ETV Bharat / state

পুজোর মধ্যেই বাতিল দক্ষিণ-পূর্ব রেলের একাধিক ট্রেন ! রইল তালিকা - Train Cancellation

Train cancel in South-Eastern Railway: রেলট্র্যাকের কাজ চলবে ৷ ফলে বাতিল দক্ষিণ-পূর্ব রেলের একাধিক ট্রেন ৷ রেলের পক্ষ থেকে এক বিবৃতিতে একথা জানানো হয়েছে ৷ একই সঙ্গে বেশ কিছু ট্রেনের যাত্রাপথেও পরিবর্তন করা হয়েছে ৷ রইল সেই তালিকা...

Train cancel in South-Eastern Railway
বাতিল দক্ষিণ-পূর্ব রেলের একাধিক ট্রেন (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Bangla Team

Published : Sep 19, 2024, 5:58 PM IST

কলকাতা, 19 সেপ্টেম্বর: দক্ষিণ-পূর্ব রেলের রাঁচি ডিভিশনে রেল ট্র্যাক-সহ বেশ কয়েকটি স্টেশনের সংস্কারের কাজ চলবে ৷ সে কারণে বাতিল করা এল একগুচ্ছ ট্রেন ৷ রেলের পক্ষ থেকে একটি বিবৃতি দিয়ে ট্রেন বাতিলের কথা জানিয়ে দেওয়া হয়েছে ৷ একই সঙ্গে বেশ কিছু ট্রেন বিশেষ কিছু স্টেশনে থামানোর কথাও জানানো হয়েছে ৷

কী পরিবর্তন করা হয়েছে ?

  • 12867 হাওড়া-পুদুচেরি এক্সপ্রেস আগামী 22 সেপ্টেম্বর হাওড়া থেকে ছাড়বে । ট্রেনটি আগামী 6 মাস রাজামুন্দ্রিতে থামবে ।
  • 12868 পুদুচেরি-হাওড়া এক্সপ্রেস 25 সেপ্টেম্বর পুদুচেরি থেকে ছাড়বে । ট্রেনটি আগামী 6 মাস রাজামুন্দ্রিতে থামবে ।

হাওড়া ডিভিশনে নন-ইন্টারলকিংয়ের কাজের জন্য যেই ট্রেনগুলি বাতিল করা হয়েছে:

হাওড়া ডিভিশনের রামপুরহাট-দুমকা সেকশনে শিকারিপাড়া ও দুমকা স্টেশনের মধ্যে সিঙ্গল লাইনের কাজের জন্য পূর্ব ঘোষিত মতো মেমু প্যাসেঞ্জার ট্রেনগুলি আগামীকাল অর্থাৎ 20 সেপ্টেম্বর বাতিল করা হয়েছে তার তালিকা-

  • 03081/03082 রামপুরহাট-জসিডি-রামপুরহাট প্যাসেঞ্জার ট্রেনটি বাতিল করা হয়েছে ।
  • 03111/03112 শিয়ালদা-গদ্দা-শিয়ালদা মেমু ট্রেনটি বাতিল করা হয়েছে ।
  • 13016 জামালপুর-হাওড়া কবিগুরু এক্সপ্রেসের সময় পরিবর্তন করা হয়েছে ৷ ট্রেনটি আগামিকাল জামালপুর থেকে সকাল 6টার পরিবর্তে বেলা 10:15 মিনিটে ছাড়বে ।

এছাড়াও 08641/08642 আদ্রা-বরকাখানা-আদ্রা মেমু স্পেশাল আগামী নভেম্বর থেকে শুরু করে বেশ কিছুদিন বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে দক্ষিণ-পূর্ব রেল ৷

এই ট্রেনটি আগামী নভেম্বর থেকে যেই তারিখগুলোতে বাতিল করা হয়েছে সেগুলি হল:

  • 06.11.2024 (বুধবার)
  • 08.11.2024 (শুক্রবার)
  • 10.11.2024 (রবিবার)
  • 12.11.2024 (মঙ্গলবার)
  • 13.11.2024 (বুধবার)
  • 15.11.2024 (শুক্রবার)
  • 17.11.2024 (রবিবার)
  • 19.11.2024 (মঙ্গলবার)
  • 20.11.2024 (বুধবার)
  • 22.11.2024 (শুক্রবার)
  • 24.11.2024 (রবিবার)
  • 26.11.2024 (মঙ্গলবার)
  • 27.11.2024 (বুধবার)
  • 29.11.2024 (শুক্রবার)
  • 01.12.2024 (রবিবার)
  • 03.12.2024 (মঙ্গলবার)
  • 04.12.2024 (বুধবার)
  • 06.12.2024 (শুক্রবার)
  • 08.12.2024 (রবিবার)
  • 10.12.2024 (মঙ্গলবার)
  • 11.12.2024 (বুধবার)
  • 13.12.2024 (শুক্রবার)
  • 15.12.2024 (রবিবার)

