ETV Bharat / state

রবিবার পর্যন্ত লাগাতার বৃষ্টির পূর্বাভাস, জেলাগুলিকে সতর্ক করল নবান্ন - Nabanna on Heavy Rainfall - NABANNA ON HEAVY RAINFALL

Nabanna Alerts Districts: রাজ্যের বিভিন্ন জায়গায় বৃষ্টিপাত হচ্ছে ৷ এই বৃষ্টি এখন চলবে বলেই জানিয়েছে হাওয়া অফিস ৷ এই পরিস্থিতিতে একদিকে শহর ও শহরতলি জলমগ্ন হয়ে যাচ্ছে ৷ অন্যদিকে নদীর জলস্তর বাড়ছে ৷

Nabanna alert on rainfall
ভারী বৃষ্টি নিয়ে নবান্নের সতর্কবার্তা (ফাইল চিত্র)
author img

By ETV Bharat Bangla Team

Published : Aug 2, 2024, 3:35 PM IST

কলকাতা, 2 অগস্ট: একটানা বৃষ্টি চলছে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় ৷ এই অবস্থায় জেলা প্রশাসনকে সতর্ক করল নবান্ন ৷ গত কয়েকদিন ধরে লাগাতার বৃষ্টি হচ্ছে রাজ্যে ৷ এই লাগাতার বৃষ্টির কারণে রাজ্যের একাধিক এলাকা জলমগ্ন হওয়ার খবর আসছে নবান্নে ৷ রাজ্যের বিভিন্ন গুরুত্বপূর্ণ নদীর জলস্তরও বৃদ্ধির খবর আসছে ৷

আবহাওয়া অফিস সূত্রে খবর, রবিবার পর্যন্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ৷ আর সেই কারণেই নবান্নের তরফ থেকে শুক্রবার বিভিন্ন জেলার জেলাশাসকদের গুরুত্বপূর্ণ কিছু নির্দেশ দেওয়া হয়েছে ৷ এই পরিস্থিতির মোকাবিলায় জেলাগুলিকে সব ধরনের ব্যবস্থা নিয়ে রাখতে বলা হয়েছে ৷

বিভিন্ন ব্যারেজ থেকে এই অবস্থায় কী পরিমাণে জল ছাড়া হচ্ছে, তার উপরও নজর রাখতে বলা হয়েছে ৷ অতীতে বিভিন্ন ব্যারেজ থেকে জল ছাড়ার জন্য একাধিক জেলায় বন্যা পরিস্থিতি তৈরি হতে দেখা গিয়েছে ৷ তাই আগেভাগে এই বিষয়গুলিকে নজরে রেখে সাধারণ মানুষকে নিরাপদ আশ্রয়ে নিয়ে যাওয়ার কথা বলা হয়েছে ৷

এই মুহূর্তে দক্ষিণবঙ্গের বিভিন্ন গুরুত্বপূর্ণ নদীগুলির জলস্তর কী অবস্থায় রয়েছে, তা নিয়ে রিপোর্ট চেয়েছে নবান্ন ৷ এক্ষেত্রে যেমন জেলা থেকে নজরদারি চলবে, একইভাবে নবান্ন থেকেও নজরদারি চালানো হবে বলে জানা গিয়েছে ৷ আরেকদিকে এই লাগাতার ভারী বৃষ্টির মরশুমে আগে থেকেই শুকনো খাবার ও বিপর্যয় মোকাবিলা দলকে প্রস্তুত থাকার নির্দেশ দেওয়া হয়েছে ৷ প্রয়োজনে বিপর্যয় মোকাবিলা দলের সাহায্য নেওয়ার কথাও জেলা প্রশাসনগুলিকে বলা হয়েছে ৷

এদিকে কলকাতা-সহ শহরতলির একটি বড় অংশে সামান্য বৃষ্টিতেই জল জমে যায় ৷ রবিবার পর্যন্ত লাগাতার বৃষ্টি চলবে, তাই কলকাতা পুরনিগমকেও সতর্ক করা হয়েছে ৷ প্রয়োজনে দ্রুত জল নামিয়ে ফেলার জন্য বাড়তি পাম্প সেট রেডি রাখতে বলা হয়েছে ৷ জানা গিয়েছে, বৃষ্টি শুরু হওয়ার পর থেকেই সতর্ক রয়েছে কলকাতা পুরনিগমও ৷ ইতিমধ্যে নিকাশির সঙ্গে যুক্ত পুর টিম সক্রিয় রয়েছে ৷ মোটের উপর সাম্প্রতিক যে লাগাতার বৃষ্টিপাত, তা নিয়ে রাজ্যজুড়েই একটা সতর্কতামূলক ব্যবস্থা রাখছে নবান্ন ৷

কলকাতা, 2 অগস্ট: একটানা বৃষ্টি চলছে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় ৷ এই অবস্থায় জেলা প্রশাসনকে সতর্ক করল নবান্ন ৷ গত কয়েকদিন ধরে লাগাতার বৃষ্টি হচ্ছে রাজ্যে ৷ এই লাগাতার বৃষ্টির কারণে রাজ্যের একাধিক এলাকা জলমগ্ন হওয়ার খবর আসছে নবান্নে ৷ রাজ্যের বিভিন্ন গুরুত্বপূর্ণ নদীর জলস্তরও বৃদ্ধির খবর আসছে ৷

আবহাওয়া অফিস সূত্রে খবর, রবিবার পর্যন্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ৷ আর সেই কারণেই নবান্নের তরফ থেকে শুক্রবার বিভিন্ন জেলার জেলাশাসকদের গুরুত্বপূর্ণ কিছু নির্দেশ দেওয়া হয়েছে ৷ এই পরিস্থিতির মোকাবিলায় জেলাগুলিকে সব ধরনের ব্যবস্থা নিয়ে রাখতে বলা হয়েছে ৷

বিভিন্ন ব্যারেজ থেকে এই অবস্থায় কী পরিমাণে জল ছাড়া হচ্ছে, তার উপরও নজর রাখতে বলা হয়েছে ৷ অতীতে বিভিন্ন ব্যারেজ থেকে জল ছাড়ার জন্য একাধিক জেলায় বন্যা পরিস্থিতি তৈরি হতে দেখা গিয়েছে ৷ তাই আগেভাগে এই বিষয়গুলিকে নজরে রেখে সাধারণ মানুষকে নিরাপদ আশ্রয়ে নিয়ে যাওয়ার কথা বলা হয়েছে ৷

এই মুহূর্তে দক্ষিণবঙ্গের বিভিন্ন গুরুত্বপূর্ণ নদীগুলির জলস্তর কী অবস্থায় রয়েছে, তা নিয়ে রিপোর্ট চেয়েছে নবান্ন ৷ এক্ষেত্রে যেমন জেলা থেকে নজরদারি চলবে, একইভাবে নবান্ন থেকেও নজরদারি চালানো হবে বলে জানা গিয়েছে ৷ আরেকদিকে এই লাগাতার ভারী বৃষ্টির মরশুমে আগে থেকেই শুকনো খাবার ও বিপর্যয় মোকাবিলা দলকে প্রস্তুত থাকার নির্দেশ দেওয়া হয়েছে ৷ প্রয়োজনে বিপর্যয় মোকাবিলা দলের সাহায্য নেওয়ার কথাও জেলা প্রশাসনগুলিকে বলা হয়েছে ৷

এদিকে কলকাতা-সহ শহরতলির একটি বড় অংশে সামান্য বৃষ্টিতেই জল জমে যায় ৷ রবিবার পর্যন্ত লাগাতার বৃষ্টি চলবে, তাই কলকাতা পুরনিগমকেও সতর্ক করা হয়েছে ৷ প্রয়োজনে দ্রুত জল নামিয়ে ফেলার জন্য বাড়তি পাম্প সেট রেডি রাখতে বলা হয়েছে ৷ জানা গিয়েছে, বৃষ্টি শুরু হওয়ার পর থেকেই সতর্ক রয়েছে কলকাতা পুরনিগমও ৷ ইতিমধ্যে নিকাশির সঙ্গে যুক্ত পুর টিম সক্রিয় রয়েছে ৷ মোটের উপর সাম্প্রতিক যে লাগাতার বৃষ্টিপাত, তা নিয়ে রাজ্যজুড়েই একটা সতর্কতামূলক ব্যবস্থা রাখছে নবান্ন ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.