ETV Bharat / state

ট্রাফিক পুলিশের সাহায্যে ফুটপাথেই প্রসব, এগিয়ে এলেন স্থানীয় মহিলারা - WOMAN GIVES BIRTH ON FOOTPATH

ব্যানার দিয়ে ঘিরে ফুটপাথেই মহিলাকে প্রসব করতে সাহায্য ৷ পরে অ্যাম্বুল্যান্সে মালদা মেডিক্যালে পাঠানো হল মহিলা এবং সদ্যোজাতকে ৷

Woman Gives Birth on Footpath
ট্রাফিক পুলিশের সাহায্যে ফুটপাথেই প্রসব মহিলার ৷ (নিজস্ব ছবি)
author img

By ETV Bharat Bangla Team

Published : 4 hours ago

মালদা, 15 ডিসেম্বর: ট্রাফিক পুলিশ-সহ স্থানীয়দের সাহায্যে ফুটপাথেই প্রসব মহিলার ৷ রবিবার বিকেল সাড়ে তিনটে নাগাদ ঘটনাটি ঘটেছে মালদা শহরের প্রাণকেন্দ্র রবীন্দ্র অ্যাভিনউ এলাকায় ৷ মালদা মেডিক্যাল কলেজ ও হাসপাতাল সূত্রে খবর, আপাতত ওই মহিলা ও সদ্যোজাত দু’জনেই সুস্থ রয়েছেন ৷

কালিয়াচকের মোজমপুর এলাকার বাসিন্দা জব্বার শেখ ৷ তাঁর স্ত্রী সোনালি বিবি অন্তঃসত্ত্বা ছিলেন ৷ প্রায় সাতমাস আগে স্ত্রীকে সঙ্গে নিয়ে দিল্লিতে রাজমিস্ত্রির কাজে গিয়েছিলেন জব্বার ৷ রবিবার দুপুরে রাজ্যে ফেরেন তাঁরা ৷ মালদা টাউন স্টেশনে নামেন স্বামী-স্ত্রী ৷

ট্রাফিক পুলিশের সাহায্যে ফুটপাথেই প্রসব মহিলার ৷ (ইটিভি ভারত)

জানা গিয়েছে, রথবাড়ি এলাকায় বাস ধরার জন্য অপেক্ষা করছিলেন ওই দম্পতি ৷ সেই সময় হঠাৎ সোনালি বিবির প্রসব যন্ত্রণা শুরু হয় ৷ আশপাশে ডাক্তারের খোঁজ শুরু করেন তাঁরা ৷ রাস্তায় হাঁটতে-হাঁটতে রবীন্দ্র অ্যাভিনিউ ট্রাফিক পোস্টের সামনে এসে পৌঁছান দম্পতি ৷ কিন্তু, যন্ত্রণা আরও বেড়ে যাওয়ায় সেখানেই চিৎকার করে শুয়ে পড়েন সোনালি বিবি ৷

বিষয়টি নজরে আসে ট্রাফিক পোস্টে কর্মরত কনস্টেবল প্রদীপ সরকারের ৷ সেখানে উপস্থিত দুই সিভিক ভলান্টিয়ার অর্জুন কর্মকার এবং ভীম ঘোষকে নির্দেশ দেন আইসিকে খবর দেওয়ার জন্য ৷ সঙ্গে অ্যাম্বুল্যান্সেও ফোন করতে বলেন কনস্টেবল ৷ এরপর তিনি মহিলাকে সাহায্যের জন্য এগিয়ে আসেন ৷

খবর পেয়ে কিছুক্ষণের মধ্যে ঘটনাস্থলে এসে পৌঁছান ট্রাফিকের আইসি আশিস কুণ্ডু ৷ এরই মধ্যে ওই মহিলার প্রসব প্রক্রিয়া শুরু হয়ে যায় ৷ সেই সময় উপস্থিত ট্রাফিকের আইসি, কনস্টেবল এবং সিভিক ভলান্টিয়াররা ছাতা ও ব্যানার দিয়ে ফুটপাথের একটি অংশ ঘিরে দেন ৷ এরপর স্থানীয়দের দিয়ে ডেকে পাঠানো হয়ে আশেপাশের কয়েকজন মহিলাকে ৷ সবার সাহায্যে ফুটপাথেই পুত্রসন্তানের জন্ম দেন তিনি ৷ আরও কিছু সময় পর অ্যাম্বুল্যান্সও পৌঁছে যায় ৷ দ্রুত মহিলা এবং সদ্যোজাতকে মালদা মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠানো হয় ৷

