রামপুরহাট, 27 জুন: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে কলকাতা-সহ বেআইনি হকার উচ্ছেদ অভিযান চলছে রাজ্যজুড়ে । বৃহস্পতিবার সকালেও রামপুরহাট ও তারাপীঠ এলাকায় শুরু হল ফুটপাতের বেআইনি হকার উচ্ছেদ অভিযান ৷ রামপুরহাট মহকুমা শাসকের নেতৃত্বে রামপুরহাটের নিশ্চিন্তপুর এলাকাতেও কেবল ভেঙে দেওয়া হল প্রায় 100টি দোকান।
বুধবার সন্ধ্যাবেলা রামপুরহাট শহর এলাকায় মাইকিং করে হকারদের ফুটপাত থেকে সরে যেতে নির্দেশ দেওয়া হয়েছিল পুরসভার তরফ থেকে। এদিন সকাল হতেই শুরু হয় উচ্ছেদ অভিযান ৷ রামপুরহাট পুরসভার পুরপ্রধান বলেন, "বুধবার জেলাশাসকের সঙ্গে এই বিষয়ে একটি মিটিং হয়েছিল। সেখানে আমাদের যে নির্দেশ দেওয়া হয়েছে সেই মতো আমরা কাজে নেমেছি। সমস্ত হকারদের আগে থেকেই জানানো হয়েছিলো তাদের দোকান সরিয়ে দেওয়ার জন্য। আজ যে উচ্ছেদ হবে সেটাও আগে জানানো হয়েছিল ৷ সেইমতোই আজ সকাল থেকে দোকান ভাঙার কাজ শুরু হয়েছে।"
স্থানীয় দোকানদারের অভিযোগ পর্যাপ্ত সময় না-দিয়ে উচ্ছেদ অভিযান শুরু হয়েছে। হকারদের অভিযোগ, সরকারের হঠকারী সিদ্ধান্তের জন্য তাঁদের পথে বসতে হয়েছে । অধিকাংশ হকারের দাবি তাঁদের কার্যত অন্ধকারে রেখে এই অভিযান চালিয়েছে পুলিশ ও পুরসভা। হঠাৎ দোকান ভেঙে দেওয়ার জন্য তাঁদের রুটি-রুজি বন্ধ হয়ে যেতে পারে বলেই দাবি হকারদের।
মহকুমা শাসক সৌরভ পাণ্ডে বলেন, "আমরা নির্দেশ অনুযায়ী সকাল বেলা কাজে নেমেছি। ফুটপাত বেআইনি দখলদারি হটানোর কাজ চলছে ৷ পাশাপাশি কংক্রিটের দোকান যাঁদের আছে সেগুলো চিহ্নিত করে নোটিশ করা হবে। পরে তা ভেঙে দেওয়া হবে।"