হয়নি । মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে দেওয়া চিঠিতে একথাই জানালেন দেশের নারী ও শিশু কল্যাম মন্ত্রী অন্নপূর্ণা দেবী ।

3:01 PM, 26 Aug 2024 (IST)

আজ ফের সন্দীপের পলিগ্রাফ টেস্ট

আরজি কর হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের আজ ফের পলিগ্রা0ফ পরীক্ষা। সল্টলেক সিজিও কমপ্লেক্সে এই পরীক্ষার কাজ শুরু করল সিবিআই। মূলত সিবিআইয়ের গোয়েন্দারা জানতে চাইছেন, গত 9 তারিখ ঘটনার দিন আরজি কর হাসপাতালের সেমিনার হলে সঠিক কী ঘটনা ঘটেছিল? আজ সকালে তাঁকে নিজাম প্যালেসে ডেকেছিল সিবিআই।

11:14 AM, 26 Aug 2024 (IST)

আরজি কর কাণ্ডে বিরোধীদের একহাত নিলেন কুণাল ঘোষ

আরজি কর কাণ্ডে বিরোধীদের একহাত নিলেন তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ ৷ এ রাজ্যে 'শকুনের রাজনীতি চলছে' বলে কটাক্ষ করেন তিনি ৷ নবান্ন অভিযানের অনুমতি পুলিশের কাছে নেওয়া হয়নি ৷ যারা বাংলায় প্রত্যাখ্যাত হয়েছেন, তাঁরা এখানে হিংসা সৃষ্টির চেষ্টা করছেন বলে অভিযোগ করেন কুণাল ৷

10:43 AM, 26 Aug 2024 (IST)

দেবাশিস সোমকে নিজাম প্যালেসে ডেকে পাঠাল সিবিআইয়ের দুর্নীতি দমন শাখা

গতকাল সকালে দেবাশিস সোমের কেষ্টপুরের বাড়িতে দীর্ঘক্ষণ ধরে তল্লাশি অভিযান চালান সিবিআইয়ের দুর্নীতি দমন শাখার গোয়েন্দারা। সেখান থেকে বেশ কিছু নথিপত্র তাঁরা সংগ্রহ করেন। দেবাশিস সোমকে জিজ্ঞাসাবাদের পর গতকাল রাতে ছেড়ে দেওয়া হয়। আজ সকালে ফের তাঁর ডাক পড়ল নিজাম প্যালেসে ।

7:21 AM, 26 Aug 2024 (IST)

সিবিআই নজরে আজি করের প্রাক্তন অধ্যক্ষের বডিগার্ড

আরজিকর কাণ্ডে তরুণী চিকিৎসককে ধর্ষণ ও খুনের মতো ঘটনার পাশাপাশি হাসপাতালে দেদার দুর্নীতির অভিযোগ উঠে আসছে তদন্তে । এই দুটি বিষয় সমানভাবে তদন্ত করছে সিবিআই । এবার আরজিকর হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের অ্যাডিশনাল সিকিউরিটি অর্থাৎ বডিগার্ডের খোঁজ পেলেন সিবিআইয়ের গোয়েন্দারা। সিবিআইয়ের দুর্নীতি দমন শাখার গোয়েন্দাদের দাবি, এই ভদ্রলোকের নাম আফসার খান। নিজের বডিগার্ডকে সম্পূর্ণ বেআইনি ভাবে একটি ক্যাফে বানিয়ে দিয়েছিলেন সন্দীপ ।

10:26 PM, 25 Aug 2024 (IST)

যান চলাচলে নিয়ন্ত্রণ

নবান্ন অভিযান ঘিরে যাতে কোনও অপ্রীতিকর পরিস্থিতি তৈরি না হয় তা নিশ্চিত করতে তৎপর লালবাজার। নবান্নর দিকে যায় এমন সব রাস্তাই বন্ধ থাকছে । মঙ্গলবার ভোর 4টে থেকে রাত 10টা পর্যন্ত বিদ্যাসাগর সেতু থেকে শুরু করে জওহরলাল নেহরু রোড-সহ বিভিন্ন রাস্তায় জরুরি সামগ্রী নিয়ে যাওয়া গাড়ি ছাড়া অন্য কোনও গাড়ির প্রবেশ নিষিদ্ধ বলে জানিয়েছেন কলকাতা পুলিশের কমিশনার বিনীত গোয়েল ।

