ETV Bharat / state

চিকিৎসার গাফিলতিতে প্রসূতির মৃত্যু ! ভাঙচুর মেদিনীপুরের মাতৃমাতে, আটক 7 - Hospital ransacked - HOSPITAL RANSACKED

Hospital ransacked: চিকিৎসার গাফিলতিতে এক প্রসূতির মৃত্যুর অভিযোগে মেদিনীপুরের মাতৃমাতে ভাঙচুর চালালেন মৃতার আত্মীয়রা ৷ এই ঘটনায় আটক করা হয়েছে 7 জনকে ৷

ETV BHARAT
চিকিৎসার গাফিলতিতে প্রসূতির মৃত্যুর অভিযোগ (ছবি: নিজস্ব চিত্র)
author img

By ETV Bharat Bangla Team

Published : May 6, 2024, 1:04 PM IST

Updated : May 6, 2024, 3:56 PM IST

চিকিৎসার গাফিলতিতে প্রসূতির মৃত্যুর অভিযোগ (ইটিভি ভারত)

মেদিনীপুর, 6 মে: ফের এক প্রসূতির মৃত্যুতে চিকিৎসার গাফলতির অভিযোগ উঠল ৷ তার জেরে তীব্র উত্তেজনা ছড়ায় মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের মাতৃমাতে । কন্যাসন্তান প্রসব হওয়ার পরই রোগীর মৃত্যু হওয়ায় ক্ষোভে হাসপাতালে ভাঙচুর চালাল রোগীর পরিবার । হাসপাতালে কর্তব্যরত দুই পুলিশকর্মী আহত হয়েছেন ৷ অগ্নিগর্ভ পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে যায় কোতোয়ালি থানার বিরাট পুলিশ বাহিনী । আটক করা হয়েছে সাতজনকে ।

ঘটনা সূত্রে জানা যায়, গত শুক্রবার প্রসব যন্ত্রণা নিয়ে হাসপাতালে ভর্তি হন কোতোয়ালি থানার বেণেডিহি গ্রামের প্রসূতি রীনা খাতুন । কিন্তু কন্যাসন্তান প্রসব হওয়ার পরেই প্রসূতির অবস্থার অবনতি হয় । এরপর রাতে মৃত্যু হয় তাঁর । এই ঘটনায় চিকিৎসার গাফিলতির অভিযোগে তোলে মৃতার পরিবার ৷ রোগীকে একই কারণে দু'বার অপারেশন করা হয়েছে বলে অভিযোগ পরিবারের । ক্ষোভে মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের মাতৃমা বিভাগে চলে ভাঙচুর । লাঠি, বাঁশ নিয়ে হাসপাতালে ভাঙচুর চালান রোগীর পরিবারের লোকজন । এই ঘটনায় আহত হন হাসপাতালে কর্মরত দু'জন পুলিশ কর্মী ।

এরপর পরিস্থিতি সামাল দিতে বিরাট পুলিশ বাহিনী নামানো হয় । প্রায় সাতজনকে আটক করে পুলিশ । এই ঘটনায় আতঙ্ক ছড়ায় অন্যান্য রোগীর আত্মীয়-স্বজনের মধ্যে । এই ঘটনায় ভবানী দণ্ডপাঠ নামে এক রোগীর পরিবার জানায়, "হাসপাতালে আমাদের রোগী ভর্তি রয়েছে । আমি ঘুমিয়ে পড়েছিলাম, হঠাৎ দেখি গন্ডগোল চলছে । কিছু উত্তেজিত মানুষ ভাঙচুর চালাচ্ছে হাসপাতালে ।" কেশপুরের কলাগ্রামের বাসিন্দা রেবতী হাজরা বলেন, "রাতে হঠাৎ গন্ডগোল শুরু হয়, ভাঙচুর হয় । আতঙ্কে এখান থেকে সরে গিয়েছিলাম আমরা । এরপর পুলিশ এসে পরিস্থিতি সামাল দিয়েছে ।"

উল্লেখ্য,মেদিনীপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের মাতৃমাতে রোগীমৃত্যু কোনও নতুন ঘটনা নয় । এর আগেও সেখানে একাধিক রোগীর মৃত্যু ঘটেছে ভিন্ন ভিন্ন কারণে । আর তার জেরে উত্তেজনা ছড়িয়েছে মেদিনীপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ।

আরও পড়ুন:

  1. স্পেশাল কেয়ার ওয়ার্ডে রোগীর মৃত্যুকে ঘিরে উত্তেজনা, আত্মহত্যার দাবি হাসপাতালের; মানতে নারাজ পরিবার
  2. হাসপাতাল থেকে ঝাঁপ দিয়ে মৃত্যু রোগীর, চাঞ্চল্য জলপাইগুড়িতে
  3. চিকিৎসার গাফিলতিতে রোগী মৃত্যুর অভিযোগ, ধুন্ধুমার সরকারি স্বাস্থ্য কেন্দ্রে

চিকিৎসার গাফিলতিতে প্রসূতির মৃত্যুর অভিযোগ (ইটিভি ভারত)

মেদিনীপুর, 6 মে: ফের এক প্রসূতির মৃত্যুতে চিকিৎসার গাফলতির অভিযোগ উঠল ৷ তার জেরে তীব্র উত্তেজনা ছড়ায় মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের মাতৃমাতে । কন্যাসন্তান প্রসব হওয়ার পরই রোগীর মৃত্যু হওয়ায় ক্ষোভে হাসপাতালে ভাঙচুর চালাল রোগীর পরিবার । হাসপাতালে কর্তব্যরত দুই পুলিশকর্মী আহত হয়েছেন ৷ অগ্নিগর্ভ পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে যায় কোতোয়ালি থানার বিরাট পুলিশ বাহিনী । আটক করা হয়েছে সাতজনকে ।

ঘটনা সূত্রে জানা যায়, গত শুক্রবার প্রসব যন্ত্রণা নিয়ে হাসপাতালে ভর্তি হন কোতোয়ালি থানার বেণেডিহি গ্রামের প্রসূতি রীনা খাতুন । কিন্তু কন্যাসন্তান প্রসব হওয়ার পরেই প্রসূতির অবস্থার অবনতি হয় । এরপর রাতে মৃত্যু হয় তাঁর । এই ঘটনায় চিকিৎসার গাফিলতির অভিযোগে তোলে মৃতার পরিবার ৷ রোগীকে একই কারণে দু'বার অপারেশন করা হয়েছে বলে অভিযোগ পরিবারের । ক্ষোভে মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের মাতৃমা বিভাগে চলে ভাঙচুর । লাঠি, বাঁশ নিয়ে হাসপাতালে ভাঙচুর চালান রোগীর পরিবারের লোকজন । এই ঘটনায় আহত হন হাসপাতালে কর্মরত দু'জন পুলিশ কর্মী ।

এরপর পরিস্থিতি সামাল দিতে বিরাট পুলিশ বাহিনী নামানো হয় । প্রায় সাতজনকে আটক করে পুলিশ । এই ঘটনায় আতঙ্ক ছড়ায় অন্যান্য রোগীর আত্মীয়-স্বজনের মধ্যে । এই ঘটনায় ভবানী দণ্ডপাঠ নামে এক রোগীর পরিবার জানায়, "হাসপাতালে আমাদের রোগী ভর্তি রয়েছে । আমি ঘুমিয়ে পড়েছিলাম, হঠাৎ দেখি গন্ডগোল চলছে । কিছু উত্তেজিত মানুষ ভাঙচুর চালাচ্ছে হাসপাতালে ।" কেশপুরের কলাগ্রামের বাসিন্দা রেবতী হাজরা বলেন, "রাতে হঠাৎ গন্ডগোল শুরু হয়, ভাঙচুর হয় । আতঙ্কে এখান থেকে সরে গিয়েছিলাম আমরা । এরপর পুলিশ এসে পরিস্থিতি সামাল দিয়েছে ।"

উল্লেখ্য,মেদিনীপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের মাতৃমাতে রোগীমৃত্যু কোনও নতুন ঘটনা নয় । এর আগেও সেখানে একাধিক রোগীর মৃত্যু ঘটেছে ভিন্ন ভিন্ন কারণে । আর তার জেরে উত্তেজনা ছড়িয়েছে মেদিনীপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ।

আরও পড়ুন:

  1. স্পেশাল কেয়ার ওয়ার্ডে রোগীর মৃত্যুকে ঘিরে উত্তেজনা, আত্মহত্যার দাবি হাসপাতালের; মানতে নারাজ পরিবার
  2. হাসপাতাল থেকে ঝাঁপ দিয়ে মৃত্যু রোগীর, চাঞ্চল্য জলপাইগুড়িতে
  3. চিকিৎসার গাফিলতিতে রোগী মৃত্যুর অভিযোগ, ধুন্ধুমার সরকারি স্বাস্থ্য কেন্দ্রে
Last Updated : May 6, 2024, 3:56 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.