ETV Bharat / state

বিনা টিকিটে রেলে ভ্রমণ! আসছে 'প্রগতি' - Eastern Railway launched pragati - EASTERN RAILWAY LAUNCHED PRAGATI

Eastern Railway: টিকিট না কেটে ট্রেনে ভ্রমণকারীদের ধরতে এবার আসছে 'প্রগতি' ৷ আসানসোল ডিভিশনে চলবে এই টিকিট চেকিং স্পেশাল ট্রেন ৷ বিনা টিকিটের যাত্রীদের চিহ্নিত করার পাশাপাশি, স্বাচ্ছন্দ্যের উপর নজর রাখবে ৷

Eastern Railway
বিনা টিকিটের যাত্রীদের ধরতে 'প্রগতি' (নিজস্ব ছবি)
author img

By ETV Bharat Bangla Team

Published : Jul 4, 2024, 4:02 PM IST

আসানসোল, 4 জুলাই: বিনা টিকিটের যাত্রীদের চিহ্নিত করে জরিমানা বাবদ বিপুল টাকা আয় করে রেল ৷ এই অভিযানকে আরও জোরদার করতে আসানসোল রেল ডিভিশন নিয়ে এল টিকিট চেকিং স্পেশাল ট্রেন। যার নাম দেওয়া হয়েছে প্রগতি। এই বিশেষ ট্রেনে টিকিট পরীক্ষকরা ভ্রমণ করবেন। এই প্রগতির বিশেষত্ব হল কোনও স্টেশনে নয়, দু’টি স্টেশনের মাঝামাঝি জায়গায় ট্রেম থামিয়ে যাত্রীদের টিকিট পরীক্ষা করবেন পরীক্ষকরা ৷

টিকিট পরীক্ষকদের কাজের সুবিধার্থে বিশেষ ট্রেন ৷ সোমবার আসানসোল রেল ডিভিশনে চালু করা হয়েছে একটি বিশেষ ট্রেন। যার নাম দেওয়া হয়েছে 'প্রগতি'। এই রেলের উদ্বোধন করেছেন পূর্ব রেলের আসানসোল ডিভিশনের ডিআরএম শ্রী চেতনানন্দ সিং। এই ট্রেন শুধু টিকিট পরীক্ষা নয়, যাত্রী স্বাচ্ছন্দ্যের উপর নজর রাখবে ৷

ডিআরএম চেতনানন্দ সিং জানিয়েছেন, চলন্ত ট্রেনগুলিতে টিকিট পরিদর্শন করতে ব্যবহার করা হবে এই প্রগতিকে। তবে টিকিট চেকিং ছাড়াও, 'প্রগতি' রেলের রক্ষণাবেক্ষণ ও পরিচালনার কাজে সহায়তা করবে। পুরোনো ট্রেনকে কাঁচরাপাড়া ওয়ার্কশপে সংস্কার করে 5 কামরা বিশষ্ট এই বিশেষ ট্রেন আনা হয়েছে । রেলের টিকিট পরীক্ষকরা এই ট্রেনে ভ্রমণ করবেন। চলন্ত ট্রেন থামিয়ে উঠে পড়বেন মাঝপথে। চলবে লাগাতার অভিযান। যাত্রীদের জরিমানা এড়াতে টিকিট কেটে ভ্রমণ করুন ৷ তাতে আপনার যাত্রা পথ মসৃণ এবং ঝামেলামুক্ত হবে।"

বিনা টিকিটে রেল ভ্রমণ একদিকে যেমন অপরাধ, এক ধরনের খারাপ অভ্যাসও। অনেক যাত্রীরেই টিকিট কাটার সামর্থ্য থাকলেও, টিকিট না-কেটে ভ্রমণ করেন। যার ফলে আর্থিক ক্ষতি সম্মুখীন হয় রেল। তা বন্ধ করতেই আসানসোল রেল ডিভিশন কয়েকটি ইতিবাচক ভূমিকা নিয়েছে। বড় স্টেশনগুলোতে অভিযান চালানোর ও বিভিন্ন ট্রেনে হানা দেওয়ায় একাধিক বিনা টিকিটের রেল যাত্রী ধরা পড়েছে। জরিমানা ও টিকিটের মূল্য সংগ্রহ বাবদ কোটি টাকার উপর আয় হয়েছে আসানসোল রেল ডিভিশনের।

আসানসোল, 4 জুলাই: বিনা টিকিটের যাত্রীদের চিহ্নিত করে জরিমানা বাবদ বিপুল টাকা আয় করে রেল ৷ এই অভিযানকে আরও জোরদার করতে আসানসোল রেল ডিভিশন নিয়ে এল টিকিট চেকিং স্পেশাল ট্রেন। যার নাম দেওয়া হয়েছে প্রগতি। এই বিশেষ ট্রেনে টিকিট পরীক্ষকরা ভ্রমণ করবেন। এই প্রগতির বিশেষত্ব হল কোনও স্টেশনে নয়, দু’টি স্টেশনের মাঝামাঝি জায়গায় ট্রেম থামিয়ে যাত্রীদের টিকিট পরীক্ষা করবেন পরীক্ষকরা ৷

টিকিট পরীক্ষকদের কাজের সুবিধার্থে বিশেষ ট্রেন ৷ সোমবার আসানসোল রেল ডিভিশনে চালু করা হয়েছে একটি বিশেষ ট্রেন। যার নাম দেওয়া হয়েছে 'প্রগতি'। এই রেলের উদ্বোধন করেছেন পূর্ব রেলের আসানসোল ডিভিশনের ডিআরএম শ্রী চেতনানন্দ সিং। এই ট্রেন শুধু টিকিট পরীক্ষা নয়, যাত্রী স্বাচ্ছন্দ্যের উপর নজর রাখবে ৷

ডিআরএম চেতনানন্দ সিং জানিয়েছেন, চলন্ত ট্রেনগুলিতে টিকিট পরিদর্শন করতে ব্যবহার করা হবে এই প্রগতিকে। তবে টিকিট চেকিং ছাড়াও, 'প্রগতি' রেলের রক্ষণাবেক্ষণ ও পরিচালনার কাজে সহায়তা করবে। পুরোনো ট্রেনকে কাঁচরাপাড়া ওয়ার্কশপে সংস্কার করে 5 কামরা বিশষ্ট এই বিশেষ ট্রেন আনা হয়েছে । রেলের টিকিট পরীক্ষকরা এই ট্রেনে ভ্রমণ করবেন। চলন্ত ট্রেন থামিয়ে উঠে পড়বেন মাঝপথে। চলবে লাগাতার অভিযান। যাত্রীদের জরিমানা এড়াতে টিকিট কেটে ভ্রমণ করুন ৷ তাতে আপনার যাত্রা পথ মসৃণ এবং ঝামেলামুক্ত হবে।"

বিনা টিকিটে রেল ভ্রমণ একদিকে যেমন অপরাধ, এক ধরনের খারাপ অভ্যাসও। অনেক যাত্রীরেই টিকিট কাটার সামর্থ্য থাকলেও, টিকিট না-কেটে ভ্রমণ করেন। যার ফলে আর্থিক ক্ষতি সম্মুখীন হয় রেল। তা বন্ধ করতেই আসানসোল রেল ডিভিশন কয়েকটি ইতিবাচক ভূমিকা নিয়েছে। বড় স্টেশনগুলোতে অভিযান চালানোর ও বিভিন্ন ট্রেনে হানা দেওয়ায় একাধিক বিনা টিকিটের রেল যাত্রী ধরা পড়েছে। জরিমানা ও টিকিটের মূল্য সংগ্রহ বাবদ কোটি টাকার উপর আয় হয়েছে আসানসোল রেল ডিভিশনের।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.