6:40 PM, 25 Aug 2024 (IST)

শ্মশানে যাওয়া কি পাপ? প্রশ্ন নির্মলের

আরজি করের ঘটনার শুরু থেকেই নির্যাতিতার দেহ সৎকার করা নিয়ে প্রশ্ন উঠছে। বিরোধীদের দাবি অপরাধীদের রক্ষা করতে নির্দিষ্ট সময়ের আগেই দেহের সৎকার করা হয়েছে। শুধু তাই নয়, এই ঘটনায় বিধানসভায় তৃণমূলের মুখ্যসচেতক নির্মল ঘোষকেও কাঠগড়ায় তোলা হয়েছে। এবার নির্যাতিতার সৎকার নিয়ে নিজের বক্তব্য স্পষ্ট করে জানালেন নির্মল। একটি অনুষ্ঠানের ফাঁকে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি শ্মশানে থাকার কথা মেনে নিয়ে দাবি করেন,'শ্মশানে যাওয়া কী পাপ? নির্যাতিতার বাবা-মা যেটা চেয়েছেন সেটাই হয়েছে।

6:28 PM, 25 Aug 2024 (IST)

নিজাম প্যালাসে আনা হল আরজি করে ফরেন্সিক শিক্ষককে

আরজি কর হাসপাতালের ফরেন্সিক শিক্ষক দেবাশিস সোমের কেষ্টপুরের বাড়িতে দীর্ঘক্ষণ তল্লাশি অভিযান চালানোর পর এবার তাঁকে সঙ্গে করে নিয়ে নিজাম প্যালেসে এল সিবিআই। দেবাশিসের কাছ থেকে একাধিক অজানা প্রশ্নের উত্তর জানার জন্যই তাঁকে নিজাম প্যালেসে নিয়ে যাওয়া আসা হয়েছে বলে খবর।

5:49 PM, 25 Aug 2024 (IST)

শেষ সঞ্জয়ের পলিগ্রাফ টেস্ট

দীর্ঘ 6 ঘণ্টা পর শেষ হল সঞ্জয় রায়ের পলিগ্রাফ টেস্ট । প্রেসিডেন্সি জেল ছাড়লেন সিবিআইয়ের আধিকারিকরা।

5:39 PM, 25 Aug 2024 (IST)

কল্যাণী থেকে দৌড়ে আরজি করে

কল্যাণীর সেন্ট্রাল পার্ক থেকে দৌড়ে আরজি কর হাসপাতালে এলেন একদল মাঝবয়সি । তাঁদের মধ্যে কেউ প্রাক্তন সেনা, কেউ আবার অ্যাথলেটিক। তাঁরা সকাল সাড়ে সাতটা নাগাদ আর জি কর হাসপাতালের উদ্দেশ্যে রওনা দেন।

12:42 PM, 25 Aug 2024 (IST)

প্রেসিডেন্সি জেলে ধৃত সঞ্জয় রায়ের পলিগ্রাফ শুরু

প্রেসিডেন্সি জেলে পৌঁছাল সিবিআই ৷ আরজি কর হাসপাতালে তরুণী চিকিৎসকের ধর্ষণ ও খুনের ঘটনায় ধৃত অভিযুক্ত সঞ্জয় রায়ের পলিগ্রাফ টেস্ট আজ ৷ সকাল 11.35 মিনিট নাগাদ প্রেসিডেন্সির জেলে পৌঁছান ডাক্তার ও সিবিআই আধিকারিকরা ৷ শুরু হয়েছে সঞ্জয়ের পলিগ্রাফ টেস্ট ৷

12:36 PM, 25 Aug 2024 (IST)

সন্দীপ ঘোষের বাড়িতে আরেকটি সিবিআই দল

সন্দীপ ঘোষ আরজি কর হাসপাতালের অধ্যক্ষ থাকার সময় তাঁর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ উঠেছে ৷ এর তদন্তে রবিবার সকালেই সিবিআই-এর একটি দল তাঁর বেলেঘাটার বাড়িতে পৌঁছায় ৷ এবার দ্বিতীয় আরেকটি দল তাঁর বাড়িতে গেল ৷ এখনও জিজ্ঞাসাবাদ চলছে ৷

11:06 AM, 25 Aug 2024 (IST)