এছাড়াও দক্ষিণ-পূর্ব রেলের বেশ কয়েকটি ট্রেনের ক্ষেত্রে পরীক্ষামূলক স্টপেজও দেওয়া হচ্ছে । মূলত যাত্রীদের আবেদনের পরেই বাড়তি স্টপেজ দেওয়ার সিদ্ধান্ত নিয়ে কর্তৃপক্ষ ।

আরও পড়ুন:

কলকাতা, 19 সেপ্টেম্বর: দক্ষিণ-পূর্ব রেলের রাঁচি ডিভিশনে রেল ট্র্যাক-সহ বেশ কয়েকটি স্টেশনের সংস্কারের কাজ চলবে ৷ সে কারণে বাতিল করা এল একগুচ্ছ ট্রেন ৷ রেলের পক্ষ থেকে একটি বিবৃতি দিয়ে ট্রেন বাতিলের কথা জানিয়ে দেওয়া হয়েছে ৷ একই সঙ্গে বেশ কিছু ট্রেন বিশেষ কিছু স্টেশনে থামানোর কথাও জানানো হয়েছে ৷

কী পরিবর্তন করা হয়েছে ?

  • 12867 হাওড়া-পুদুচেরি এক্সপ্রেস আগামী 22 সেপ্টেম্বর হাওড়া থেকে ছাড়বে । ট্রেনটি আগামী 6 মাস রাজামুন্দ্রিতে থামবে ।
  • 12868 পুদুচেরি-হাওড়া এক্সপ্রেস 25 সেপ্টেম্বর পুদুচেরি থেকে ছাড়বে । ট্রেনটি আগামী 6 মাস রাজামুন্দ্রিতে থামবে ।

হাওড়া ডিভিশনে নন-ইন্টারলকিংয়ের কাজের জন্য যেই ট্রেনগুলি বাতিল করা হয়েছে:

হাওড়া ডিভিশনের রামপুরহাট-দুমকা সেকশনে শিকারিপাড়া ও দুমকা স্টেশনের মধ্যে সিঙ্গল লাইনের কাজের জন্য পূর্ব ঘোষিত মতো মেমু প্যাসেঞ্জার ট্রেনগুলি আগামীকাল অর্থাৎ 20 সেপ্টেম্বর বাতিল করা হয়েছে তার তালিকা-

  • 03081/03082 রামপুরহাট-জসিডি-রামপুরহাট প্যাসেঞ্জার ট্রেনটি বাতিল করা হয়েছে ।
  • 03111/03112 শিয়ালদা-গদ্দা-শিয়ালদা মেমু ট্রেনটি বাতিল করা হয়েছে ।
  • 13016 জামালপুর-হাওড়া কবিগুরু এক্সপ্রেসের সময় পরিবর্তন করা হয়েছে ৷ ট্রেনটি আগামিকাল জামালপুর থেকে সকাল 6টার পরিবর্তে বেলা 10:15 মিনিটে ছাড়বে ।

এছাড়াও 08641/08642 আদ্রা-বরকাখানা-আদ্রা মেমু স্পেশাল আগামী নভেম্বর থেকে শুরু করে বেশ কিছুদিন বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে দক্ষিণ-পূর্ব রেল ৷

এই ট্রেনটি আগামী নভেম্বর থেকে যেই তারিখগুলোতে বাতিল করা হয়েছে সেগুলি হল:

  • 06.11.2024 (বুধবার)
  • 08.11.2024 (শুক্রবার)
  • 10.11.2024 (রবিবার)
  • 12.11.2024 (মঙ্গলবার)
  • 13.11.2024 (বুধবার)
  • 15.11.2024 (শুক্রবার)
  • 17.11.2024 (রবিবার)
  • 19.11.2024 (মঙ্গলবার)
  • 20.11.2024 (বুধবার)
  • 22.11.2024 (শুক্রবার)
  • 24.11.2024 (রবিবার)
  • 26.11.2024 (মঙ্গলবার)
  • 27.11.2024 (বুধবার)
  • 29.11.2024 (শুক্রবার)
  • 01.12.2024 (রবিবার)
  • 03.12.2024 (মঙ্গলবার)
  • 04.12.2024 (বুধবার)
  • 06.12.2024 (শুক্রবার)
  • 08.12.2024 (রবিবার)
  • 10.12.2024 (মঙ্গলবার)
  • 11.12.2024 (বুধবার)
  • 13.12.2024 (শুক্রবার)
  • 15.12.2024 (রবিবার)

এছাড়াও দক্ষিণ-পূর্ব রেলের বেশ কয়েকটি ট্রেনের ক্ষেত্রে পরীক্ষামূলক স্টপেজও দেওয়া হচ্ছে । মূলত যাত্রীদের আবেদনের পরেই বাড়তি স্টপেজ দেওয়ার সিদ্ধান্ত নিয়ে কর্তৃপক্ষ ।

আরও পড়ুন:

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.