ইলামবাজার, 1 সেপ্টেম্বর: হাসপাতালের শয্যায় শুয়েই কর্তব্যরত নার্সের শ্লীলতাহানির অভিযোগ উঠল এক রোগীর বিরুদ্ধে ৷ শনিবার রাতে এই ঘটনায় তীব্র উত্তেজনা ছড়ায় ইলামবাজার প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে ৷ নিরাপত্তা না-পেলে তাঁরা কাজে যোগ দেবেন না, এই দাবিতে সরব হয়ে আজ সকালে বিক্ষোভ দেখান চিকিৎসক ও নার্সরা ৷
অভিযোগ, শয্যায় থাকা অবস্থাতেই চিকিৎসার জন্য আসা নার্সের শ্লীলতাহানি করেন অভিযুক্ত ব্যক্তি ৷ ঘটনায় ক্ষুব্ধ চিকিৎসক ও নার্সরা আজ প্রতিবাদে স্বাস্থ্যকেন্দ্রের সামনে মিছিল করেন ৷ 'নো সেফটি, নো ডিউটি' পোস্টার হাতে ইলামবাজার থানায় গিয়ে ডেপুটেশন জমা দেন তাঁরা ৷ আরজি কর-কাণ্ডের মধ্যে ইলামবাজার স্বাস্থ্যকেন্দ্রের এই ঘটনা ফের প্রশ্ন তুলে দিল মহিলা চিকিৎসা কর্মীদের নিরাপত্তা নিয়ে ৷
30 শয্যা বিশিষ্ট বীরভূমের ইলামবাজার প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের উপর নির্ভর করে প্রায় পাঁচটি গ্রাম পঞ্চায়েতের মানুষ ৷ অভিযোগ, শনিবার রাতে জ্বর নিয়ে স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি হন এক ব্যক্তি ৷ জানা গিয়েছে, রাতে সেই রোগীকে ইঞ্জেকশন দিতে যান নার্স ৷ সেই সময় ওই রোগী তাঁর শ্লীলতাহানি করেন বলে অভিযোগ ৷ এই ঘটনায় রাত থেকেই ক্ষোভে ফেটে পড়েন চিকিৎসক এবং স্বাস্থ্যকর্মীরা ৷ রাতেই অভিযুক্ত রোগীকে বোলপুর মহকুমা হাসপাতালে স্থানান্তরিত করে দেওয়া হয় ৷
খবর পেয়ে ইলামবাজার থানার পুলিশ স্বাস্থ্যকেন্দ্রে আসে ৷ পরে চিকিৎসারত অবস্থাতেই রোগীকে গ্রেফতার করে পুলিশ ৷ এই মুহূর্তে সে বর্ধমান মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পুলিশি নজরদারিতে ভর্তি আছেন ৷
প্রসঙ্গত, আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে চিকিৎসক পড়ুয়াকে ধর্ষণ ও খুনের ঘটনায় উত্তাল রাজ্য তথা দেশ ৷ সেই আবহেই ইলামবাজার প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে কর্তব্যরত নার্সকে শ্লীলতাহানির ঘটনা চিকিৎসক এবং স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তা নিয়ে ফের প্রশ্ন তুলে দিয়েছে ৷ বিশেষ করে রাতে স্বাস্থ্যকেন্দ্রে কীভাবে কাজ করবেন মহিলা স্বাস্থ্যকর্মীরা ? সেই প্রশ্ন উঠেছে ৷
এরই প্রতিবাদে এদিন 'নো সেফটি, নো ডিউটি' লেখা পোস্টার নিয়ে মিছিল করেন চিকিৎসক এবং স্বাস্থ্যকর্মীরা ৷ ইলামবাজার থানা পর্যন্ত মিছিল করেন তাঁরা ৷ পরে পুলিশের কাছে ডেপুটেশন দিয়ে রাতে স্বাস্থ্যকেন্দ্রে নিরাপত্তা সুনিশ্চিত করার দাবি জানানো হয়েছে ৷
স্বাস্থ্যকর্মী জল্পনা সরকার বলেন, "সারারাত আমরা কাজ করি ৷ কোভিডের সময়েও পরিষেবা দিয়ে গিয়েছি ৷ আর আমাদেরই কোনও সুরক্ষা নেই ৷ স্বাস্থ্যকেন্দ্রে দু’টো করে তো পুলিশ রাখা যায় ৷ এভাবে কী করে কাজ করব ? আমাদের এক নার্সকে রোগী শ্লীলতাহানি করেছেন ৷ আমরা এরই প্রতিবাদে আজ মিছিল করেছি ৷ আমাদের সুরক্ষা না-দিলে আমরা ডিউটি করতে পারব না, জানিয়ে দিয়েছি পুলিশকে ৷" স্বাস্থ্যকর্মীদের এই প্রতিবাদকে সমর্থন জানিয়েছেন ইলামবাজারের বিএমওএইচ সুবীরকুমার রায়চৌধুরী ৷