বোলপুর, 29 নভেম্বর: রবীন্দ্রনাথ ঠাকুরের আঁকা 80টি ছবি নিয়ে শুক্রবার বিশ্বভারতী নন্দন আর্ট গ্যালারিতে শুরু হল প্রদর্শনী ৷ চলবে 19 ডিসেম্বর পর্যন্ত । বেঙ্গল বিনালে, কলাভবন ও বিশ্বভারতীর ওয়ার্ল্ড হেরিটেজ সেল এই প্রদর্শনীর উদ্যোক্তা ৷ এদিন, বিশ্বভারতীর ভারপ্রাপ্ত উপাচার্য বিনয় কুমার সরেন এই প্রদর্শনীর উদ্বোধন করেন । সঙ্গে ছিলেন বিশ্বভারতীর কলাভবনের অধ্যক্ষ-অধ্যাপকরা ।
উপাচার্য বলেন, "আমি নিজেই অভিভূত । গুরুদেবের নিজের হাতের আঁকা ছবি দেখতে পাচ্ছি ৷ পড়ুয়ারা এগুলো দেখে অনেক বেশি সমৃদ্ধ হবে ৷ আমি সবাইকে এই মূল্যবান প্রদর্শনী দেখার আহ্বান জানাই ।"
কবিতা, গান, নাটক, গল্প, প্রবন্ধ, উপন্যাসের পাশাপাশি ছবি আঁকার শখ ছিল গুরুদেব রবীন্দ্রনাথ ঠাকুরের । তাঁর আঁকা ছবি নিয়ে 'রঙের রবীন্দ্রনাথ'-সহ একাধিক বইও রয়েছে । চিত্রকলার প্রতি আগ্রহ থেকেই তিনি বিশ্বভারতীতে কলাভবন প্রতিষ্ঠার চিন্তাভাবনা করেছিলেন ৷ নন্দলাল বসু, অবনীন্দ্রনাথ ঠাকুর, রামকিঙ্কর বেইজের মত প্রখ্যাত শিল্পীরা গুরুদেবের সান্নিধ্যে ছিলেন ৷ ফলে শিল্পের প্রতি যে গুরুদেবের অনুরাগ অনেক বেশি ছিল তা বলার অপেক্ষা রাখে না ৷
বিশ্বভারতীর রবীন্দ্রভবন ও কলাভবনের সংগ্রহশালায় গুরুদেবের নিজের হাতে আঁকা কয়েকশো ছবি রয়েছে । সেখান থেকে বাছাই করা 78টি ছবি ও 2টি ভাস্কর্য নিয়ে নন্দন আর্ট গ্যালারিতে এই প্রদর্শনী শুরু হয় ৷ এই প্রথম রাজ্যে বেঙ্গল বিনালে হচ্ছে ৷ কলকাতা ও শান্তিনিকেতনে ৷ বেঙ্গল বিনালে, কলাভবন ও বিশ্বভারতীর ওয়ার্ল্ড হেরিটেজ সেলের উদ্যোগে কবিগুরুর আঁকা মূল্যবান ছবিগুলি নিয়ে প্রদর্শনীটি । অবাধ প্রবেশ ৷ ছুটির দিন শনি ও রবিবার বাদ দিয়ে প্রত্যেকদিন সকাল সাড়ে 10টা থেকে দুপুর 1টা 30 মিনিট ও দুপুর 2টো 30 মিনিট থেকে বিকেল সাড়ে 5টা পর্যন্ত মানুষজন এই প্রদর্শনী দেখতে পারবেন ৷
বিশ্বভারতীর কলাভবনের অধ্যাপক শিশির সাহানা বলেন, "গুরুদেব রবীন্দ্রনাথ ঠাকুরের নিজের হাতে আঁকা ছবিগুলির মধ্যে নিবিড় অভিব্যক্তি রয়েছে ৷ এটাই রবীন্দ্রনাথের ছবির মূল বৈশিষ্ট্য । রবীন্দ্রনাথকে এত কাছ থেকে দেখার সুযোগ তো সবাই পায় না ৷ বেঙ্গল বিনালে ও ওয়ার্ল্ড হেরিটেজ সেল আমাদের প্রদর্শনীর সঙ্গে যুক্ত আছে ।"
প্রসঙ্গত, ভিক্টোরিয়া ওকাম্পোর প্রচেষ্টায় 1930 সালে প্যারিসের পিগ্যাল আর্ট গ্যালারিতে রবীন্দ্রনাথ ঠাকুরের আঁকা ছবি নিয়ে প্রথম প্রদর্শনী হয়েছিল ৷ এরপর বিশ্বের বহু দেশে তাঁর আঁকা ছবি নিয়ে প্রদর্শনী হয় ৷ তবে এখন আর গুরুদেবের ছবি বিদেশে পাঠানো হয় না । বহু মূল্যবান ছবিগুলি নষ্ট হয়ে যাওয়ার আশঙ্কায় রবীন্দ্রভবনেই সংগৃহীত হয় সেগুলি । শেষবার 2011 সালে বিশ্বভারতীতে রবীন্দ্রনাথের আঁকা ছবির প্রদর্শনী হয়েছিল । সেই সময় শান্তিনিকেতনে এসেছিলেন ভারতের তৎকালীন রাষ্ট্রপতি তথা বিশ্বভারতীর পরিদর্শক প্রতিভা পাতিল ৷ এরপর আর মূল্যবান ছবিগুলি বের করা হয়নি ৷
প্রদর্শনী দেখতে আসা দর্শকদের মধ্যে প্রাচী মান্না, মুস্কান প্রিয়া ও প্রয়াঞ্জলি বলেন, "রবীন্দ্রনাথ ঠাকুরের নিজের হাতের আঁকা ছবি এত কাছ থেকে দেখতে পাচ্ছি, এটা ভাবতেও পারছি না । অসাধারণ একটা অভিজ্ঞতা হচ্ছে ৷ এত সুন্দর স্কেচ, পেইন্টিং অভাবনীয় ।"