হাসপাতালে দুর্নীতির তদন্তে আরজি করে সিবিআই

রবিবার সাতসকালে আরজি কর হাসপাতালে পৌঁছল সিবিআই-এর একটি প্রতিনিধি দল ৷ আধিকারিকরা হাসপাতালের প্রাক্তন এমএসভিপি এবং অধ্যক্ষের ঘরে যান ৷ ডাঃ সন্দীপ ঘোষ চিকিৎসক থাকাকালীন আরজি কর হাসপাতালে কীভাবে দুর্নীতি হয়েছিল, সেই তদন্ত করতে সিবিআই এর দুর্নীতি দমন শাখার গোয়েন্দারা হাসপাতালে পৌঁছেছেন ৷

10:32 AM, 25 Aug 2024 (IST)

আরজি কর হাসপাতালের সামনে জমায়েত না-করার মেয়াদ বৃদ্ধি

আরজি কর হাসপাতালের সামনে জমায়েত, মিটিং, মিছিল করা যাবে না ৷ গত 18 অগস্ট ভারতীয় ন্যায় সংহিতার 163 ধারা (ভারতীয় দণ্ডবিধির 144 ধারা) জারি করেছিল কলকাতা পুলিশ ৷ সেই সময় বাড়ানো হল ৷ শনিবার পুলিশ কমিশনার বিনীত গোয়েন একটি বিবৃতি জারি করে তা 31 অগস্ট পর্যন্ত বাড়িয়েছেন ৷ এর মধ্যে আরজি কর হাসপাতাল এবং তার আশপাশের বেশ কিছু জায়গায় পাঁচ জনের বেশি এক জায়গায় ভিড় করা যাবে না, মিটিং, মিছিল, সভাও নয় ৷

9:38 AM, 25 Aug 2024 (IST)

হাসপাতালে দুর্নীতির তদন্তে সন্দীপ ঘোষের বাড়িতে সিবিআই

আরজি কর হাসপাতালে তরুণী পড়ুয়া-চিকিৎসকের ধর্ষণ ও হত্যার ঘটনায় 9দিন ধরে সিবিআই জেরা করে চলেছে হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে ৷ শনিবারই তাঁর প্রথম দফার পলিগ্রাফ টেস্ট হয়েছে সিজিও কমপ্লেক্সে ৷ এবার তাঁর বিরুদ্ধে আরজি কর হাসপাতালে দুর্নীতির তদন্ত শুরু করল সিবিআই-এর দুর্নীতি দমন শাখা ৷ রবিবার সকালে প্রাক্তন অধ্যক্ষের বেলেঘাটার বাড়িতে পৌঁছায় সিবিআই-এর একটি দল ৷ আর জি কর হাসপাতালে দুর্নীতির অভিযোগে নতুন এফআইআর দায়ের করে তদন্ত নেমেছে সিবিআই। এবার সিবিআইয়ের দুর্নীতি দমন শাখার গোয়েন্দারা সকালে বেলেঘাটায় আরজি কর হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের বাড়িতে পৌঁছান ৷ সূত্রের খবর, তাঁরা বেশ খানিকক্ষণ রাস্তায় দাঁড়িয়ে অপেক্ষা করছিলেন ৷ তারপর সন্দীপ ঘোষ নিজেই দরজা খুলে 6-7 জন আধিকারিককে বাড়ির ভিতরে নিয়ে যান ৷

এছাড়া সিবিআই-এর আরেকটি দল আরজি কর হাসপাতালের ফরেন্সিক মেডিসিন বিভাগের প্রধান চিকিৎসক দেবাশিস সোমের কেষ্টপুরের বাড়িতে পৌঁছে যায় ৷ এছাড়া হাসপাতালের প্রাক্তন সুপার সঞ্জয় বশিষ্ঠের এন্টালির বাড়িতেও গিয়েছে সিবিআই। দুর্নীতির তদন্তে হাসপাতালের সাপ্লায়ার বিক্রম সিংহের বাড়িতেও পৌঁছেছেন সিবিআই আধিকারিকরা ৷ এদিন রাজ্যের মোট 15টি জায়গায় পৌঁছেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ৷

CBI at Sandip Ghosh's House
সন্দীপ ঘোষের বাড়িতে সিবিআই (ছবি সৌজন্য: এএনআই)

