আরামবাগ, 1 মার্চ: লোকসভা ভোটের মুখে বঙ্গ সফরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ শুক্রবার আরামবাগে নির্বাচনী জনসভার আগে একাধিক সরকারি প্রকল্পের উদ্বোধনও করেন নরেন্দ্র মোদি ৷ প্রায় সাত হাজার কোটি টাকার প্রকল্পের এদিন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ৷ যার মধ্য়ে পেট্রোলিয়াম সেক্টরের দুটি পৃথক প্রকল্পের উদ্বোধন করেন ৷ হলদিয়া, খড়গপুরে এই প্রকল্প চালু হতে চলেছে ৷ একাধিক রেল প্রকল্প এবং নয়া রেল যোগাযোগের উদ্বোধনও করেন প্রধানমন্ত্রী ৷ সরকারি প্রকল্পের উদ্বোধন করে এদিন প্রধানমন্ত্রী বলেন, "রেলের বিকাশের গতি আনতে পশ্চিমবঙ্গে 13 হাজার কোটি টাকা বরাদ্দ করা হয়েছে ৷ গত 10 বছরে দীর্ঘ সময় ধরে থমকে থাকা রেলের কাজ শুরু হয়েছে ৷ 150টি নতুন ট্রেন দেওয়া হয়েছে ৷ পাঁচটি বন্দেভারত ট্রেন দেওয়া হয়েছে ৷ দেশের উন্নয়নে গতি আনাই লক্ষ্য ৷ সেই লক্ষ্যেই কাজ করছে আমাদের সরকার ৷ ভারত গোটা বিশ্বকে দেখিয়েছে বিকাশ কীভাবে করা হয় ৷" আর এই সভা মঞ্চ থেকে প্রধানমন্ত্রী বলেন, "অনেক কিছু বলার আছে আমার ৷ খোলা ময়দানে বলার আনন্দই আলাদা"
শুক্রবার আরামবাগ দিয়েই লোকসভা নির্বাচনের প্রচার পর্ব শুরু করলেন মোদি। আর সেই প্রচারে বিরোধীদের আক্রমণের পাশাপাশি গত 10 বছরে তাঁর সরকার কী কী কাজ করেছে সেই সাফল্যের খতিয়ানও এদিন তুলে ধরলেন প্রধানমন্ত্রী। বৃহস্পতিবার আরামবাগের কালীপুর মাঠে দলীয় সভার আগে সরকারি কর্মসূচিতেও যোগ দিয়েছিলেন নরেন্দ্র মোদি। সেখানে সাত হাজার কোটি টাকারও বেশি প্রকল্পের শিলান্যাস ও উদ্বোধন করেন তিনি। সেই প্রসঙ্গ দিয়েই এদিন বক্তৃতাও শুরু করেন। পৌনে চারটে থেকে সওয়া চারটে পর্যন্ত আধ ঘণ্টার বক্তৃতার শুরুর দিকে মোদি রেল-সহ বিভিন্ন খাতে বাংলার উন্নয়নের জন্য কেন্দ্র কী কী করেছে তাও তুলে ধরেন ৷ তবে বেশি সময়টাই ছিল তৃণমূলকে আক্রমণ।
এদিন তিনি বলেন, "আমাদের প্রচেষ্টা থাকবে বাংলায় রেলের আধুনিকিকরণ দ্রুততার সঙ্গে হোক ৷ যেমন দেশের অন্য়ান্য জায়গায় হচ্ছে ৷ দেশের উন্নয়নে গতি আনাই লক্ষ্য ৷ সেই লক্ষ্যেই কাজ করছে আমাদের সরকার ৷ অমৃত ভারত প্রকল্পের অধিনে 100টি স্টেশনের আধুনিকিকরণ করা হয়েছে ৷ নতুন একাধিক ট্রেন পেয়েছে বাংলা ৷"
আরও পড়ুন
'লুটেরাদের ছাড়া হবে না', পার্থর উদাহরণ টেনে তৃণমূলকে দুর্নীতির খোঁচা মোদির
সব সীমা পার তৃণমূলের! মোদির হুঙ্কার 'চোটের জবাব, ভোটে দেবেন মানুষ'