ETV Bharat / state

বন্ধ থাকল কলকাতা পুরনিগমের 144টি ওয়ার্ড হেলথ ইউনিটের আউটডোর পরিষেবা - KMC OPD Services Suspended

author img

By ETV Bharat Bangla Team

Published : Aug 17, 2024, 9:09 PM IST

KMC OPD Services Suspended: আইএমএ’র কর্মবিরতির ডাকে দিনভর বন্ধ থাকল কেএমসি’র ওয়ার্ড হেলথ ইউনিটের আউটডোর পরিষেবা ৷ হেলথ ইউনিটে চিকিৎসক এলেও কোনও রোগী দেখলেন না ৷ শুধুমাত্র জরুরি ক্ষেত্রেই রোগী দেখা হবে বলে জানান চিকিৎসকরা ৷

KMC OPD Services Suspended
বন্ধ থাকল 144টি ওয়ার্ড হেলথ ইউনিটের আউটডোর পরিষেবা ৷ (নিজস্ব চিত্র)

কলকাতা, 17 অগস্ট: আরজি কর হাসপাতালের চিকিৎসককে ধর্ষণ ও খুনের ভয়াবহ ঘটনার প্রতিবাদে গর্জে উঠেছে গোটা দেশ ৷ আন্দোলন, বিক্ষোভে উত্তাল স্বাস্থ্য ব্যবস্থা থেকে রাজ্য রাজনীতি ৷ এই নৃশংস ঘটনার প্রতিবাদে আজ দেশের সর্বত্র চিকিৎসকদের 24 ঘণ্টার কর্মবিরতির ডাক দিয়েছে আইএমএ ৷ সেই আহ্বানে সাড়া দিয়েছে কলকাতা পুরনিগমের প্রায় আড়াইশোর বেশি চিকিৎসক ৷

বন্ধ থাকল 144টি ওয়ার্ড হেলথ ইউনিটের আউটডোর পরিষেবা ৷ (ইটিভি ভারত)

আজ কলকাতার 144 ওয়ার্ড হেলথ ইউনিট ও 22টি স্যাটেলাইট সেন্টারে বন্ধ থাকল ওপিডি বা আউটডোর পরিষেবা ৷ তবে, বর্ষাকালে ডেঙ্গি ও ম্যালেরিয়া কথা মাথায় রেখে, কেউ জ্বর নিয়ে এলে তাঁদের চিকিৎসা পরিষেবা দেওয়া হয়েছে ৷ পরীক্ষা-নিরীক্ষার জন্য আগে থেকে সমস্ত রোগীকে আজকে সময় দেওয়া ছিল, তাঁদের খালিহাতে ফিরতে হয়নি ৷ তবে, আউটডোরে দেখাতে আসা রোগীদের ফিরিয়ে দেওয়া হয়েছে ৷ কলকাতা পুরনিগমের জরুরি বিভাগ নেই ৷ বেশির ভাগটাই প্রাথমিক স্বাস্থ্য পরিষেবা ও আউটডোর পরিষেবা ৷ ফলে আইএমএ’র ডাকে কর্মবিরতিতে শামিল হলেন কেএমসি-র চিকিৎসক স্বাস্থ্য কর্মীরা ৷

কলকাতা পুরনিগমের চিকিৎসক সায়ক গঙ্গোপাধ্যায় বলেন, "পুর-কর্তৃপক্ষ চেয়েছে পরিষেবা যাতে বিঘ্নিত না হয় ৷ যে ঘটনা ঘটেছে আরজি করে তার প্রতিবাদে আমরা একত্রিত হয়েছি ৷ জরুরি পরিস্থিতি হলে ফেরাচ্ছি না ৷ তবে, রুটিন চেকআপ, আউটডোর পরিষেবা আজকের জন্য বন্ধ রাখা হয়েছে ৷ যাঁরা আসছেন তাঁদের ফিরিয়ে দেওয়া হচ্ছে ৷ আজ বিষয়টি জেনে অনেক কম সংখ্যায় রোগী এসেছেন ৷ মানুষ স্বতঃস্ফূর্তভাবে আমাদের প্রতিবাদে আছেন ৷ তাঁরা দেখছেন গোটা দেশ জুড়ে কীভাবে চিকিৎসকরা এই ঘটনার প্রতিবাদ করছেন হাসপাতালগুলিতে ৷ ফলে আমরা কাজ করছি প্রতিদিন ৷ কাজ শেষে যাচ্ছি প্রতিবাদে ৷"