আরজি কর হাসপাতালে পড়ুয়া-চিকিৎসকের হত্য়ার ঘটনার পর দু'সপ্তাহ কেটে গিয়েছে ৷ সিবিআই তদন্তে এখনও অপরাধী অধরাই ৷ এদিকে প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ, অভিযুক্ত ধৃত সঞ্জয় রায়, ঘটনার দিন রাতে নির্যাতিতার সঙ্গে থাকা 4 জন চিকিৎসক, সঞ্জয় রায়ের ঘনিষ্ঠ আরেক সিভিক ভলান্টিয়ারের পলিগ্রাফ টেস্ট করবে সিবিআই ৷ শনিবার সন্দীপ ঘোষের প্রথম দফার পলিগ্রাফ টেস্ট হয়েছে ৷ তাঁর বিরুদ্ধে আরজি কর হাসপাতালে দুর্নীতির অভিযোগ রয়েছে ৷ 25 অগস্ট সেই তদন্ত শুরু করল সিবিআই-এর দুর্নীতি দমন শাখা ৷

আরজি কর হাসপাতালে পড়ুয়া-চিকিৎসকের নৃশংস হত্যাকণ্ডের ঘটনায় স্বতঃপ্রণোদিত পদক্ষেপ করে মামলা গ্রহণ করেছে সুপ্রিম কোর্ট ৷ 22, অগস্ট সেই মামলায় শীর্ষ আদালতে স্টেটাস রিপোর্ট জমা দিয়েছে সিবিআই ৷ রিপোর্ট হাতে পাওয়ার পর প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়, বিচারপতি জেবি পারদিওয়ালা এবং বিচারপতি মনোজ মিশ্রের বেঞ্চ আরজি করের ঘটনায় রাজ্যকে বেশ কয়েকটি ক্ষেত্রে ভর্ৎসনা করেছে ৷ পাশাপাশি দেশজুড়ে চলা জুনিয়র চিকিৎসকদের কাছে কর্মবিরতি তুলে নিয়ে কাজে ফেরার অনুরোধ করেছে ৷ সেই মতো দিল্লির এইমস-সহ দেশের অন্য হাসপাতালের চিকিৎসকরা আন্দোলন প্রত্যাহার করেছে ৷ কিন্তু বাংলায় জুনিয়র চিকিৎসকরা তাঁদের অবস্থানে অনড় ৷

অন্যদিকে, 22 অগস্ট থেকেই আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিরাপত্তার দায়িত্ব নিয়েছে সিআইএসএফ ৷ 20 অগস্ট, সুপ্রিম কোর্টে এই মামলার প্রথম শুনানির দিনে, হাসপাতালে কর্মরত চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তা সুনিশ্চিত করতে 10 সদস্যের জাতীয় টাস্ক ফোর্স গঠনের নির্দেশ দিয়েছে তিন বিচারপতির বেঞ্চ ৷ জাতীয় টাস্ক ফোর্সের নেতৃত্বে রয়েছেন সার্জন ভাইস অ্যাডমিরাল আরপি সারিন ৷ এই কমিটি হাসপাতালে নারী-পুরুষ চিকিৎসক-স্বাস্থ্যকর্মীদের সুরক্ষার বিষয়টি খতিয়ে দেখে জাতীয় স্তরে একটি প্রোটোকল তৈরি করবে ৷ তাঁদের কাজের সুযোগ-সুবিধার দিকটিও থাকবে প্রোটোকলের মধ্যে ৷ এই জাতীয় টাস্ক ফোর্সকে 3 সপ্তাহের মধ্যে একটি প্রাথমিক রিপোর্ট জমা দিতে হবে আদালতে ৷ দু'মাসের মধ্যে তাদের চূড়ান্ত রিপোর্ট শীর্ষ আদালতে পেশ করতে হবে ৷

আরজি করে চিকিৎসক পড়ুয়া ধর্ষণ ও খুনের ঘটনায় উত্তাল সারা দেশ ৷ ঘটনার প্রতিবাদে দেশজুড়ে আন্দোলন চালিয়ে যাচ্ছেন চিকিৎসকরা ৷ আন্দোলনে সামিল হয়েছেন হাজার হাজার সাধারণ মানুষ, শিল্পী, বুদ্ধিজীবীরা ৷ কলকাতার আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে 14 অগস্ট ভাঙচুরের ঘটনার তদন্ত সিট গঠন করেছে লালবাজার ৷ ইতিমধ্যেই এই ঘটনায় 40 জনকে গ্রেফতার করা হয়েছে ৷

LIVE FEED

10:37 PM, 26 Aug 2024 (IST)

