জলপাইগুড়ি, 28 জানুয়ারি: যাত্রায় ফিরলেন প্রাক্তন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধি ৷ রবিবার সকালে জলপাইগুড়ি থেকে ফের শুরু হল ভারত জোড়ো ন্যায় যাত্রা ৷ ওয়েনাড়ের কংগ্রেস সাংসদকে দেখতে রাস্তায় ঢল নামল মানুষের ৷ জলপাইগুড়ি পিডব্লিউডি মোড় থেকে এসইউভিতে বেগুনটারি মোড় পর্যন্ত রোড শো করেন সনিয়া-পুত্র ৷ এদিন দুপুর 2টো 44 মিনিটে শিলিগুড়ি থেকে সড়ক পথে জলপাইগুড়িতে আসেন রাহুল গান্ধি ৷ শহরের পিডব্লিউডি মোড় থেকে গাড়ি থেকে পায়ে হেঁটে নেতাজি সুভাষ চন্দ্র বোসের মূর্তিতে মাল্য অর্পণ করে শ্রদ্ধা জানান রাহুল ৷
এরপর হুড খোলা গাড়িতে প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরীকে সঙ্গে নিয়ে রোড শো করেন কংগ্রেস নেতা ৷ জলপাইগুড়িতে রাহুল গান্ধি আসছেন, এই খবরে রাস্তার দু'ধারে হাজার হাজার মানুষ তাঁকে দেখতে সার দিয়ে অপেক্ষা করছিলেন ৷
এদিন ভারত জোড়ো ন্যায় যাত্রা পিডব্লিউডি মোড় থেকে পোস্ট অফিস মোড়, থানা মোড় হয়ে কদমতলায় পৌঁছয় ৷ এরপর কদমতলা থেকে বেগুনটারি পর্যন্ত হুড খোলা গাড়িতে রোড শো করে গাড়ি থেকে নেমে যান রাহুল । এরপর তিনি বাসে উঠে শিলিগুড়ির উদ্দেশ্যে রওনা দেন । রাহুলকে দেখে কেউ গোলাপ দিলেন, কেউ বা ছবি উপহার দেন ৷ সবমিলিয়ে রবিবাসরীয় ন্যায় যাত্রায় রাহুল নিয়ে উন্মাদনা ছিল চোখে পড়ার মতো ৷
ভারত জোড়ো ন্যায় যাত্রার সময় রাহুল গান্ধি বাবুপাড়া থেকে এক পড়ুয়াকে তাঁর গাড়িতে তুলে নেন ৷ এরপর ওই পড়ুয়াকে সঙ্গে নিয়ে থানা মোড় পর্যন্ত যান ৷ এরপর প্রভাত মোড়ে এক ছাত্রীকে তাঁর গাড়িতে তুলে নেন ৷ এইভাবেই তিনি জলপাইগুড়িতে সাধারণ মানুষের মধ্যে মিশে যান ৷
এদিনের ভারত জোড়ো ন্যায় যাত্রার মিছিলে ছিলেন কংগ্রেসের রাজ্যসভার সাংসদ জয়রাম রমেশ, প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী-সহ অন্য কংগ্রেস নেতারা ৷ কংগ্রেসের সাধারণ সম্পাদক জয়রাম রমেশ বলেন, "জলপাইগুড়ির মানুষ আজ জনসমুদ্র দেখল ৷ আজ যেভাবে মানুষ রাহুলের জনসংযোগ যাত্রায় রাস্তার নেমে এসেছিলেন তাতে আমরা আপ্লুত ৷ হাজার হাজার মানুষ তাঁকে স্বাগত জানিয়েছেন ৷" কংগ্রেস সূত্রে খবর, রাহুল গান্ধির নেতৃত্বে ভারত জোড়ো ন্যায় যাত্রা আজ রাতে শিলিগুড়িতেই থাকবে ৷ সোমবার উত্তর দিনাজপুরের ইসলামপুরের যাবে ন্যায় যাত্রা ৷ এরপর বিহারে পৌঁছবে ৷
আরও পড়ুন: