কলকাতা, 19 এপ্রিল: শেষ মুহূর্তের আর অল্প কিছু কাজ বাকি ৷ সব কিছু ঠিক থাকলে মে-জুনের মধ্যেই 51 সতীপীঠের অন্যতম নব কলেবরে সজ্জিত কলকাতার কালীঘাট কালী মন্দিরের সংস্কার কাজ সম্পূর্ণ হবে। ভোট মিটলেই আগামী অগস্ট মাসে তিথি নক্ষত্র বিচার করে, ভালো দিন দেখে হবে মন্দিরের উদ্বোধনী অনুষ্ঠান। উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
জানা গিয়েছে, মন্দিরে আসার যে স্কাইওয়াক সেই কাজ শেষ হতে আরও একটু সময় লাগতে পারে। অগস্টের মধ্যে সেই কাজ শেষ হলে শীঘ্রই উদ্বোধন হয়ে যাবে নতুন ভাবে সেজে ওঠা কালীঘাট কালী মন্দিরের ৷ এই প্রসঙ্গে স্থানীয় কাউন্সিলর প্রবীর মুখোপাধ্যায় বলেন, "মাননীয় মুখ্যমন্ত্রীর স্বপ্নের এই সংস্কার প্রকল্প। দেশের মধ্যে অন্যতম সতীপীঠ এটা । কামাখ্যার পরেই এই সতীপীঠ গুরুত্বপূর্ণ। অগনিত ভক্ত মন্দিরে প্রতিদিন আসেন ৷ কলকাতা কর্পোরেশন ও একটি বিকল্প গোষ্ঠী এই সংস্কার ও সৌন্দর্যায়নের কাজ করছে ৷ যার ফলে পর্যটন শিল্পেও অনেক অগ্রগতি ঘটবে। কাজ একদমই শেষের মুখে ৷ টুকটাক কাজ বাকি । ভোট মিটতে মিটতে এই কাজ শেষ হয়ে যাবে । আগামী অগস্টে সুসজ্জিত কালীঘাট মন্দিরের উদ্বোধন করবেন মাননীয়া মুখ্যমন্ত্রী ৷"
কলকাতা পৌরনিগম সূত্রে খবর, 2019 সালে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সিদ্ধান্ত নেন সরকারি ভাবে কালীঘাট মন্দিরের সংস্কার করে একে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আসা মানুষজনের কাছে অন্যতম আকর্ষণীয় করে তোলা। রাজ্যের পর্যটন মানচিত্রে রিলিজিয়াস ট্যুরিজম তালিকায় অন্যতম গুরুত্বপূর্ণ স্থান এই মন্দির। মুখ্যমন্ত্রী এই সংস্কারের ভার দেয় কলকাতা পৌরনিগমকে। মন্দিরের ভিতরের ও বাইরের প্রাথমিক কাঠামো কাজ চলাকালীন কিছু সিদ্ধান্তে বদল আসে। রাজ্যের তরফে জানানো হয় কলকাতা পৌরনিগম মন্দিরের বাইরের অংশে সংস্কার ও সৌন্দর্যায়নের কাজ করবে।
মন্দিরের অভ্যন্তরের সমস্ত সংস্কার ও সৌন্দর্যায়ন কাজ করবে দেশের বৃহৎ শিল্প গোষ্ঠী (রিলায়েন্স)। করোনা জেরে মাঝে দীর্ঘ সময় কাজ থমকে যায়। পরে ফের জোর কদমে শুরু হয়। মন্দিরের ভিতরের কাজের জন্য 35 কোটি টাকা খরচ করেছে। সেই টাকা থেকেই মন্দিরের তিনটি চূড়া খাঁটি সোনা দিয়ে মুড়ে দেওয়া হয়েছে । মূল মন্দির থেকে নাট মন্দির বা গর্ভগৃহ থেকে দুধ কুণ্ডুের চালচিত্রও ঝকঝকে করে তোলা হয়েছে ।
আরও পড়ুন
1. বর্ষশেষে কালীঘাট মন্দিরে মমতা, স্কাইওয়াক নিয়ে বড় ঘোষণা
2. কালীঘাটেই হবে রাম পুজো, নির্দেশ কলকাতা হাইকোর্টের
3. গঙ্গাসাগর পুণ্যার্থীদের বাড়তি পাওনা কালীঘাট মন্দির, মমতার নির্দেশে জরুরি বৈঠক কলকাতা কর্পোরেশনে