প্রশ্ন শুনেই সাংবাদিককে চুপ করতে বলললেন ছাত্রনেতা

মঙ্গলবার নবান্ন অভিযানে ছাত্রসমাজ । তার আগে সাংবাদিক সম্মেলনে মেজাজ হারালেন মিছিলের আয়োজকরা । তাঁর বিরুদ্ধে ওঠা ধর্ষণের অভিযোগ নিয়ে প্রশ্ন করায় শুভঙ্কর হালদার নামে ছাত্রনেতা এক সাংবাদিককে চুপ করতে বললেন । আর তা নিয়েই শুরু হয়েছে বিতর্ক ।

8:14 PM, 26 Aug 2024 (IST)

নজর ঘোরানোর চেষ্টা করছে সিবিআই, অভিযোগ তৃণমূলের

সিবিআইয়ের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ করল তৃণমূল। বাংলার শাসক দলের দাবি, মূল তদন্ত থেকে নজর ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করছে সিবিআই । নির্যাতিতার ধর্ষণ ও খুনের ঘটনার তদন্ত না করে আরজি করের দুর্নীতি নিয়ে তদন্ত করছে সিবিআই । পাশাপাশি কুণাল ঘোষ জানিয়ে দেন, কেউ দুর্নীতি করে থাকলে তাঁকে শাস্তি দিতেই হবে। কিন্তু তার আগে

6:39 PM, 26 Aug 2024 (IST)

সাতদিনের প্রতিবাদ বিজেপির

আরজি করের ঘটনায় টানা সাতদিন ধরে প্রতিবাদ করবে বিজেপি। 28 অগস্ট থেকে 4 সেপ্টেম্বর পর্যন্ত প্রতিবাদ করবে রাজ্যের প্রধান বিরোধী দল ।

5:50 PM, 26 Aug 2024 (IST)

রাজনৈতিক রং দেওয়ার চেষ্টা, অভিযোগ আন্দোলনকারীরা

গণ আন্দোলনকে রাজনৈতিক রং দেওয়ার চেষ্টা হচ্ছে বলে দাবি করলেন ছাত্রসমাজের প্রতিনিধিরা। কলকাতা প্রেসক্লাবে একটি সাংবাদিক সম্মেলন থেকে এমনই দাবি করলেন আন্দোলনকারীরা ।

4:51 PM, 26 Aug 2024 (IST)

পলিগ্রাফে র‍্যাপিড অ্যাকশন পদ্ধতি

র‍্যাপিড অ্যাকশন পদ্ধতিতে সন্দীপ ঘোষের পলিগ্রাফ পরীক্ষা করার সিদ্ধান্ত নিল সিবিআই। সোমবার ফের পলিগ্রাফ টেস্ট হচ্ছে আরজি কর হাসপাতালের এই প্রাক্তন অধ্যক্ষের।

4:12 PM, 26 Aug 2024 (IST)

বিজেপির চাক্কা বনধ

আরজি করের ঘটনার প্রতিবাদে চাক্কা বনধ কর্মসূচি পালন করতে চলেছে বিজেপি । দলের রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার জানিয়েছেন সেপ্টেম্বর মাসের 4 তারিখ এই চাক্কা বনধের ডাক দেওয়া হয়েছে । জানা গিয়েছে, ওই দিন রাজ্যের বিভিন্ন জায়গায় সকাল 11টা থেকে 12টা পর্যন্ত একঘণ্টা এই কর্মসূচি চলবে ।

3:29 PM, 26 Aug 2024 (IST)

'শকুনের রাজনীতি'র জবাব কংগ্রেসের, অধীরের নেতৃত্বে মিছিলের ডাক

"আর জি কর সহ সর্বক্ষেত্রে অপরাধীদের আড়াল করছে রাজ্য সরকার"। এই অভিযোগ তুলে সমস্ত ঘটনার প্রতিবাদে এবং সঠিক তদন্ত ও দ্রুত বিচারের দাবিতে আগামী ২৯ আগস্ট বৃহস্পতিবার কলেজ স্কোয়ার থেকে শ্যামবাজার পর্যন্ত মিছিলের ডাক দিল পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেস কমিটি। কুণাল ঘোষ দাবি করেছেন 'শকুনের রাজনীতি চলছে। এই বক্তব্যের বিরোধিতা করেই পথে নামছেন কংগ্রেস নেতারা।

Adhir Ranjan Chowdhury
অধীর চৌধুরী (ইটিভি ভারত)

