রঘুনাথগঞ্জ, 22 জুন: ভাড়াটিয়া ও বাড়িওয়ালার বচসার রেষ গিয়ে পড়ল পুরো এলাকায় ৷ আর তার জেরে ব্যাপক উত্তেজনা ছড়াল মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জের এমাকান্তপুরে ৷ ঘটনায় পরিস্থিতি সামাল দিতে দিয়ে স্থানীয়দের হাতে আক্রান্ত হলেন রঘুনাথগঞ্জ থানার এএসআই কিশোর ঘোষ ৷ তাঁর মাথা ফেটে গিয়েছে ৷ আর তার পরেই রীতিমতো রণক্ষেত্র চেহারা নিল এমাকান্তপুর ৷ বিশাল পুলিশ বাহিনী ও ব়্যাফ নিয়ে এলাকায় শুরু হয় ধরপাকড় ৷ তিন মহিলা-সহ 11 জনকে গ্রেফতার করেছে পুলিশ ৷
পুলিশ সূত্রে জানা গিয়েছে, একটি চালের আড়তের সামনে চায়ের দোকান বসিয়েছিলেন এক ব্যক্তি ৷ এই নিয়ে ব্যবসায়ী ও বাড়ি মালিকের মধ্যে বচসা শুরু হয় ৷ যে ঘটনা পরবর্তী সময়ে দুই গোষ্ঠীর সংঘর্ষে পরিণত হয় ৷ দু’পক্ষে শুরু হয় ব্যাপক ইট বৃষ্টি ৷ এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়ায় ৷ প্রায় এক ঘণ্টা ধরে চলে দু’তরফের দাপাদাপি ৷ খবর পেয়ে জঙ্গিপুর পুলিশ ফাঁড়ির এএসআই কিশোর ঘোষের নেতৃত্বে এলাকায় যায় পুলিশ বাহিনী ৷ এরপর পুলিশকে লক্ষ্য করে ইট বৃষ্টি শুরু করে দুষ্কৃতীরা ৷ ইটের আঘাতে মাথা ফাটে কিশোর ঘোষের ৷ সংঘর্ষ থামাতে গিয়ে পিছু হটতে হয় পুলিশ বাহিনীকে ৷ তৎক্ষণাৎ তাঁকে জঙ্গিপুর সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয় ৷ প্রাথমিক চিকিৎসার পর ছেড়েও দেওয়া হয়েছে পুলিশ কর্মীকে ৷
ঘটনার শেষ এখানেই নয় ৷ পুলিশ ফিরে যেতেই দু’তরফে ফের সংঘর্ষ শুরু হয় ৷ তবে, পুলিশ ফিরে যায়নি ৷ খানিকটা পিছু হটেছিল ৷ কিছুক্ষণের মধ্যে এলাকায় ঢোকে জঙ্গিপুর পুলিশ জেলার বিশাল বাহিনী ৷ সঙ্গে ছিল ব়্যাফ ৷ শুরু হয় ধড়পাকড় ৷ পুলিশ লাঠি চার্জও করে ৷ জানা গিয়েছে, এদিনের সংঘর্ষে জড়িত ছিল বহু মহিলা ৷ পুলিশ তিনজন মহিলা-সহ মোট 11 জনকে গ্রেফতার করেছে ৷ এমনকি গ্রেফতার হওয়ার ভয়ে এলাকা ছেড়েছে সংঘর্ষে জড়িত অনেকেই ৷ পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকার দখল নিয়েছে পুলিশ ৷ নামানো হয়েছে র্যাফ ৷