ETV Bharat / state

অভিক দে-র 'থ্রেট কালচার' উত্তরবঙ্গ মেডিক্যালেও ! গৌতম দেবকে ঘিরে তুমুল বিক্ষোভ - Threat Culture in Medical Colleges

Threat Culture in North Bengal Medical College: এসএসকেএম-এর পিজিটি চিকিৎসক অভীক দে’র হুমকি থেকে রেহাই পাননি উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালের জুনিয়র ডাক্তাররাও ! এমনই অভিযোগে আজ রোগী কল্যাণ সমিতির বৈঠকে চেয়ারম্যান গৌতম দেবকে ঘিরে বিক্ষোভ দেখালেন তাঁরা ৷ তাঁদের সঙ্গে সামিল হলেন হাসপাতালের হাউস স্টাফরাও ৷

Threat Culture in North Bengal Medical College
উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজে গৌতম দেবকে ঘিরে জুনিয়র ডাক্তারদের বিক্ষোভ ৷ (নিজস্ব চিত্র)
author img

By ETV Bharat Bangla Team

Published : Sep 4, 2024, 5:15 PM IST

Updated : Sep 4, 2024, 8:05 PM IST

দার্জিলিং, 4 সেপ্টেম্বর: এবার ‘থ্রেট কালচারে’র অভিযোগ উঠল উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ৷ বুধবার এই অভিযোগে উত্তাল হল উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ৷ রোগী কল্যাণ সমিতির বৈঠকে এসে হাসপাতালের রেসিডেন্ট ডক্টরস অ্যাসোসিয়েশন এবং হাউস স্টাফদের বিক্ষোভের মুখে পড়লেন চেয়ারম্যান তথা শিলিগুড়ির মেয়র গৌতম দেব ৷ অভিযোগ, জুনিয়র ডাক্তারদের একাংশকে ফোন করে হুমকি দিয়েছেন অভীক দে এবং হাসপাতালের তৃণমূল ছাত্র পরিষদের নেতারা ৷

উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজে গৌতম দেবকে ঘিরে জুনিয়র ডাক্তারদের বিক্ষোভ ৷ (ইটিভি ভারত)

আজ উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালের জুনিয়র ডাক্তারদের একাংশের অভিযোগ, তাঁদের আন্দোলন প্রত্যাহার করতে বলে হুমকি দেওয়া হয়েছে ৷ এনিয়ে কলেজ কর্তৃপক্ষকে কোনওরকম অভিযোগ করা হলে, পড়ুয়াদের দেখে নেওয়ার হুমকিও দেওয়া হয়েছে ৷ এমনকি আন্দোলনের প্রথম সারিতে থাকা কয়েকজনকে প্রাণে মারার হুমকিও দেওয়া হচ্ছে বলে অভিযোগ উঠেছে ৷

আন্দোলনকারী জুনিয়র ডাক্তাদের অভিযোগ, কলেজের এক অধ্যাপক চিকিৎসকও এই 'থ্রেট কালচারে'র সঙ্গে যুক্ত রয়েছেন ৷ তাঁদের দাবি, অবিলম্বে কলেজ কাউন্সিলের বৈঠক ডেকে অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ করতে হবে ৷ পাশাপাশি, আরজি কর-কাণ্ডে চর্চায় আসা এসএসকেএমের পিজিটি চিকিৎসক অভীক দে'র উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজে প্রবেশ নিষিদ্ধ করার দাবিও তোলা হয়েছে ৷ অভিযোগের সেই তালিকায় মেডিক্যাল কলেজের একজন সিনিয়র ডাক্তার এবং এক জুনিয়র ডাক্তারেরও নাম রয়েছে ৷

এই বিষয়ে হাসপাতালের সার্জেন চিকিৎসক এসকে রায় বলেন, "আমাদেরকে হুমকি দিয়ে নম্বর বাড়ানো হয়েছে ৷ ডিন, প্রিন্সিপাল রয়েছেন ৷ সিবিআই তদন্ত করে দেখুক ৷ আমরা ভয় পাই না ৷" তবে, গৌতম দেবকে এসএসকেএমের পিজিটি অভীক দে সম্পর্কে প্রশ্ন করা হলে, তিনি তা এড়িয়ে যান ৷ গৌতম দেব বলেন, "ওসব আমি শুনতে চাই না ৷ কে অভীক দে, কোথাকার হরিদাস পাল আমি জানি না ৷ তাঁর সম্পর্কে কিছু শুনতে চাই না ৷"