3:16 PM, 26 Aug 2024 (IST)

রাজ্যে নারী ও শিশু নির্যাতন সংক্রান্ত প্রায় 50 হাজার মামলার এখন নিস্পত্তি হয়নি । মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে দেওয়া চিঠিতে একথাই জানালেন দেশের নারী ও শিশু কল্যাম মন্ত্রী অন্নপূর্ণা দেবী ।

3:01 PM, 26 Aug 2024 (IST)

আজ ফের সন্দীপের পলিগ্রাফ টেস্ট

আরজি কর হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের আজ ফের পলিগ্রা0ফ পরীক্ষা। সল্টলেক সিজিও কমপ্লেক্সে এই পরীক্ষার কাজ শুরু করল সিবিআই। মূলত সিবিআইয়ের গোয়েন্দারা জানতে চাইছেন, গত 9 তারিখ ঘটনার দিন আরজি কর হাসপাতালের সেমিনার হলে সঠিক কী ঘটনা ঘটেছিল? আজ সকালে তাঁকে নিজাম প্যালেসে ডেকেছিল সিবিআই।

11:14 AM, 26 Aug 2024 (IST)

আরজি কর কাণ্ডে বিরোধীদের একহাত নিলেন কুণাল ঘোষ

আরজি কর কাণ্ডে বিরোধীদের একহাত নিলেন তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ ৷ এ রাজ্যে 'শকুনের রাজনীতি চলছে' বলে কটাক্ষ করেন তিনি ৷ নবান্ন অভিযানের অনুমতি পুলিশের কাছে নেওয়া হয়নি ৷ যারা বাংলায় প্রত্যাখ্যাত হয়েছেন, তাঁরা এখানে হিংসা সৃষ্টির চেষ্টা করছেন বলে অভিযোগ করেন কুণাল ৷

10:43 AM, 26 Aug 2024 (IST)

দেবাশিস সোমকে নিজাম প্যালেসে ডেকে পাঠাল সিবিআইয়ের দুর্নীতি দমন শাখা

গতকাল সকালে দেবাশিস সোমের কেষ্টপুরের বাড়িতে দীর্ঘক্ষণ ধরে তল্লাশি অভিযান চালান সিবিআইয়ের দুর্নীতি দমন শাখার গোয়েন্দারা। সেখান থেকে বেশ কিছু নথিপত্র তাঁরা সংগ্রহ করেন। দেবাশিস সোমকে জিজ্ঞাসাবাদের পর গতকাল রাতে ছেড়ে দেওয়া হয়। আজ সকালে ফের তাঁর ডাক পড়ল নিজাম প্যালেসে ।

7:21 AM, 26 Aug 2024 (IST)

সিবিআই নজরে আজি করের প্রাক্তন অধ্যক্ষের বডিগার্ড

আরজিকর কাণ্ডে তরুণী চিকিৎসককে ধর্ষণ ও খুনের মতো ঘটনার পাশাপাশি হাসপাতালে দেদার দুর্নীতির অভিযোগ উঠে আসছে তদন্তে । এই দুটি বিষয় সমানভাবে তদন্ত করছে সিবিআই । এবার আরজিকর হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের অ্যাডিশনাল সিকিউরিটি অর্থাৎ বডিগার্ডের খোঁজ পেলেন সিবিআইয়ের গোয়েন্দারা। সিবিআইয়ের দুর্নীতি দমন শাখার গোয়েন্দাদের দাবি, এই ভদ্রলোকের নাম আফসার খান। নিজের বডিগার্ডকে সম্পূর্ণ বেআইনি ভাবে একটি ক্যাফে বানিয়ে দিয়েছিলেন সন্দীপ ।

10:26 PM, 25 Aug 2024 (IST)

যান চলাচলে নিয়ন্ত্রণ

নবান্ন অভিযান ঘিরে যাতে কোনও অপ্রীতিকর পরিস্থিতি তৈরি না হয় তা নিশ্চিত করতে তৎপর লালবাজার। নবান্নর দিকে যায় এমন সব রাস্তাই বন্ধ থাকছে । মঙ্গলবার ভোর 4টে থেকে রাত 10টা পর্যন্ত বিদ্যাসাগর সেতু থেকে শুরু করে জওহরলাল নেহরু রোড-সহ বিভিন্ন রাস্তায় জরুরি সামগ্রী নিয়ে যাওয়া গাড়ি ছাড়া অন্য কোনও গাড়ির প্রবেশ নিষিদ্ধ বলে জানিয়েছেন কলকাতা পুলিশের কমিশনার বিনীত গোয়েল ।

6:40 PM, 25 Aug 2024 (IST)

শ্মশানে যাওয়া কি পাপ? প্রশ্ন নির্মলের

আরজি করের ঘটনার শুরু থেকেই নির্যাতিতার দেহ সৎকার করা নিয়ে প্রশ্ন উঠছে। বিরোধীদের দাবি অপরাধীদের রক্ষা করতে নির্দিষ্ট সময়ের আগেই দেহের সৎকার করা হয়েছে। শুধু তাই নয়, এই ঘটনায় বিধানসভায় তৃণমূলের মুখ্যসচেতক নির্মল ঘোষকেও কাঠগড়ায় তোলা হয়েছে। এবার নির্যাতিতার সৎকার নিয়ে নিজের বক্তব্য স্পষ্ট করে জানালেন নির্মল। একটি অনুষ্ঠানের ফাঁকে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি শ্মশানে থাকার কথা মেনে নিয়ে দাবি করেন,'শ্মশানে যাওয়া কী পাপ? নির্যাতিতার বাবা-মা যেটা চেয়েছেন সেটাই হয়েছে।

6:28 PM, 25 Aug 2024 (IST)

নিজাম প্যালাসে আনা হল আরজি করে ফরেন্সিক শিক্ষককে

আরজি কর হাসপাতালের ফরেন্সিক শিক্ষক দেবাশিস সোমের কেষ্টপুরের বাড়িতে দীর্ঘক্ষণ তল্লাশি অভিযান চালানোর পর এবার তাঁকে সঙ্গে করে নিয়ে নিজাম প্যালেসে এল সিবিআই। দেবাশিসের কাছ থেকে একাধিক অজানা প্রশ্নের উত্তর জানার জন্যই তাঁকে নিজাম প্যালেসে নিয়ে যাওয়া আসা হয়েছে বলে খবর।

5:49 PM, 25 Aug 2024 (IST)

শেষ সঞ্জয়ের পলিগ্রাফ টেস্ট

দীর্ঘ 6 ঘণ্টা পর শেষ হল সঞ্জয় রায়ের পলিগ্রাফ টেস্ট । প্রেসিডেন্সি জেল ছাড়লেন সিবিআইয়ের আধিকারিকরা।

5:39 PM, 25 Aug 2024 (IST)

কল্যাণী থেকে দৌড়ে আরজি করে

কল্যাণীর সেন্ট্রাল পার্ক থেকে দৌড়ে আরজি কর হাসপাতালে এলেন একদল মাঝবয়সি । তাঁদের মধ্যে কেউ প্রাক্তন সেনা, কেউ আবার অ্যাথলেটিক। তাঁরা সকাল সাড়ে সাতটা নাগাদ আর জি কর হাসপাতালের উদ্দেশ্যে রওনা দেন।

12:42 PM, 25 Aug 2024 (IST)

প্রেসিডেন্সি জেলে ধৃত সঞ্জয় রায়ের পলিগ্রাফ শুরু

প্রেসিডেন্সি জেলে পৌঁছাল সিবিআই ৷ আরজি কর হাসপাতালে তরুণী চিকিৎসকের ধর্ষণ ও খুনের ঘটনায় ধৃত অভিযুক্ত সঞ্জয় রায়ের পলিগ্রাফ টেস্ট আজ ৷ সকাল 11.35 মিনিট নাগাদ প্রেসিডেন্সির জেলে পৌঁছান ডাক্তার ও সিবিআই আধিকারিকরা ৷ শুরু হয়েছে সঞ্জয়ের পলিগ্রাফ টেস্ট ৷

12:36 PM, 25 Aug 2024 (IST)

সন্দীপ ঘোষের বাড়িতে আরেকটি সিবিআই দল

সন্দীপ ঘোষ আরজি কর হাসপাতালের অধ্যক্ষ থাকার সময় তাঁর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ উঠেছে ৷ এর তদন্তে রবিবার সকালেই সিবিআই-এর একটি দল তাঁর বেলেঘাটার বাড়িতে পৌঁছায় ৷ এবার দ্বিতীয় আরেকটি দল তাঁর বাড়িতে গেল ৷ এখনও জিজ্ঞাসাবাদ চলছে ৷

