ETV Bharat / state

মুর্শিদাবাদে মধুচক্রের হদিশ ! উদ্ধার দুই নাবালিকা, গ্রেফতার অভিযুক্ত - Sex Racket in Murshidabad

author img

By ETV Bharat Bangla Team

Published : Sep 9, 2024, 1:29 PM IST

Sex Racket in Murshidabad: টাকার লোভ দেখিয়ে গ্রামের গরীব নাবালিকাদের দিয়ে মধুচক্র চালানোর অভিযোগ ৷ অভিযান চালিয়ে বলরামপুর থেকে গ্রেফতার এক মহিলা ৷

Sex Racket in Murshidabad
মুর্শিদাবাদে মধুচক্রের হদিশ (নিজস্ব চিত্র)

বহরমপুর, 9 সেপ্টেম্বর: গ্রাম থেকে নাবালিকাদের তুলে এনে মোটা টকার লোভ দেখিয়ে তাদের দিয়ে মধুচক্র বসানোর অভিযোগ । বলরামপুর থেকে গ্রেফতার এক মহিলা ৷ আটক করা হয়েছে দুই নাবালিকাকেও ৷ তাদের শারীরিক পরীক্ষার পর রবিবার রাতেই একটি হোমে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ ৷

গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে রবিবার সন্ধ্যায় বলরামপুর এলাকায় অভিযান চালায় বহরমপুর থানার পুলিশ ও শিশু সুরক্ষা কমিটির সদস্যরা ৷ সেখানে প্রধান অভিযুক্তের বাড়ি থেকেই 3 জনকে গ্রেফতার করা হয় ৷ তবে অভিযুক্তের মদতে ঘটনাস্থল থেকে পালিয়ে যায় এক যুবক ৷ জানা গিয়েছে, প্রধান অভিযুক্তের সহযোগী হিসেবে কাজ করতেন তিনি ৷ তাঁর খোঁজে কাজ শুরু করেছে পুলিশ ৷

জেলা শিশু সুরক্ষা কমিটির প্রধান সোমা ভৌমিক বলেন, "আমরা কয়েকদিন আগে খবর পেয়ে ওই এলাকায় নজরদারি শুরু করি । নিশ্চিত হওয়ার পর রবিবার পুলিশের সঙ্গে যৌথ অভিযান চালাই । এদিন, দুই নাবালিকা অভিযুক্তের বাড়িতে আছে খবর পেয়ে আমরা হানা দিই । তাদের তিনজনকে থানায় নিয়ে আসা হয় । অভিযুক্তকে পুলিসের হাতে তুলে দেওয়া হয়েছে । দুই নাবালিকার স্বাস্থ্য পরীক্ষার পর তাদের হোমে পাঠানো হয়েছে ।"

ঘটনাপ্রসঙ্গে জেলা পুলিসের এক আধিকারিক বলেন, "অভিযুক্ত মহিলাকে জিজ্ঞাসাবাদ করে তাকে গ্রেফতার করা হয়েছে । এর আগেও বলরামপুরে অভিযান চালিয়ে মধুচক্র থেকে 7 জনকে গ্রেফতার করা হয়েছিল । ওই এলাকার বেশ কয়েকটি চায়ের দোকান, কফি শপ, রেস্তোরাঁর আড়ালে অসামাজিক কারবার চলে । পুলিশ সেখানে বারবার অভিযান চালানোর কারণে এখন বাড়ির মধ্যেই বসছে মধুচক্রের আসর ।" ঘটনা জানাজানি হতেই এলাকায় উদ্বেগ ছড়িয়েছে ৷

বহরমপুর, 9 সেপ্টেম্বর: গ্রাম থেকে নাবালিকাদের তুলে এনে মোটা টকার লোভ দেখিয়ে তাদের দিয়ে মধুচক্র বসানোর অভিযোগ । বলরামপুর থেকে গ্রেফতার এক মহিলা ৷ আটক করা হয়েছে দুই নাবালিকাকেও ৷ তাদের শারীরিক পরীক্ষার পর রবিবার রাতেই একটি হোমে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ ৷

গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে রবিবার সন্ধ্যায় বলরামপুর এলাকায় অভিযান চালায় বহরমপুর থানার পুলিশ ও শিশু সুরক্ষা কমিটির সদস্যরা ৷ সেখানে প্রধান অভিযুক্তের বাড়ি থেকেই 3 জনকে গ্রেফতার করা হয় ৷ তবে অভিযুক্তের মদতে ঘটনাস্থল থেকে পালিয়ে যায় এক যুবক ৷ জানা গিয়েছে, প্রধান অভিযুক্তের সহযোগী হিসেবে কাজ করতেন তিনি ৷ তাঁর খোঁজে কাজ শুরু করেছে পুলিশ ৷

জেলা শিশু সুরক্ষা কমিটির প্রধান সোমা ভৌমিক বলেন, "আমরা কয়েকদিন আগে খবর পেয়ে ওই এলাকায় নজরদারি শুরু করি । নিশ্চিত হওয়ার পর রবিবার পুলিশের সঙ্গে যৌথ অভিযান চালাই । এদিন, দুই নাবালিকা অভিযুক্তের বাড়িতে আছে খবর পেয়ে আমরা হানা দিই । তাদের তিনজনকে থানায় নিয়ে আসা হয় । অভিযুক্তকে পুলিসের হাতে তুলে দেওয়া হয়েছে । দুই নাবালিকার স্বাস্থ্য পরীক্ষার পর তাদের হোমে পাঠানো হয়েছে ।"

ঘটনাপ্রসঙ্গে জেলা পুলিসের এক আধিকারিক বলেন, "অভিযুক্ত মহিলাকে জিজ্ঞাসাবাদ করে তাকে গ্রেফতার করা হয়েছে । এর আগেও বলরামপুরে অভিযান চালিয়ে মধুচক্র থেকে 7 জনকে গ্রেফতার করা হয়েছিল । ওই এলাকার বেশ কয়েকটি চায়ের দোকান, কফি শপ, রেস্তোরাঁর আড়ালে অসামাজিক কারবার চলে । পুলিশ সেখানে বারবার অভিযান চালানোর কারণে এখন বাড়ির মধ্যেই বসছে মধুচক্রের আসর ।" ঘটনা জানাজানি হতেই এলাকায় উদ্বেগ ছড়িয়েছে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.