অন্যদিকে, তাঁকে ঘিরে বিক্ষোভ প্রসঙ্গে গৌতম দেব বলেন, "আমাকে আটকানো হয়নি ৷ তবে, ওরা যে অভিযোগ করেছে, তা খতিয়ে দেখা হবে ৷ প্রিন্সিপাল সব খতিয়ে দেখবেন বলে আশ্বাস দিয়েছেন ৷ আমি আগেও খোঁজ নিয়েছিলাম ৷ তখন এই অভিযোগগুলি করা হয়নি ৷ এখন অভিযোগ করছে ৷ আর হস্টেল নিয়ে প্রিন্সিপাল এবং বাকিরা আছেন, তাঁরা দেখবেন ৷"

দার্জিলিং, 4 সেপ্টেম্বর: এবার ‘থ্রেট কালচারে’র অভিযোগ উঠল উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ৷ বুধবার এই অভিযোগে উত্তাল হল উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ৷ রোগী কল্যাণ সমিতির বৈঠকে এসে হাসপাতালের রেসিডেন্ট ডক্টরস অ্যাসোসিয়েশন এবং হাউস স্টাফদের বিক্ষোভের মুখে পড়লেন চেয়ারম্যান তথা শিলিগুড়ির মেয়র গৌতম দেব ৷ অভিযোগ, জুনিয়র ডাক্তারদের একাংশকে ফোন করে হুমকি দিয়েছেন অভীক দে এবং হাসপাতালের তৃণমূল ছাত্র পরিষদের নেতারা ৷

উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজে গৌতম দেবকে ঘিরে জুনিয়র ডাক্তারদের বিক্ষোভ ৷ (ইটিভি ভারত)

আজ উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালের জুনিয়র ডাক্তারদের একাংশের অভিযোগ, তাঁদের আন্দোলন প্রত্যাহার করতে বলে হুমকি দেওয়া হয়েছে ৷ এনিয়ে কলেজ কর্তৃপক্ষকে কোনওরকম অভিযোগ করা হলে, পড়ুয়াদের দেখে নেওয়ার হুমকিও দেওয়া হয়েছে ৷ এমনকি আন্দোলনের প্রথম সারিতে থাকা কয়েকজনকে প্রাণে মারার হুমকিও দেওয়া হচ্ছে বলে অভিযোগ উঠেছে ৷

আন্দোলনকারী জুনিয়র ডাক্তাদের অভিযোগ, কলেজের এক অধ্যাপক চিকিৎসকও এই 'থ্রেট কালচারে'র সঙ্গে যুক্ত রয়েছেন ৷ তাঁদের দাবি, অবিলম্বে কলেজ কাউন্সিলের বৈঠক ডেকে অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ করতে হবে ৷ পাশাপাশি, আরজি কর-কাণ্ডে চর্চায় আসা এসএসকেএমের পিজিটি চিকিৎসক অভীক দে'র উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজে প্রবেশ নিষিদ্ধ করার দাবিও তোলা হয়েছে ৷ অভিযোগের সেই তালিকায় মেডিক্যাল কলেজের একজন সিনিয়র ডাক্তার এবং এক জুনিয়র ডাক্তারেরও নাম রয়েছে ৷

এই বিষয়ে হাসপাতালের সার্জেন চিকিৎসক এসকে রায় বলেন, "আমাদেরকে হুমকি দিয়ে নম্বর বাড়ানো হয়েছে ৷ ডিন, প্রিন্সিপাল রয়েছেন ৷ সিবিআই তদন্ত করে দেখুক ৷ আমরা ভয় পাই না ৷" তবে, গৌতম দেবকে এসএসকেএমের পিজিটি অভীক দে সম্পর্কে প্রশ্ন করা হলে, তিনি তা এড়িয়ে যান ৷ গৌতম দেব বলেন, "ওসব আমি শুনতে চাই না ৷ কে অভীক দে, কোথাকার হরিদাস পাল আমি জানি না ৷ তাঁর সম্পর্কে কিছু শুনতে চাই না ৷"

অন্যদিকে, তাঁকে ঘিরে বিক্ষোভ প্রসঙ্গে গৌতম দেব বলেন, "আমাকে আটকানো হয়নি ৷ তবে, ওরা যে অভিযোগ করেছে, তা খতিয়ে দেখা হবে ৷ প্রিন্সিপাল সব খতিয়ে দেখবেন বলে আশ্বাস দিয়েছেন ৷ আমি আগেও খোঁজ নিয়েছিলাম ৷ তখন এই অভিযোগগুলি করা হয়নি ৷ এখন অভিযোগ করছে ৷ আর হস্টেল নিয়ে প্রিন্সিপাল এবং বাকিরা আছেন, তাঁরা দেখবেন ৷"

Last Updated : Sep 4, 2024, 8:05 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.