11:06 AM, 25 Aug 2024 (IST)

হাসপাতালে দুর্নীতির তদন্তে আরজি করে সিবিআই

রবিবার সাতসকালে আরজি কর হাসপাতালে পৌঁছল সিবিআই-এর একটি প্রতিনিধি দল ৷ আধিকারিকরা হাসপাতালের প্রাক্তন এমএসভিপি এবং অধ্যক্ষের ঘরে যান ৷ ডাঃ সন্দীপ ঘোষ চিকিৎসক থাকাকালীন আরজি কর হাসপাতালে কীভাবে দুর্নীতি হয়েছিল, সেই তদন্ত করতে সিবিআই এর দুর্নীতি দমন শাখার গোয়েন্দারা হাসপাতালে পৌঁছেছেন ৷

10:32 AM, 25 Aug 2024 (IST)

আরজি কর হাসপাতালের সামনে জমায়েত না-করার মেয়াদ বৃদ্ধি

আরজি কর হাসপাতালের সামনে জমায়েত, মিটিং, মিছিল করা যাবে না ৷ গত 18 অগস্ট ভারতীয় ন্যায় সংহিতার 163 ধারা (ভারতীয় দণ্ডবিধির 144 ধারা) জারি করেছিল কলকাতা পুলিশ ৷ সেই সময় বাড়ানো হল ৷ শনিবার পুলিশ কমিশনার বিনীত গোয়েন একটি বিবৃতি জারি করে তা 31 অগস্ট পর্যন্ত বাড়িয়েছেন ৷ এর মধ্যে আরজি কর হাসপাতাল এবং তার আশপাশের বেশ কিছু জায়গায় পাঁচ জনের বেশি এক জায়গায় ভিড় করা যাবে না, মিটিং, মিছিল, সভাও নয় ৷

9:38 AM, 25 Aug 2024 (IST)

হাসপাতালে দুর্নীতির তদন্তে সন্দীপ ঘোষের বাড়িতে সিবিআই

আরজি কর হাসপাতালে তরুণী পড়ুয়া-চিকিৎসকের ধর্ষণ ও হত্যার ঘটনায় 9দিন ধরে সিবিআই জেরা করে চলেছে হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে ৷ শনিবারই তাঁর প্রথম দফার পলিগ্রাফ টেস্ট হয়েছে সিজিও কমপ্লেক্সে ৷ এবার তাঁর বিরুদ্ধে আরজি কর হাসপাতালে দুর্নীতির তদন্ত শুরু করল সিবিআই-এর দুর্নীতি দমন শাখা ৷ রবিবার সকালে প্রাক্তন অধ্যক্ষের বেলেঘাটার বাড়িতে পৌঁছায় সিবিআই-এর একটি দল ৷ আর জি কর হাসপাতালে দুর্নীতির অভিযোগে নতুন এফআইআর দায়ের করে তদন্ত নেমেছে সিবিআই। এবার সিবিআইয়ের দুর্নীতি দমন শাখার গোয়েন্দারা সকালে বেলেঘাটায় আরজি কর হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের বাড়িতে পৌঁছান ৷ সূত্রের খবর, তাঁরা বেশ খানিকক্ষণ রাস্তায় দাঁড়িয়ে অপেক্ষা করছিলেন ৷ তারপর সন্দীপ ঘোষ নিজেই দরজা খুলে 6-7 জন আধিকারিককে বাড়ির ভিতরে নিয়ে যান ৷

এছাড়া সিবিআই-এর আরেকটি দল আরজি কর হাসপাতালের ফরেন্সিক মেডিসিন বিভাগের প্রধান চিকিৎসক দেবাশিস সোমের কেষ্টপুরের বাড়িতে পৌঁছে যায় ৷ এছাড়া হাসপাতালের প্রাক্তন সুপার সঞ্জয় বশিষ্ঠের এন্টালির বাড়িতেও গিয়েছে সিবিআই। দুর্নীতির তদন্তে হাসপাতালের সাপ্লায়ার বিক্রম সিংহের বাড়িতেও পৌঁছেছেন সিবিআই আধিকারিকরা ৷ এদিন রাজ্যের মোট 15টি জায়গায় পৌঁছেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ৷

CBI at Sandip Ghosh's House
সন্দীপ ঘোষের বাড়িতে সিবিআই (ছবি সৌজন্য: এএনআই)
Last Updated : Aug 26, 2024, 10:41 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.