প্রসূতির স্বামী জব্বার শেখ বলেন, "স্ত্রীকে সঙ্গে নিয়ে দিল্লিতে রাজমিস্ত্রির কাজে গিয়েছিলাম ৷ আজই সেখান থেকে ফিরছি ৷ বাস ধরার আগেই স্ত্রীর প্রসব যন্ত্রণা শুরু হয়ে যায় ৷ কাছাকাছি কোনও ডাক্তারের খোঁজ করতে-করতে ওই ট্রাফিক পোস্টের সামনে যাই ৷ এরই মধ্যে স্ত্রীর অবস্থা আরও খারাপ হতে থাকে ৷ কী করব কিছুই বুঝে উঠতে পারছিলাম না ৷ স্থানীয় ট্রাফিক পুলিশই এগিয়ে এসে সাহায্য করেন ৷ স্ত্রী ছেলের জন্ম দিয়েছে ৷ ওদের মালদা মেডিক্যালে নিয়ে এসেছি ৷"

Woman Gives Birth on Footpath
প্রসবের পর মহিলা এবং সদ্যোজাতকে মালদা মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠানো হয় ৷ (নিজস্ব ছবি)

ঘটনার প্রত্যক্ষদর্শী তথা আইনজীবী সারিফুল আলম বলেন, "রাস্তা দিয়ে যাওয়ার সময় দেখি এক মহিলা শুয়ে চিৎকার করছেন ৷ পাশের ট্রাফিক পোস্টে কর্মরত কনস্টেবল ও দুই সিভিক ভলান্টিয়ার ওই মহিলার সাহায্যে এগিয়ে আসেন ৷ অ্যাম্বুল্যান্সে ফোন করা হয় ৷ এরই মধ্যে ওই মহিলা সন্তানের জন্ম দেন ৷ ট্রাফিক পোস্টের ছাতা ও ফ্লেক্স দিয়ে জায়গাটা ঘিরে ফেলা হয়েছিল ৷ আমরা স্থানীয় কয়েকজন মহিলাকে ডেকে এনেছিলাম ৷ সবার চেষ্টায় ওই মহিলা পুত্র সন্তানের জন্ম দিয়েছেন ৷"

মালদা, 15 ডিসেম্বর: ট্রাফিক পুলিশ-সহ স্থানীয়দের সাহায্যে ফুটপাথেই প্রসব মহিলার ৷ রবিবার বিকেল সাড়ে তিনটে নাগাদ ঘটনাটি ঘটেছে মালদা শহরের প্রাণকেন্দ্র রবীন্দ্র অ্যাভিনউ এলাকায় ৷ মালদা মেডিক্যাল কলেজ ও হাসপাতাল সূত্রে খবর, আপাতত ওই মহিলা ও সদ্যোজাত দু’জনেই সুস্থ রয়েছেন ৷

কালিয়াচকের মোজমপুর এলাকার বাসিন্দা জব্বার শেখ ৷ তাঁর স্ত্রী সোনালি বিবি অন্তঃসত্ত্বা ছিলেন ৷ প্রায় সাতমাস আগে স্ত্রীকে সঙ্গে নিয়ে দিল্লিতে রাজমিস্ত্রির কাজে গিয়েছিলেন জব্বার ৷ রবিবার দুপুরে রাজ্যে ফেরেন তাঁরা ৷ মালদা টাউন স্টেশনে নামেন স্বামী-স্ত্রী ৷

ট্রাফিক পুলিশের সাহায্যে ফুটপাথেই প্রসব মহিলার ৷ (ইটিভি ভারত)

