ETV Bharat / state

কলকাতায় লেদার কমপ্লেক্সে আগুন, পুড়ে মৃত্যু ব্যক্তির - FIRE IN KOLKATA

স্থানীয়রা আচমকাই দেখেন বন্ধ ঘর থেকে থেকে ধোঁয়া বেরচ্ছে ৷ দমকল বাহিনীকে খবর দেওয়া হলে, উদ্ধার হয় এক ব্যক্তির মৃতদেহ ৷

FIRE IN KOLKATA
ফাইল ছবি (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Bangla Team

Published : 3 hours ago

Updated : 3 hours ago

কলকাতা, 15 ডিসেম্বর: লেদার কমপ্লেক্স থানার শিরিষ বাগান এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ড ৷ অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু হল একজনের। মৃত ব্যক্তির নাম সুরজিৎ সর্দার। শিরিষ বাগান এলাকায় ভাড়া বাড়িতে থাকতেন তিনি। রবিবার দুপুরে ওই ভাড়া বাড়ি থেকে আগুন বেরতে দেখে দমকলে খবর দেন স্থানীয়রা। তড়িঘড়ি দমকলের 2টি ইঞ্জিন এসে আগুন নিয়ন্ত্রণে আনে।

বন্ধ ঘর ভেঙে ভিতরে প্রবেশ করতেই চোখ কপালে উঠে যায় দমকল কর্মীদের। ততক্ষণে সুরজিৎ সর্দারের দেহের অনেকটাই পুড়ে গিয়েছে। কী কারণে এই আগুন লাগল তা জানতে তদন্ত শুরু করেছেন কলকাতা লেদার কমপ্লেক্স থানার পুলিশ আধিকারিকরা। স্থানীয় বাসিন্দাদের সঙ্গেও কথা বলছেন তাঁরা।

তড়িঘড়ি দমকলের 2টি ইঞ্জিন এসে আগুন নিয়ন্ত্রণে আনে (ইটিভি ভারত)

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রবিবার দুপুরে ঘরেই ছিলেন তিনি। ঠান্ডা পড়ে যাওয়ায় ঘরের জানালা-দরজা বন্ধ ছিল। আচমকায় প্রতিবেশীরা সুরজিৎবাবুর ঘর থেকে ধোঁয়া বের হতে দেখেন। মুহূর্তে কালো ধোঁয়ায় ঢেকে যায় এলাকা। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় দমকলে। ঘটনাস্থলে পৌঁছয় 2টি ইঞ্জিন। ততক্ষণে ছড়িয়ে পড়েছে আগুনের লেলিহান শিখা। দমকলের আধিকারিকরা ঘটনাস্থলে পৌঁছে যুদ্ধকালীন তৎপরতায় আগুন আয়ত্তে আনতে তৎপর হন ৷

ঘরের দরজা ভিতর থেকে বন্ধ ছিল। ফলে ঘরের ভিতর ঢুকতেও সমস্যায় পড়তে হয় দমকলকর্মীদের। যতক্ষণে বন্ধ ঘরের দরজা ভেঙে ভিতরে ঢোকেন দমকল কর্মীরা, ততক্ষণে সবশেষ! সুরজিতের শরীর ততক্ষণে সম্পূর্ণ পুড়ে গিয়েছে। ঝলসে যাওয়া দেহাংশ পড়ে রয়েছে। কীভাবে আগুন লাগল তা জানার চেষ্টা করছে দমকল ও পুলিশ । সুরজিৎ নিজেই ঘরে আগুন লাগিয়ে নিজেকে শেষ করে দিয়েছেন কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে। পাশাপাশি ওই ব্যক্তি কোনওভাবে মানসিক অবসাদে ভুগছিলেন কি না, তাও জানার চেষ্টা করছে কলকাতা লেদার কমপ্লেক্স থানার পুলিশ।

কলকাতা, 15 ডিসেম্বর: লেদার কমপ্লেক্স থানার শিরিষ বাগান এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ড ৷ অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু হল একজনের। মৃত ব্যক্তির নাম সুরজিৎ সর্দার। শিরিষ বাগান এলাকায় ভাড়া বাড়িতে থাকতেন তিনি। রবিবার দুপুরে ওই ভাড়া বাড়ি থেকে আগুন বেরতে দেখে দমকলে খবর দেন স্থানীয়রা। তড়িঘড়ি দমকলের 2টি ইঞ্জিন এসে আগুন নিয়ন্ত্রণে আনে।

বন্ধ ঘর ভেঙে ভিতরে প্রবেশ করতেই চোখ কপালে উঠে যায় দমকল কর্মীদের। ততক্ষণে সুরজিৎ সর্দারের দেহের অনেকটাই পুড়ে গিয়েছে। কী কারণে এই আগুন লাগল তা জানতে তদন্ত শুরু করেছেন কলকাতা লেদার কমপ্লেক্স থানার পুলিশ আধিকারিকরা। স্থানীয় বাসিন্দাদের সঙ্গেও কথা বলছেন তাঁরা।

তড়িঘড়ি দমকলের 2টি ইঞ্জিন এসে আগুন নিয়ন্ত্রণে আনে (ইটিভি ভারত)

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রবিবার দুপুরে ঘরেই ছিলেন তিনি। ঠান্ডা পড়ে যাওয়ায় ঘরের জানালা-দরজা বন্ধ ছিল। আচমকায় প্রতিবেশীরা সুরজিৎবাবুর ঘর থেকে ধোঁয়া বের হতে দেখেন। মুহূর্তে কালো ধোঁয়ায় ঢেকে যায় এলাকা। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় দমকলে। ঘটনাস্থলে পৌঁছয় 2টি ইঞ্জিন। ততক্ষণে ছড়িয়ে পড়েছে আগুনের লেলিহান শিখা। দমকলের আধিকারিকরা ঘটনাস্থলে পৌঁছে যুদ্ধকালীন তৎপরতায় আগুন আয়ত্তে আনতে তৎপর হন ৷

ঘরের দরজা ভিতর থেকে বন্ধ ছিল। ফলে ঘরের ভিতর ঢুকতেও সমস্যায় পড়তে হয় দমকলকর্মীদের। যতক্ষণে বন্ধ ঘরের দরজা ভেঙে ভিতরে ঢোকেন দমকল কর্মীরা, ততক্ষণে সবশেষ! সুরজিতের শরীর ততক্ষণে সম্পূর্ণ পুড়ে গিয়েছে। ঝলসে যাওয়া দেহাংশ পড়ে রয়েছে। কীভাবে আগুন লাগল তা জানার চেষ্টা করছে দমকল ও পুলিশ । সুরজিৎ নিজেই ঘরে আগুন লাগিয়ে নিজেকে শেষ করে দিয়েছেন কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে। পাশাপাশি ওই ব্যক্তি কোনওভাবে মানসিক অবসাদে ভুগছিলেন কি না, তাও জানার চেষ্টা করছে কলকাতা লেদার কমপ্লেক্স থানার পুলিশ।

Last Updated : 3 hours ago
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.