মালদা, 22 সেপ্টেম্বর: আরজি কর আবহে এবার মালদার হাসপাতালে নার্সকে হুমকি দেওয়ার অভিযোগ ৷ নির্যাতিতার বিচার এবং নিরাপত্তার দাবিতে একটানা কর্মবিরতি চালিয়ে গিয়েছেন ইন্টার্ন ডাক্তাররা । তাঁরা কাজে যোগ দিলেও আংশিক কর্মবিরতি চলছে মেডিক্যাল কলেজগুলিতে ৷ এখনও আউটডোর ও প্ল্যানড ওটিতে পরিষেবা দিচ্ছেন না ইন্টার্নরা । এরই মাঝে মালদার হাসপাতালে হুমকির মুখে পড়তে হল কর্তব্যরত নার্সকে ৷
চেয়ার নিয়ে বিবাদের জেরে নার্সকে হুমকি দিয়ে আরজি করের ঘটনা মনে করানো হয়েছে বলে অভিযোগ ৷ ফলে নিরাপত্তহীনতায় ভুগছেন চাঁচল সুপার স্পেশালিটি হাসপাতালের নার্সরা । শুধু হুমকিই ময়, অশ্লীল ভাষায় গালিগালাজ ও বর্ণ বৈষম্যমূলক মন্তব্য করারও অভিযোগও উঠেছে ওই হাসপাতালে । অভিযোগের ভিত্তিতে একজনকে আটক করে ঘটনার তদন্ত শুরু করেছে চাঁচল থানার পুলিশ ।
এক নার্স বলেন, "চেয়ার নিয়ে গণ্ডগোলের সূত্রপাত । ঘটনার খবর পেয়ে আমরা ছুটে আসি । বিষয়টি থামাতে গ্রুপ-ডি দাদাদের সঙ্গে আমিও যাই । সেই সময় ওঁরা আমাকে বলেন, 'এটা কি তোর বাবার হাসপাতাল ? তুই তো দেখতে আদিবাসীদের মতো । আরজি কর মেডিক্যালে কী হয়েছিল মনে নেই ? দু'মিনিটে চাকরি খেয়ে নেব ।' এভাবে আমাকে হুমকি দেওয়া হয়েছে । আমরা নিরাপত্তাহীনতায় ভুগছি । বিষয়টি নিয়ে আমরা পুলিশের দ্বারস্থ হব ।
হাসপাতাল সুপার ডা. মহম্মদ শামিম বলেন, "আসগর আলি নামে এক রোগী রক্তাল্পতা নিয়ে ভর্তি হন । ওঁর সঙ্গে দেখা করতে স্থানীয় নেতাগোছের কেউ আসেন । উনি নার্সিং স্টেশন থেকে চেয়ার নিয়ে যান । কর্তব্যরত ব্যক্তি কৌশিক সাহা জানতে চান, চেয়ার কেন নিয়ে যাচ্ছেন । পরে যখন আবার চেয়ার নিতে আসেন তখন বলা হয়, চেয়ার নিয়ে যাবেন না। এনিয়ে দুপক্ষের মধ্যে বাগ্বিতণ্ডা শুরু হয় । এরপরেই কর্তব্যরত ব্যক্তিকে অকথ্য ভাষায় গালিগালাজ করা হয় । চিৎকার চেঁচামেচিতে ওয়ার্ডের সিস্টার ইনচার্জ-সহ অন্যান্যরা পাশের ঘর থেকে বেরিয়ে আসেন । সেই সময় তাঁকে আদিবাসী বলে তোপ দেগে, আরজিকরের মতো ঘটনা ঘটিয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ । এই ঘটনার বিষয়ে পুলিশকে খবর দেওয়া হয় । পুলিশ প্রাথমিক তদন্ত শুরু করেছে । সিসি ক্যামেরার ফুটেজ দেখে পুলিশ পরবর্তী পদক্ষেপ করবে ।"