কলকাতা, 17 অগস্ট: আরজি কর হাসপাতালের চিকিৎসককে ধর্ষণ ও খুনের ভয়াবহ ঘটনার প্রতিবাদে গর্জে উঠেছে গোটা দেশ ৷ আন্দোলন, বিক্ষোভে উত্তাল স্বাস্থ্য ব্যবস্থা থেকে রাজ্য রাজনীতি ৷ এই নৃশংস ঘটনার প্রতিবাদে আজ দেশের সর্বত্র চিকিৎসকদের 24 ঘণ্টার কর্মবিরতির ডাক দিয়েছে আইএমএ ৷ সেই আহ্বানে সাড়া দিয়েছে কলকাতা পুরনিগমের প্রায় আড়াইশোর বেশি চিকিৎসক ৷

বন্ধ থাকল 144টি ওয়ার্ড হেলথ ইউনিটের আউটডোর পরিষেবা ৷ (ইটিভি ভারত)

আজ কলকাতার 144 ওয়ার্ড হেলথ ইউনিট ও 22টি স্যাটেলাইট সেন্টারে বন্ধ থাকল ওপিডি বা আউটডোর পরিষেবা ৷ তবে, বর্ষাকালে ডেঙ্গি ও ম্যালেরিয়া কথা মাথায় রেখে, কেউ জ্বর নিয়ে এলে তাঁদের চিকিৎসা পরিষেবা দেওয়া হয়েছে ৷ পরীক্ষা-নিরীক্ষার জন্য আগে থেকে সমস্ত রোগীকে আজকে সময় দেওয়া ছিল, তাঁদের খালিহাতে ফিরতে হয়নি ৷ তবে, আউটডোরে দেখাতে আসা রোগীদের ফিরিয়ে দেওয়া হয়েছে ৷ কলকাতা পুরনিগমের জরুরি বিভাগ নেই ৷ বেশির ভাগটাই প্রাথমিক স্বাস্থ্য পরিষেবা ও আউটডোর পরিষেবা ৷ ফলে আইএমএ’র ডাকে কর্মবিরতিতে শামিল হলেন কেএমসি-র চিকিৎসক স্বাস্থ্য কর্মীরা ৷

কলকাতা পুরনিগমের চিকিৎসক সায়ক গঙ্গোপাধ্যায় বলেন, "পুর-কর্তৃপক্ষ চেয়েছে পরিষেবা যাতে বিঘ্নিত না হয় ৷ যে ঘটনা ঘটেছে আরজি করে তার প্রতিবাদে আমরা একত্রিত হয়েছি ৷ জরুরি পরিস্থিতি হলে ফেরাচ্ছি না ৷ তবে, রুটিন চেকআপ, আউটডোর পরিষেবা আজকের জন্য বন্ধ রাখা হয়েছে ৷ যাঁরা আসছেন তাঁদের ফিরিয়ে দেওয়া হচ্ছে ৷ আজ বিষয়টি জেনে অনেক কম সংখ্যায় রোগী এসেছেন ৷ মানুষ স্বতঃস্ফূর্তভাবে আমাদের প্রতিবাদে আছেন ৷ তাঁরা দেখছেন গোটা দেশ জুড়ে কীভাবে চিকিৎসকরা এই ঘটনার প্রতিবাদ করছেন হাসপাতালগুলিতে ৷ ফলে আমরা কাজ করছি প্রতিদিন ৷ কাজ শেষে যাচ্ছি প্রতিবাদে ৷"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.