জানা গিয়েছে, রথবাড়ি এলাকায় বাস ধরার জন্য অপেক্ষা করছিলেন ওই দম্পতি ৷ সেই সময় হঠাৎ সোনালি বিবির প্রসব যন্ত্রণা শুরু হয় ৷ আশপাশে ডাক্তারের খোঁজ শুরু করেন তাঁরা ৷ রাস্তায় হাঁটতে-হাঁটতে রবীন্দ্র অ্যাভিনিউ ট্রাফিক পোস্টের সামনে এসে পৌঁছান দম্পতি ৷ কিন্তু, যন্ত্রণা আরও বেড়ে যাওয়ায় সেখানেই চিৎকার করে শুয়ে পড়েন সোনালি বিবি ৷

বিষয়টি নজরে আসে ট্রাফিক পোস্টে কর্মরত কনস্টেবল প্রদীপ সরকারের ৷ সেখানে উপস্থিত দুই সিভিক ভলান্টিয়ার অর্জুন কর্মকার এবং ভীম ঘোষকে নির্দেশ দেন আইসিকে খবর দেওয়ার জন্য ৷ সঙ্গে অ্যাম্বুল্যান্সেও ফোন করতে বলেন কনস্টেবল ৷ এরপর তিনি মহিলাকে সাহায্যের জন্য এগিয়ে আসেন ৷

খবর পেয়ে কিছুক্ষণের মধ্যে ঘটনাস্থলে এসে পৌঁছান ট্রাফিকের আইসি আশিস কুণ্ডু ৷ এরই মধ্যে ওই মহিলার প্রসব প্রক্রিয়া শুরু হয়ে যায় ৷ সেই সময় উপস্থিত ট্রাফিকের আইসি, কনস্টেবল এবং সিভিক ভলান্টিয়াররা ছাতা ও ব্যানার দিয়ে ফুটপাথের একটি অংশ ঘিরে দেন ৷ এরপর স্থানীয়দের দিয়ে ডেকে পাঠানো হয়ে আশেপাশের কয়েকজন মহিলাকে ৷ সবার সাহায্যে ফুটপাথেই পুত্রসন্তানের জন্ম দেন তিনি ৷ আরও কিছু সময় পর অ্যাম্বুল্যান্সও পৌঁছে যায় ৷ দ্রুত মহিলা এবং সদ্যোজাতকে মালদা মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠানো হয় ৷

প্রসূতির স্বামী জব্বার শেখ বলেন, "স্ত্রীকে সঙ্গে নিয়ে দিল্লিতে রাজমিস্ত্রির কাজে গিয়েছিলাম ৷ আজই সেখান থেকে ফিরছি ৷ বাস ধরার আগেই স্ত্রীর প্রসব যন্ত্রণা শুরু হয়ে যায় ৷ কাছাকাছি কোনও ডাক্তারের খোঁজ করতে-করতে ওই ট্রাফিক পোস্টের সামনে যাই ৷ এরই মধ্যে স্ত্রীর অবস্থা আরও খারাপ হতে থাকে ৷ কী করব কিছুই বুঝে উঠতে পারছিলাম না ৷ স্থানীয় ট্রাফিক পুলিশই এগিয়ে এসে সাহায্য করেন ৷ স্ত্রী ছেলের জন্ম দিয়েছে ৷ ওদের মালদা মেডিক্যালে নিয়ে এসেছি ৷"

Woman Gives Birth on Footpath
প্রসবের পর মহিলা এবং সদ্যোজাতকে মালদা মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠানো হয় ৷ (নিজস্ব ছবি)

ঘটনার প্রত্যক্ষদর্শী তথা আইনজীবী সারিফুল আলম বলেন, "রাস্তা দিয়ে যাওয়ার সময় দেখি এক মহিলা শুয়ে চিৎকার করছেন ৷ পাশের ট্রাফিক পোস্টে কর্মরত কনস্টেবল ও দুই সিভিক ভলান্টিয়ার ওই মহিলার সাহায্যে এগিয়ে আসেন ৷ অ্যাম্বুল্যান্সে ফোন করা হয় ৷ এরই মধ্যে ওই মহিলা সন্তানের জন্ম দেন ৷ ট্রাফিক পোস্টের ছাতা ও ফ্লেক্স দিয়ে জায়গাটা ঘিরে ফেলা হয়েছিল ৷ আমরা স্থানীয় কয়েকজন মহিলাকে ডেকে এনেছিলাম ৷ সবার চেষ্টায় ওই মহিলা পুত্র সন্তানের জন্ম দিয়েছেন ৷"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.